কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে

কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে?
রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলে।

রাইবোজোম কাকে বলে?
প্রোটিন ও RNA এর সমন্বয়ে গঠিত যেসব একক পর্দাবিহীন, গোলাকার কোষীয় অঙ্গানু, এন্ডোপ্লাজমীয় জালিকা এবং নিউক্লিয় পর্দার গায়ে অবস্থান করে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তাদের রাইবোজোম বলে।

রাইবোজোমের কাজ:
(i) রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ এজন্য একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে।
(ii) রাইবোজোম স্নেহ পদার্থের বিপাকে সাহায্য করে।

রাইবোজোমের অবস্থান:
প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে, এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে, নিউক্লিয় পর্দায় ও নিউক্লিওলাসে রাইবোজোম থাকে।

আরও পড়ুন:

দ্রুত ঘুমিয়ে পড়ার ৮টি বৈজ্ঞানিক উপায়
আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা

Keywords:

কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়

👉 Subscribe Our YouTube Channel: Click Here

Leave a Comment