Madhyamik Suggestion Physical Science

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Madhyamik Suggestion Physical Science

১. মোটর গাড়ির হাডলাইটে ব্যবহৃত হয়-
অবতল দর্পন।
২. গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহৃত হয়-
উত্তল দর্পন।
৩. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি-
লাল ও বেগুনি।
৪. বিবর্ধক কাচ হিসেবে ব্যবহৃত হয়-
উত্তল লেন্স।
৫. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে ব্যবহার করা হয়-
অবতল লেন্স।
৬. সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে-
অবতল লেন্স।
৭. দীর্ঘ দৃষ্টি প্রতিকার করতে ব্যবহৃত হয়-
উত্তল লেন্স।
৮. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে যে বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে তা হলো-
লাল বর্ণের।
৯. একটি গোলীয় দর্পনের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয়-
ওই দর্পনের মেরু।
১০. এক্স রশ্মি ব্যবহার করা হয়-
চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় , ক্যানসার, টিউমারের চিকিৎসায়।
১১. উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয়?
ফোকাসে।
১২. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, সেটি হলো-
বেগুনি।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply