আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

মাধ্যমিক বাংলা
আফ্রিকা
রবীন্দ্রনাথ ঠাকুর
MCQ প্রশ্ন উত্তর

১. কোন কাব্যগ্রন্থ থেকে ‘আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে?- বলাকা / খেয়া / শিশু / পত্রপুট

উত্তর: পত্রপুট

২. আফ্রিকা একটি- শহরের নাম / মহাদেশের নাম / মহাসাগরের নাম / উপমহাদেশ

উত্তর: মহাদেশের নাম

৩. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?- গীতাঞ্জলি / নৈবেদ্য / song offerings / পুনশ্চ

উত্তর: song offerings

৪.’আফ্রিকা’ কবিতায় ‘মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে- আফ্রিকাকে / ভারতবর্ষকে / বসুন্ধরা কে / পশ্চিম দুনিয়াকে

উত্তর: আফ্রিকাকে

৫. এই কবিতায় সমুদ্রকে কবি কি বিশেষণে বিশেষিত করেছেন- ব্রহ্ম / রুদ্র / ঈশব / বৈষ্ণব

উত্তর: রুদ্র

৬. ‘হাই ছায়াবৃতা’- ছায়াবৃতা বলে কাকে সম্বোধন করা হয়েছে?- আমেরিকাকে / ভারতবর্ষকে / ইউরোপকে / আফ্রিকাকে

উত্তর: আফ্রিকাকে

৭. প্রকৃতির দৃষ্টি অতীত জাদু কি করছিল?-মনকে আচ্ছন্ন করছিল / মন্ত্র জাগাচ্ছিল / বিদ্রুপ করছিল / চিরচিহ্ন দিয়ে যাচ্ছিল

উত্তর: মন্ত্র জাগাচ্ছিল

৮. ‘প্রদোষকাল’ শব্দটির অর্থ কি?- ভোরবেলা / সূর্যাস্তের সময় / দুপুরবেলা / রাত্রিবেলা

উত্তর: ভোরবেলা

৯. কবির সংগীতে বেজে উঠেছিল-সংগীতের মূর্ছনা / সুন্দরের আরাধনা / সুরের ঝংকার / রাগরাগিনী

উত্তর: সংগীতের মূর্ছনা

১০. ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।।’-সভ্যতার শেষ বাণীটি হলো- ভালোবাসো / মঙ্গল কর / ক্ষমা করো / বিদ্বেষ ত্যাগ করো

উত্তর: ক্ষমা করো

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

১১. বীভৎস কাদার পিণ্ড / চিরচিহ্ন দিয়ে গেল তোমার………।- অপমানিত ইতিহাসে / কৃপণ আলোর অন্তপুরে / মানহারা মানবিক দ্বারে / প্রাচী ধরিত্রির বুকে

উত্তর: অপমানিত ইতিহাসে

১২. অশুভ ধ্বনিতে ঘোষণা করল……।- শেষ পুণ্যবাণী / সুন্দরের আরাধনা / নির্লজ্জ অমানুষতা / দিনের অন্তিমকাল

উত্তর: দিনের অন্তিমকাল

১৩. ‘এলো ওরা’-কি নিয়ে ওরা এল?-ভয়ংকর অস্ত্র / দানবের নখ / লোহার হাতকড়ি / ঘৃণা

উত্তর: হাতকড়ি

১৪. ‘অরণ্যপথে’-অরণ্যপথ কেন?-আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে / বর্ষার মেঘে / অত্যাচারীর ক্রন্দনে / আবহাওয়ার জন্য

উত্তর: আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে

১৫. ‘রুদ্র সমুদ্রের বাহু’আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বেঁধেছিল- জলতরঙ্গের বন্ধনে / পর্বত কন্দরে / নিভীত অবকাশে / বনসপতির নিবিড় পাহারায়

উত্তর: বনস্পতির নিবিড় পাহারায়

১৬. নখ যাদের তীক্ষ্ণ তোমার……..।-হায়নার চেয়ে / বাঘের চেয়ে / নেকড়ের চেয়ে / দস্যুর চেয়ে

উত্তর: নেকড়ের চেয়ে

১৭. তাণ্ডবের দুন্দুভিনিনাদে-এখানে’ নিনাদ ‘শব্দের অর্থ কি- শব্দ / গর্জন / চিৎকার / ভয়ংকর শব্দ

উত্তর: শব্দ

১৮. পশ্চিম দিগন্তে কোন সময় ঝড় আসছে?- দ্বিপ্রহরে / গোধূলি বেলায় / প্রদোষকালে / প্রভাতে

উত্তর: প্রদোষকালে

👉 অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর MCQ

১৯. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;-এই আহব্বান জানানো হয়েছে-স্রষ্টা কে / পালনকর্তাকে / যুগান্তের কবিকে / শাসনকর্তাকে

উত্তর: যুগান্তের কবিকে

২০. নিভীত অবকাশে আফ্রিকা চিন ছিল-দুর্গমের রহস্য / জলস্থল আকাশের দুর্বোধ সংকেত / প্রকৃতির রহস্য / রহস্য ও দুর্বোধ সংকেত

উত্তর: দুর্গমের রহস্য

২১. ‘অপরিচিত ছিল তোমার মানব রূপ’-কেন অপরিচিত ছিল?-কালো ঘোমটার নিচে থাকার জন্য / পূর্বে পরিচিত ছিল না বলে / চিত্ত ছিল গর্বে, র্পণে অন্ধ / অজ্ঞানতার জন্য

উত্তর: কালো ঘোমটার নিচে থাকার জন্য

২২. সমুদ্র পারে সেই মুহূর্তেই কি হচ্ছিল?-নির্লজ্জ অত্যাচার / শিশুরা খেলছিল মায়ের কোলে / মন্ত্র জাগছিল চেতনাতিতো মনে / দুর্গমের রহস্য খোঁজা হচ্ছিল

উত্তর: শিশুরা খেলছিল মায়ের কোলে

২৩. “এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে”-কারা এসেছিল?-মানুষ ধরার দল / অত্যাচারী দল / বর্বর মানুষের দল / কোনোটিই নয়

উত্তর: মানুষ ধরার দল

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

মাধ্যমিক বাংলা অসুখী একজন পাবলো নেরুদা MCQ প্রশ্ন উত্তর

মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর আফ্রিকা কবিতার mcq আফ্রিকা mcq আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর

আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর MCQ

Leave a Comment