Summer Project Class 9 নবম শ্রেণী সামার প্রজেক্ট
প্রিয় ছাত্র-ছাত্রীরা, তোমাদের সকলের গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গিয়েছে। আর এই ছুটিতে তোমাদের বিদ্যালয় থেকে নিশ্চয় Summer Project লিখতে দিয়েছে। তোমাদের অনেকের কাছে সামার প্রজেক্ট বিষয়টি নতুন। আমরা এখানে একটি Sample Project লিখে দেখলাম। তোমরা প্রজেক্টটি ভালোভাবে পড়লে তোমাদের যে বিষয়ে প্রজেক্ট দিয়েছে তা লিখতে পারবে। |
অনলাইনে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কলম (Pen)
এখনই কেনার জন্য কলমের ছবির উপর ক্লিক করুন।।
Topic:-1 স্থানীয় ব্যাংক পরিদর্শন
তারিখ: _________________________ স্থান: ____________________________ (ব্যাঙ্কের নাম ও ঠিকানা) |
উদ্দেশ্য:-
(১) কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়
(২) অ্যাকাউন্টের ধরন
(৩) চেকের প্রাথমিক জ্ঞান
(৪) ব্যাঙ্কিং এর নতুন প্রযুক্তিসমূহ
স্কুল শিক্ষা দফতরের তরফে ছাত্র-ছাত্রীদের জন্য যে ‘সামার প্রোজেক্ট’ শুরু করা হয়েছে, তারই অঙ্গ হিসেবে আমরা নবম/দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পৌঁছে গিয়েছিলাম স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায়।
ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমার মন্ডল মহাশয় এবং ব্যাংকের স্টাফ বিকাশবাবু এবং অন্যান্যরা আমাদের স্বাগত জানান।
প্রথমে বিকাশবাবু আমাদের ব্যাংকের গঠনমূলক দিকের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। তাঁর বিবরণ থেকে আমরা নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারি:-
(১) ব্যাংক কতগুলি কাউন্টার বা বিভাগে বিভক্ত যা সম্মিলিতভাবে ব্যাংকের বিষয়গুলো পরিচালনা করে।
(২) প্রতিটি কাউন্টারের সামনে গ্রাহকদের লাইনে দাঁড়িয়ে পরিষেবা গ্রহণ করতে হয়।
(৩) পরিষেবা পেতে ব্যাঙ্কে আসা গ্রাহকদের জন্য বসার সিট রয়েছে।
(৪) ম্যানেজার এবং জেনারেল ম্যানেজারের জন্য আলাদা কেবিন রয়েছে।
তারপর বিকাশবাবু ব্যাংকের বিভিন্ন কাউন্টার বা বিভাগের কাজকর্ম ব্যাখ্যা করলেন:-
অ্যাকাউন্ট খোলা:
ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহককে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় এবং kyc (know your customer) নথি জমা করতে হয়।
ব্যাংক থেকে আমাদের একটি ফর্ম দেওয়া হয় এবং অ্যাকাউন্ট খোলার জন্য কীভাবে ফর্ম পূরণ করতে হয় তা শেখানো হয়।
ফর্ম পূরণের সময় আমরা Savings ও Current Account এর পার্থক্যও বুঝতে পারি।
টাকা তোলা:
গ্রাহকরা টাকা তোলার জন্য এই কাউন্টারে দাঁড়ায়।
টাকা তোলার জন্য গ্রাহকদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। কত টাকা তারা তুলতে চান, নম্বর, তারিখ ও সই সহ যত্ন সহকারে ফর্মটি পূরণ করতে হয়।
লকার:
এরপর বিকাশবাবু ছাত্র-ছাত্রীদের লকার রুমে নিয়ে গেলেন যেখানে গ্রাহকদের গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য
মূল্যবান জিনিসপত্র নিরাপদ বাক্সে রাখা হয়।
এরপর বিকাশবাবু অনলাইন ব্যাংকিং সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত ধারণা দেন।
পরিশেষে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমার মন্ডল মহাশয় তাঁর মূল্যবান কথার মাধ্যমে ভবিষ্যতে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের উৎসাহিত করেন।
ব্যাংক পরিদর্শন আমাদের কাছে একটি দারুন অভিজ্ঞতা ছিল। আমরা ব্যাংক এবং ব্যাংকের পরিষেবা সম্পর্কিত অনেক তথ্য জানতে পেরে ভীষণ খুশি হয়েছিলাম।
👉 সামার প্রজেক্ট এর জন্য ফ্রন্ট পেজ: Click Here
অনলাইনে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কলম (Pen)
এখনই কেনার জন্য কলমের ছবির উপর ক্লিক করুন।।
তোমাদের প্রজেক্ট লিখতে অসুবিধা হলে আমাদের জানাবে। কমেন্ট করে তোমাদের বিদ্যালয় থেকে যে টপিক এর উপর প্রজেক্ট লিখতে বলেছে জানাতো পারো। আমরা সাহায্য করার চেষ্টা করবো। |
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
সামার প্রজেক্ট | অষ্টম শ্রেণী সামার প্রজেক্ট | সপ্তম শ্রেণী সামার প্রজেক্ট | ষষ্ঠ শ্রেণী সামার প্রজেক্ট | পঞ্চম শ্রেণী সামার প্রজেক্ট | নবম শ্রেণী সামার প্রজেক্ট | দশম শ্রেণী সামার প্রজেক্ট
Summer Project Class 8 | Class 7 Summer Project | Summer Project Class 6 | Class 5 Summer Project | Summer Project Class 9 | Class 10 Summer Project
What is Summer Project | How to write Summer Project
hospital niye koro ba onno topic ache ogulo neye
পোস্ট অফিসের দৈনন্দিন কাজ অর্থাৎ কীভাবে চিঠি আসে কীভাবে রায় কতদিন সময় লাগে এইসব নিয়ে সামার প্রজেক্ট
দুই বা তিন চার গাড়ি রিপেয়ারিং শিক্ষা।
Post office niya korun
Somobay somiti..
শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থাগারের ভূমিকা
নবম শ্রেণীর ভূগোল প্রজেক্ট
বিষয় – জলবায়ু পরিবর্তন
জলবায়ু পরিবর্তনের সংজ্ঞা
জলবায়ু পরিবর্তনের কারণ
জলবায়ু পরিবর্তনের প্রমাণ
জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা
জলবায়ু পরিবর্তনে প্রভাব – বিশ্ব উষ্ণায়ন , ওজোন স্তর কমে যাওয়া
উপসংহার
জলবায়ু পরিবর্তনের এই বিষয়গুলি চিত্রসহ আলোচনা কর।
Please share all topics of class 9 summer project
Make a project on village
হাসপাতাল পরিদর্শন নিয়ে প্রজেক্ট করুন
হাসপাতাল পরিদর্শন নিয়ে বলুন আমাদের এই প্রজেক্ট দিছে
bisoi-pochimbonger jolosompod kake bole?
ar gurutto
ai project tar uddeso
ভারত বিভাজন
ব্যাঙ্কের স্টাফদের কাজ লিখলে ভালো হতো
সপ্তম শ্রেণীর summer project “ছাপাখানা” দিয়েছে । পয়েন্ট বলেছে
শিরোনাম,
সুচিপত্র,
ভুমিকা,
প্রকল্পের উদ্দেশ্য,
তথ্য সংগ্রহ,
তথ্য বিশ্লেষণ,
সিদ্ধান্ত,
উপসংহার,
কৃতজ্ঞতা স্বীকার
কিভাবে লিখবো বলে দিলে উপকৃত হবো ।।
Summer project class X
Cottage industries in Bengali
তাপমাত্রার পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়ার হার পরিবর্তন।
ভৌত বিজ্ঞান প্রজেক্ট।নবম শ্রেণী
দয়া করে করে দিন।
Class 10 er local Libra niye korun
ছুটি তে ঘুরতে যাওয়া অভিগতা নিয়ে একটি করেন
Ami ashtami. আমি ইতিহাসের প্রজেক্ট প্রকল্পের উদ্দেশ্যে পারিনি কি করবো। বিসমাকের রক্ত ও লৌহ নীতি ইক্য আন্দোলন
Class ix
ক্লাস 9 এর পর্যবেক্ষণে থানার কার্যকলাপ project ta din please 🥺🥺🥺🥺