Class-9 Physical-Science 2nd-Unit-Test Questions

Class-9 Physical-Science 2nd-Unit-Test Questions

2nd Unit Test
নবম শ্রেণী
বিষয়: ভৌত বিজ্ঞান (Model Paper- 1)
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট
1.সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×8= 8

(i) বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য
(a) পৃষ্ঠটান
(b) সান্দ্রতা
(c) বায়ুমণ্ডলীয় চাপ
(d) প্লবতা।

(ii) জলে ভাসমান একটি বস্তুর আয়তনের 0.4 অংশ জলের বাইরে আছে। বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব-
(a) 0.4
(b) 0.6
(c) 0.5
(d) 0.7

(iii) 0.1 মোল অক্সিজেনের STP-তে আয়তন হল-
(a) 11.2 L (b) 22.4 L. (c) 44.8 L (d) 2.24 L

(iv) একটি কঠিন এরোসল হল –
(a) গঁদ (b) দুধ (c) মেঘ (d) ধোঁয়া

(v) লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H₂, গ্যাস উৎপন্ন করতে পারে না-
(b) Zn.
(c) Cu
(d) Mg
(a) Fe

(vi) একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হল-
(a) HCI
(b) H₂SO₄
(c) HNO₃
(d) H₃PO₄

(vii) কার্যের মাত্রীয় সংকেত হল
(a) MLT²
(b) ML² T³
(c) ML² T²
(d) MLT³

(viii) m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2 : 1 হলে, তাদের ভরবেগের অনুপাত –
(a) 1 : v2
(b) 1 : 2
(c) 1 : 4
(d) 1 : 6.2

2. নীচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও : 1×7=7

(i) চাপের SI একক কী? অথবা, ঘাতের মাত্রীয় সংকেত লেখো।
(ii) শূন্যস্থান পূরণ করো : প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ____________________ বার।
(iii) সত্য না মিথ্যা লেখো : 1 গ্রাম-পরমাণু হাইড্রোজেন বলতে 2 গ্রাম হাইড্রোজেনকে
বোঝায়।
(iv) শূন্যস্থান পূরণ করো : ইমালসনে বিস্তার দশা ও বিস্তার মাধ্যম উভয়েই ______________ ।
অথবা,
প্রকৃত দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস _____________ সেমি বা তার কম।

(v) উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও।
(vi) অ্যাসিড দ্রবণে ফেনলপথ্যালিনের বর্ণ কীরূপ হয়?
(vii) F বল প্রযুক্ত হওয়ায় একটি বস্তু V বেগে গতিশীল হয়। এক্ষেত্রে ক্ষমতা কত?
অথবা,
1 কিলোওয়াট = কত অশ্ব ক্ষমতা ?

3. নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : 2×5=10

(i) ধারারেখ প্রবাহ কাকে বলে? অথবা, বানৌলির নীতিটি বিবৃত করো।
(ii) অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এর মান কত?
(iii) কলয়েডীয় দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও।
(iv) আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও।
অথবা,
দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি শমিত লবণ ও আম্লিক লবণের
উদাহরণ দাও।

(v) বলের দ্বারা কার্য বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

4. নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : 3×5 = 15

(i) স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের SI একক লেখো।
অথবা,
সাইফন কী? সাইফনক্রিয়ার দুটি শর্ত লেখো।

(ii) একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো। নাইট্রোজেনের পারমাণবিক গুরত্ব 14।

(iii) কেলাসন কাকে বলে? কীভাবে কেলাস প্রস্তুত করা হয়?
অথবা,
40°C উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 g-কে বাষ্পীভূত করলে 20 g অবশেষে পাওয়া গেল। 40°C উন্নতায় লবণটির দ্রাব্যতা কত?

(iv) জিংকের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ-সহ লেখো।
একটি দ্রবণের pH = 3 হলে, দ্রবণের প্রকৃতি কীরূপ?

(v) v বেগে ধাবমান m ভর বিশিষ্ট বস্তুর গতিশক্তি নির্ণয় করো।
অথবা,
একটি বাতি 10 সেকেন্ডে 1000 জুল তড়িৎ শক্তি খরচ করে। বাতিটির ক্ষমতা কত নির্ণয় করো।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-9 Physical-Science 2nd-Unit-Test Questions

Class 9 Second Unit Test Physical Science Question Paper Class 9 Second Unit Test Physical Science Suggestion Class 10 Second Unit Test Bengali Question Paper Class-9 Physical-Science 2nd-Unit-Test Question

WBBSE Class 9 Model Question Paper Unit Test Question Paper Physical Science Class IX Physical Science Second Unit Test Question Paper pdf Download Madhyamik Physical Science Suggestion Class-9 Life Science Second-Unit-Test Suggestion

Official Website: Click Here Class-9 Life-Science 2nd-Unit-Test Question

নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Class-9 Physical-Science 2nd-Unit-Test Questions

3 thoughts on “Class-9 Physical-Science 2nd-Unit-Test Questions”

  1. Sir Ami class 9 apni ভৌতবিজ্ঞান এর 2 ti question er answer ta ekto bole deban please.. 2 ti question Holo (১) তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়?
    (২) জলে সাবান যোগ করলে পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়?
    2nd unit exam

Leave a Comment