Madhyamik History First-Chapter-MCQ Part-1

Madhyamik History First-Chapter-MCQ Part-1

এখানে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় আসা MCQ শেয়ার করা হলো। পরবর্তী Part গুলিতে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি নিয়মিত প্র্যাকটিস করবে। আশাকরি ইতিহাসে ভালো নম্বর পেতে এগুলি তোমাদের সাহায্য করবে।

মাধ্যমিক ইতিহাস
প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা
Important MCQ
Part- 1

১. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন- (মাধ্যমিক: ২০১৭)
(ক) ইংরেজরা
(খ) ফরাসীরা
(গ) ওলন্দাজরা
(ঘ) পর্তুগীজরা


২. বিপিনচন্দ্র পাল লিখেছেন-(মাধ্যমিক: ২০১৭)
(ক) সত্তর বৎসর
(খ) জীবনস্মৃতি
(গ) A nation in making
(ঘ) আনন্দমঠ


৩. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি- (মাধ্যমিক: ২০১৮)
(ক) উপন্যাস
(খ) জীবনী গ্রন্থ
(গ) কাব্যগ্রন্থ
(ঘ) আত্মজীবনী


৪. ‘সোমপ্রকাশ’ ছিল একটি- (মাধ্যমিক ২০১৮)
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা


৫. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন– (মাধ্যমিক: ২০১৯)
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ক্রীড়া জগতের সঙ্গে
(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে


৬. মোহনবাগান ক্লাব আই. এফ. এ শিল্ড জয় করেছিল- (মাধ্যমিক: ২০১৯)
(ক) ১৮৯০
(খ) ১৯০৫
(গ) ১৯১১
(ঘ) ১৯১৭


৭. ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে- (মাধ্যমিক: ২০২০)
(ক) পর্তুগীজ
(খ) ইংরেজ
(গ) মোঘল
(ঘ) ওলন্দাজ


৮. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- (মাধ্যমিক: ২০২০)
(ক) ৮ জানুয়ারি
(খ) ২৪ ফেব্রুয়ারি
(গ) ৮ মার্চ
(ঘ) ৫ জুন


👉 ABTA Test Paper এর সমস্ত উত্তর দেখতে: Click Here

Subscribe Our YouTube Channel: Click Here

Madhyamik History First-Chapter-MCQ Part-1

মাধ্যমিক ইতিহাস সাজেশন | মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা MCQ | মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Madhyamik History Suggestion | Important History MCQ for Madhyamik Exam

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর Madhyamik History First-Chapter-MCQ Part-1

Madhyamik History First Chapter MCQ

Madhyamik History First-Chapter-MCQ Part-1

Leave a Comment

CLOSE