Gopal Varer Golpo Porbo-2

গোপাল ভাড়ের গল্প

গল্প ২:

একবার এক ব্রান্মাণের সঙ্গে তর্ক লেগে গেল গোপাল ভাড়ের। শেষ পর্যন্ত হাতাহাতি
হওয়ার যোগাড়। ব্রাহ্মণ গোপালকে বলে তুই বেটা উচ্ছন্নে যা।
সঙ্গে সঙ্গে মাথা নীচু করে গোপাল বললো- “আজ্ঞে দয়া করে যদি পথটা
বাতলে দেন। আপনারা মহাজনেরা যে পথ দিয়ে উচ্ছন্নে গেছেন, সেই পথেই তাহলে
যেতে পারি।”

গল্প ৩:

একবার গোপালের খুব টাকার দরকার পড়লো। সে গেল এক মহাজনের
কাছে টাকা ধার করতে। টাকা ধার পেলো সে। অনেক দিন হয়ে গেল টাকাটা শোধ
করলো না। হঠাৎ পাওনাদার গোপালকে দেখতে পেয়ে বললো- “টাকা নিয়েছো,
শোধ দেবার নাম নেই। দুদিন মাত্র সময় দিলাম। এরমধ্যে টাকা না দিলে তোমার
শ্রাদ্ধ করে ছাড়বো। কথাটা খেয়াল রেখো।”

গোপাল হাসতে হাসতে বললো- “টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না। তার
ওপর আবার শ্রাদ্ধের খরচ নিতে চাইছেন? তার চাইতে বরং ওটা ছেলেকেই করতে
দিন। আমি মরলে কি স্বর্গ থেকে টাকা দিতে আসবো?”

পাওনাদার অবাক, গোপাল ততক্ষণে হাওয়া হয়ে গেছে।

গল্প ৪:

একবার এক আলুর গুদামে আগুন লেগেছে। অনেক আলু নষ্ট হয়েছে
পুড়ে। গোপাল যাচ্ছিল সেই পথ দিয়ে। আলুর গুদোম পুড়তে দেখে সে দাড়ালো,
তারপর একটা মুদির দোকান থেকে নুন চেয়ে নিয়ে গাছতলায় বসে আগুনে পোড়া
আলু খেতে লাগলো। গোপালের উল্টোদিকে খানিকটা তফাতে একটা লোক মাথায়
হাত দিয়ে বসে আছে। পোড়া আলু খেতে খেতে গোপাল বলে- “মশাই, আপনি
মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? নুন দিয়ে পোড়া আলু খান।”

লোকটা বলল- “আমি এই গুদামের মালিক। যদিও আমার আরও চারটে
আলুর শুদাম আছে তবুও এটা পুড়ে গিয়ে আমার খুব ক্ষতি হয়েছে।”

গোপাল পোড়া আলু নুন দিয়ে খেতে খেতে বললো- “আপনার আরো চারটে
গুদাম আছে, বললেন না সেগুলো কবে পুড়বে? “

গুদামের মালিক গোপালের মুখে এই কথা শুনে গোপালকে এই মারে কি
সেই মারে।

আগের পর্ব ⇚⇛ পরের পর্ব
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

গোপাল ভাড়ের গল্প | গোপাল ভাড়ের পেট ফাটানো হাসির গল্প | বাংলা গল্প সমগ্র | গোপাল ভাড় কে ছিলেন | মজার বাংলা গল্প | ছোটদের গল্প | হাঁসির বাংলা গল্প

Gopal Varer Golpo Porbo-2

Bengali Story | Bangla Golpo | Bangla Hasir Golpo | Bengali Comedy story | Story in Bengali

Leave a Comment