Class 9 Model Activity Task Life Science

Class 9 Life Science Model Activity Task
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 9 Model Activity Task Life Science

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 9 Model Activity Task Life Science 2021

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:


১.১ যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোশ দেখা যায় তা শনাক্ত করো-
উত্তর: (গ) টিনোফোরা


১.২ নীচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো-
উত্তর: (ঘ) ব্যক্তবীজী প্রধান উদ্ভিদদেহটি রেণুধর।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now


১.৩ যে জোড়টি সঠিক নয় সেটি নির্বাচন করো-
উত্তর: (গ) স্ক্লেরেনকাইমা কলা — জীবিত কোশ উপস্থিত।

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো:


২.১ নানা জৈব অণু মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সিডনি ফক্স ‘হট ডাইলিউট সুপ্’ নামে অভিহিত করেন।
উত্তর: মিথ্যা।


২.২ প্রোটিস্টা জাতীয় জীবদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির।
উত্তর: মিথ্যা।


২.৩ নাইট্রোজেনযুক্ত ক্ষার, পেন্টোজ শর্করা ও ফসফেট মূলক নিয়ে নিউক্লিওটাইড গঠিত।
উত্তর: সত্য।


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:


৩.১ “এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খণ্ডক নিয়ে গঠিত” – পর্বটির নাম ও দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: পর্বটির নাম অ্যানিলিডা।
অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য-
(i) রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির।
(ii) দেহের প্রতি খণ্ডকে একজোড়া করে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।

৩.২ এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ উল্লেখ করো।
উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকার তিনটি কাজ-
(i) অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা সদ্য উৎপন্ন প্রোটিনকে রাসায়নিকভাবে পরিবর্তিত করে নির্দিষ্ট কাজের উপযোগী করে তোলে এবং তাকে প্রয়োজনীয় গন্তব্যে পরিবহণে সাহায্য করে।
(ii) মসৃন এন্ডোপ্লাজমীয় জালিকা স্টেরয়েড হরমোন তৈরি করে এবং গ্লাইকোজেন নামক শর্করা থেকে সরল শর্করা উৎপাদন করে।
(iii) সাইটোপ্লাজমকে অনেকগুলি প্রকোষ্টে বিভক্ত করে, এন্ডোপ্লাজমীয় জালিকা কোশের যান্ত্রিক দৃঢ়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও:
৪.১ মানবদেহে যকৃতের অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য নিরূপণ করো:
উপাদান
কাজ
উত্তর:
যকৃতের অবস্থান: ডায়াফ্রাম পর্দার নীচে উদরগহ্বরের ওপরের ডান দিক ঘেঁষে একটি বড়ো আকারের যকৃৎ অবস্থিত।
ভূমিকা: (i) প্রধান খাদ্য উপাদান যেমন শর্করা, প্রোটিন ও লিপিডের অধিকাংশ বিপাকীয় বিক্রিয়া যকৃতে ঘটে থাকে।
(ii) লোহিত কণিকা সৃষ্টি, প্রোথ্রোম্বিন, ফাইব্রিনোজেন ইত্যাদি রক্ততঞ্চন উপাদান, প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে যকৃৎ।

বৈশিষ্ট্যজাইলেমফ্লোয়েম
উপাদানএর উপাদানগুলি হল ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু।এর উপাদানগুলি হল সিভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু।
কাজজাইলেম জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থের ঊর্ধ্বমুখী সংবহন করে।ফ্লোয়েম উদ্ভিদদেহে খাদ্যরসের নিম্নমুখী ও পার্শ্বমুখী সংবহন ঘটায়।

1. You may also like: Class 9 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

4. You may also like: Class 7 Model Activity Task English 2021

Official Website: Click Here

Class 9 Model Activity Task Life Science 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply