Class-7 Science Second-Unit-Test Questions

Class-7 Science Second-Unit-Test Questions

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

Model Question Paper1
2nd Unit Test – 2022
Class: VII Sub: পরিবেশ ও বিজ্ঞান
F.M: 25 Time: 50 Min
Physical Science

১. শুন্যস্থান পূরণ করো:
১.১ লোহা, নিকেল ও কোবাল্ট হল ____________ পদার্থ।
১.২ চুম্বকের ক্ষেত্রে সমমেরু পরস্পরকে _____________ করে।
১.৩ ATM কার্ডে ___________ এর ব্যবহার হয়।
১.৪ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হয় ____________ ধাতু দিয়ে।

২. নীচের যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
২.১ LED এর সম্পূর্ণ নাম কী? এতে শক্তির রূপান্তরটি উল্লেখ করো।
২.২ ফিউজ তারের বৈশিষ্ট্য কী?
২.৩ তড়িৎচুম্বক কী? এটির শক্তি কীভাবে বাড়ানো যায়?
২.৪ জীবদেহে ‘শক’ লাগার ঘটনা কীভাবে হয়?
২.৫ দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আমরা শক্তির প্রধান উৎস হিসেবে কী কী বেছে নিতে পারি তা উল্লেখ করো।
২.৬ সংজ্ঞা লেখো: চৌম্বক মেরু, চৌম্বকক্ষেত্র।

Life Science

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ কান্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়, সেই জায়গাটি হল- (পর্বমধ্য / কক্ষ / পর্ব / বিটপ)
১.২ গাছের খাবার তৈরির প্রক্রিয়ায় পাওয়া যায়- (নাইট্রোজেন / অক্সিজেন / কার্বন ডাইঅক্সাইড)

২. শূন্যস্থান পূরণ করো:
২.১ নিষেকের পর ফুলের ________________ অংশ ফলে পরিণত হয়।
২.২ _________________ পাতা পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেনঘঠিত উপাদান সংগ্রহ করে।

৩. নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও:
৩.১ যকৃৎ থেকে ক্ষরিত তরলের নাম কী?
৩.২ ভুট্টা ও মটর বীজের ভ্রূণের খাদ্য কোথায় জমা থাকে?
৩.৩ একটি পক্ষীপরাগী ফুলের উদাহরণ দাও।
৩.৪ পরাগযোগের একটি সমস্যা লেখো।
৩.৫ একটি গুচ্ছিত ও একটি যৌগিক ফলের উদাহরণ দাও।

৪. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত দাও:
৪.১ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো।
৪.২ মূলত্র কী? এর কাজ কী? যৌগিক পত্র বলতে কী বোঝায়? উদাহরণ দাও।

অধ্যায়: আলো
প্রশ্নমান: ১

১. বিচ্ছুরণ কে আবিষ্কার করেন?
২. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও।
৩. বায়ুমন্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়?
৪. আপাতন কোণের মান ৩০ হলে প্রতিফলন কোণের মান কত?
৫. সিনেমার পর্দায় কী ধরণের প্রতিফলন ঘটে?
৬. সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি না প্রতিবিম্ব গঠিত হয়?
৭. আলো কোন পথে চলাচল করে?
৮. সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়লে প্রতিকৃতি বড়ো হবে না ছোটো হবে?
৯. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কোন দিকে সরে যায়?
১০. কখন উপচ্ছায়া গঠিত হয় না?

প্রশ্নমান: ২

১. স্বপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও।
২. অপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও।
৩. স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও।
৪. অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও।
৫. ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও।
৬. আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে? কত প্রকার কী কী?
৭. ছায়া ও উপচ্ছায়া কাকে বলে?
৮. বর্ণালি ও বিচ্ছুরণ কাকে বলে?
৯. আলোর প্রতিফলন কাকে বলে?
১০. নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
১১. আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো।
১২. আলোর প্রতিসরণ কাকে বলে?
১৩. অ্যাম্বুলেন্স গাড়িতে AMBULANCE কথাটা উল্টে লেখা থাকে কেন?
১৪. সূর্যের আলোর মধ্যে থাকা এই সাতটা রং এর নাম লেখো।
১৫. অতিবেগুনি রশ্মির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
১৬. এক্স-রশ্মির একটি ব্যবহার ও একটি ক্ষতিকারক প্রভাব লেখো।
১৭. অপসারী এবং অভিসারী আলোকরশ্মিগুচ্ছের মধ্যে পার্থক্য লেখো।

প্রশ্নমান: ৩

১. জলপূর্ণ বালতির তল কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয় কেন?
২. সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য লেখো।
৩. আয়নায় গঠিত প্রতিবিম্বের তিনটি বৈশিষ্ট্য লেখো।
৪. আলোর প্রতিফলনের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
আপতিত আলোকরশ্মি, প্রতিফলিত আলোকরশ্মি, আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিফলক।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-7 Science Second-Unit-Test Questions

You may also like: Class VII Notes

Class 7 Second Unit Test Paribesh Question Paper Class 7 Second Unit Test Paribesh Suggestion Class 7 Second Unit Test Paribesh Question Paper

WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Paribesh Class VII Science Second Unit Test Question Paper pdf Download Class-7 Science Second-Unit-Test Questions

Official Website: Click Here

সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-7 Science Second-Unit-Test Questions

3 thoughts on “Class-7 Science Second-Unit-Test Questions”

Leave a Comment