Madhyamik Physical Science Choltorit

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Madhyamik Physical Science Choltorit

তড়িৎ আধান:
যে ধর্মের জন্য কোনো বস্তু অপর কোনো তড়িদ্গ্রস্থ বস্তু বা অনাহিত বস্তুর ওপর তড়িৎ বল প্রয়োগ করে, তাকে তড়িদাধান বা আধান বলা হয়।

তড়িৎ আধানের ধর্ম:
১. বিপরীত ধর্মী তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে।
২. কোনো বিচ্ছিন্ন সংস্থার (Isolated System) মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক। এর সৃষ্টি বা ধ্বংস হয় না। কেবল একটি বিচ্ছিন্ন সংস্থার এক অংশ থেকে অন্য অংশে এর স্থানান্তর হয়।
৩. কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক। এটাই আধানের কোয়ান্টায়ন নীতি।
৪. তড়িৎ আধান একটি স্কেলার রাশি। ফলে আধানের প্রকৃতি হলো সংযোজনশীল। অর্থাৎ কোনো সংস্থার মোট আধান সংস্থাটির প্রতিটি আধানের বীজগাণিতিক যোগফলের সমান।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

আধানের কোয়ান্টায়ন:
কোনো আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যক সরল গুণিতক হয়। এই ঘটনাকে আধানের কোয়ান্টায়ন বলে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply