হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর MCQ

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর MCQ

মাধ্যমিক বাংলা
হারিয়ে যাওয়া কালি কলম
শ্রীপান্থ
MCQ প্রশ্ন উত্তর

১. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল- যখন ছাপাখানা এল / কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই / আজব নগরী / বটতলা

উত্তর: কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই

২. যে লেখকের ছদ্মনাম ‘শ্রীপান্থ’ তিনি হলেন- শরৎচন্দ্র / নিখিল সরকার / পূর্ণেন্দু পত্রী / মুজতবা আলী

উত্তর: নিখিল সরকার

৩. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল- ঝরনা কলম / কালির কলম / রিজার্ভার পেন / বল পেন

উত্তর: রিজার্ভার পেন

৪. ফাউন্টেন পেনের জন্মদাতা- পার্কার / শেফার্ড / ওয়াটারম্যান / সোয়ান

উত্তর: ওয়াটারম্যান

৫. একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম- আবন ঠাকুর / সুভো ঠাকুর / গুনু ঠাকুর / রবি ঠাকুর

উত্তর: সুভো ঠাকুর

৬. যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হল- টেলিগ্রাফিস্ট / ক্যালিগ্রাফিস্ট / পলিগ্রাফিস্ট / কালীগ্রাফিস্ট

উত্তর: ক্যালিগ্রাফিস্ট

৭. ‘কঙ্কাবতী’ ও ‘ডমরুধর’ এর স্বনামধন্য লেখক- মাইকেল মধুসূদন দত্ত / শরৎচন্দ্র চট্টোপাধ্যায় / ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় / শিবরাম চক্রবর্তী

উত্তর: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

👉 আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

৮. এক সময় বলা হত ‘কলমে কায়স্থ চিনি, গোঁফেতে………’ – রাখাল / গোপাল / রাজপুত / ডাকাত

উত্তর: রাজপুত

৯. “কালি কলম মন, লেখে তিনজন।”- এটি হলো একটি- ধাঁধা / প্রবাদ / রূপকথা / উপকথা

উত্তর: প্রবাদ

১০. ‘অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন।’- তিনি হলেন- সত্যজিৎ রায় / অন্নদাশঙ্কর রায় / রাজশেখর বসু / সুবোধ ঘোষ

উত্তর: অন্নদাশঙ্কর রায়

১১. ফাউন্টেন পেন সংগ্রহ করতেন- রবীন্দ্রনাথ ঠাকুর / শৈলজানন্দ মুখোপাধ্যায় / জীবনানন্দ দাশ / সত্যজিৎ রায়

উত্তর: শৈলজানন্দ মুখোপাধ্যায়

১২. বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভারস-বলেছিলেন কে?- লর্ড আম হ্যাস্ট / লর্ড কার্জন / লর্ড ওয়েলেসলি / লর্ড ক্যানিং

উত্তর: লর্ড কার্জন

১৩ কেরি সাহেবের মুন্সি নামে কোন ব্যক্তি খ্যাত ছিলেন?-মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার / চন্ডীচরণ মুন্সি / উইলিয়াম জোন্স / গোলকনাথ শর্মা

উত্তর: উইলিয়াম জোন্স

১৪. কুইল হল- পালকের কলম / ছাপার কালি / খাগের কলম / বল পেন

উত্তর: পালকের কলম

১৫. যার পোশাকি নাম স্টাইলাস-কার পোশাকি নাম?- কুইল / নলখাগড়া / খাগের কলম / ব্রোঞ্জের শলাকা

উত্তর: ব্রোঞ্জের শলাকা

১৬. ‘লুইস অ্যাডসন ওয়াটারম্যান’ নামটি কোনটার সঙ্গে যুক্ত?- কম্পিউটার / পুস্তক / অভিধান / ফাউন্টেন পেন

উত্তর: ফাউন্টেন পেন

👉 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর MCQ

১৭. চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখকের প্রাপ্তি হয়েছিল- দশ টাকা / সাত টাকা / পাঁচ টাকা / তিন টাকা

উত্তর: সাত টাকা

১৮. লেখক যে অফিসে কাজ করতেন, সেটি হল- সরকারি অফিস / পত্রিকা অফিস / সওদাগরী অফিস / বেসরকারি অফিস

উত্তর: পত্রিকা অফিস

১৯. বাংলা প্রবাদটি হল, কালি নেই কলম নেই, বলে আমি- মুন্সি / কলমটি / লেখক / কবি

উত্তর: মুন্সি

২০. ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল- হরিতকী, জাইফল, এলাচ / হরিতকী, সুপারি, আমলকি / আমলকি, হরিতকী, বহেড়া / সুপারি, হরিতকী, বহেড়া

উত্তর: আমলকি, হরিতকী, বহেড়া

২১. উন্নতমানের ফাউন্টেন পেনের নির্মাতা ছিলেন-জন স্টিফেন্সন / আন্ডারসন / ওয়াটারম্যান / লুইস ওয়াল্টার

উত্তর: ওয়াটারম্যান

২২. কালির অক্ষর নাইকো পেটে, চন্ডী পড়েন-বাবুঘাটে / কালীঘাটে / গঙ্গাঘাটে / খেয়াঘাটে

উত্তর: কালীঘাটে

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

মাধ্যমিক বাংলা অসুখী একজন পাবলো নেরুদা MCQ প্রশ্ন উত্তর

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর MCQ

হারিয়ে যাওয়া কালি কলম mcq

হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর MCQ

Leave a Comment