HS Education Swadhin-Varoter-Shikha Commission

HS Education Swadhin-Varoter-Shikha Commission

প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা কর।

উত্তর: স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন।

উচ্চশিক্ষার লক্ষ্য সমূহ:

(১) নেতৃত্ব দানের শিক্ষা:
রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য হল গণতান্ত্রিক চেতনার বিকাশ ও সুনাগরিক গড়ে তোলা।

(২) প্রজ্ঞার উন্মেষসাধন:
রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষা মন ও আত্মা উভয়কেই প্রশিক্ষিত করে তুলবে। গবেষণার ক্ষেত্রে সম্প্রসারণের মাধ্যমে আবিষ্কার ও অনুসন্ধান প্রজ্ঞার উন্মেষে সহায়তা করবে।

(৩) সৌভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিকতা বোধের উল্লেখ:
কমিশনের মতে সৌভ্রাতৃত্ববোধ থেকে বিশ্ব ভাতৃত্ববোধ বিদ্যার্থীর মধ্যে বিকশিত করে তুলতে হবে। কমিশনের পরামর্শ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে ব্যক্তি অপর রাষ্ট্রর সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে।

(৪) সাংস্কৃতিক জীবনের সংরক্ষণ ও বিকাশ:
শিক্ষার উদ্দেশ্য হবে নিজ সংস্কৃতির উপর ভিত্তি করে ব্যক্তির আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও আত্মনির্ভরতা গুলি বিকশিত করে তুলতে সাহায্য করা। কমিশনের মতে উচ্চশিক্ষার উদ্দেশ্য হল নতুন ভাবধারা ও সমাজ জীবনে নতুন মূল্যবোধ সৃষ্টি করা।

(৫) মানবিক গুণাবলীর বিকাশ:
উচ্চ শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা।

(৬) জাতীয় সংস্কৃতি ও শিক্ষার বিকাশ:
শিক্ষার মান এমনভাবে উন্নীত করতে হবে, যাতে শিক্ষার্থীরা জাতীয় সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

(৭) গণতান্ত্রিক মনোভাব গঠন:
ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। শিক্ষার লক্ষ্য হবে দেশের প্রতিটি নাগরিককে গণতন্ত্রের এই মূল্যবোধ গঠনে সচেষ্ট করা।

(৮) মূল্যবোধের বিকাশ:
কমিশন বলেছে নবভারত গঠনের জন্য দেশের প্রতিটি শিক্ষার্থীর চারিত্রিক উন্নতির দিকে নজর দিতে হবে। নৈতিক মূল্যবোধ, ন্যায়নীতি ও আদর্শের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।

(৯) শিক্ষার সমান অধিকার:
প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সমান সুযোগ উচ্চ শিক্ষার অন্যতম লক্ষ্য।

(১০) শিক্ষার গুণগতমান উন্নয়ন:
উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়ন ঘটানো অন্যতম লক্ষ্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা যাতে জাতীয় সংস্কৃতিতে প্রভাব ফেলতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

(১১) বৃত্তি, যান্ত্রিক ও সাধারণ শিক্ষার মান উন্নয়ন:
কারিগরিবিদ্যা, চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, কৃষিবিদ্যার প্রসার ঘটানোর জন্য বিশ্ববিদ্যালয় গুলিকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। ফলে মানুষের জীবন যাত্রার মান বাড়বে।

(১২) গবেষণা ক্ষেত্রের সম্প্রসারণ:
বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষার্থীদের সুবিধার্থে গবেষণাক্ষেত্রের সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(১৩) মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান:
বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চ শিক্ষার উন্নতিকল্পে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে গুরুত্ব পেয়েছে ভাষা।

(১৪) বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব আরোপ:
সাধারণ শিক্ষার পাশাপাশি সমাজের উন্নতিকল্প বয়স্ক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং বয়স্ক শিক্ষার প্রসার উন্নতিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(১৫) ধর্ম ও নীতি শিক্ষার বিকাশ:
কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য হিসেবে ধর্ম ও নীতি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কমিশনের মতে ধর্ম ও নৈতিক শিক্ষা ছাড়া শিক্ষার্থীর সঠিক বিকাশ সম্ভাব নয়।

উচ্চশিক্ষার এই লক্ষ্য গুলি যেমন ব্যক্তির সার্বিক বিকাশ ঘটাতে সক্ষম হবে, তেমনি সামাজিক উন্নতিতেও সাহায্য করবে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মনে করত। কমিশন নির্দেশিত এই লক্ষ্য গুলি ছিল ভারতীয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতিমূলক পদক্ষেপ।

➤ সমস্ত অধ্যায়ের প্রশ্ন দেখার জন্য: Click Here

➤ HS English Notes: Click Here

👉 WB Class 11 English All Notes: Click Here
➤ Subscribe our YouTube channel: Click Here
➤ Join our Facebook page: TextbookPlus

Keywords: HS Education Suggestion | HS Education Second Chapter Important MCQ | Class 12 Education Notes | Higher Secondary Education Important Question Answer | HS Education Second Chapter Question Answer | hs Education fifth chapter | HS Education Syllabus HS-Education বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ

West Bengal Higher Secondary Board

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায়: বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন HS Education Swadhin-Varoter-Shikha Commission

উচ্চ মাধ্যমিক এডুকেশন – পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন

বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি কী কী হবে ?

স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা কর।

HS Education Swadhin-Varoter-Shikha Commission

স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা কর।

বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি কী কী হবে ?

Leave a Comment