Class-9 Life-Science First-Chapter Question-Answer

Class-9 Life-Science First-Chapter Question-Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর প্রশ্ন উত্তর

নবম শ্রেণী
বিষয়: জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়: জীবন ও তার বৈচিত্র্য
ছায়া প্রকাশনী বই এর প্রশ্ন উত্তর

বিভাগ- ক
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো।

১. কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়?
উত্তর: স্থবিরতা

২. জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা-
উত্তর: ওপারিন ও হ্যালডেন।

৩. মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন-
উত্তর: সিডনি ফক্স

৪. কোয়াসারভেট হল-
উত্তর: কোলয়েড গঠন

৫. আদিকোশ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরী হয়েছিল বলে মনে করা হয়?
উত্তর: কোয়াসারভেট

৬. প্রাণ সৃষ্টি হয়েছিল-
জলে

৭. বায়োলজি শব্দের প্রবর্তক হলেন-
উত্তর: ল্যামার্ক

৮. কোনটি লিনিয়াস রচনা করেন?
উত্তর: সিস্টেমা ন্যাচুরি

৯. ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কী সূচিত করে?
উত্তর: দ্বিপদ নামকরণ

১০. ট্যাক্সোনমি শব্দটির প্রথম প্রচলন করেন-
উত্তর: ডি ক্যানডোলে

১১. দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন-
উত্তর: লিনিয়াস

১২. নীচের কোনটি কেঁচোর বৈশিষ্ট্য নয়?
উত্তর: মুক্ত সংবহন

১৩. পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হল-
উত্তর: জিমনোস্পার্ম

১৪. নীচের কোনটি ক্যাটাগরি-
উত্তর: পর্ব

১৫. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন-
উত্তর: ইনডিকা

১৬. হুইটেকার জীবজগতকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর: ৫

১৭. কোন সজ্জাক্রমটি সঠিক?
উত্তর: পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here
👉 Subscribe Our YouTube Channel: Click Here

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী বই এর প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্যছায়া প্রকাশনী বই এর প্রশ্ন উত্তর

Class 9 Life Science Chapter 1 Jibon O tar Boichitro Question Answer

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় ছায়া প্রকাশনী বই এর প্রশ্ন উত্তর

Class-9 Life-Science First-Chapter Question-Answer

নবম শ্রেণীর ছায়া প্রকাশনী বই জীবন বিজ্ঞান

জীবন ও তার বৈচিত্র্য প্রশ্ন উত্তর নবম শ্রেণী জীবন বিজ্ঞান

Leave a Comment