Class-9 History Second-Unit-Test Questions

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class-9 History Second-Unit-Test Questions

2nd Unit Test
নবম শ্রেণী
বিষয়: ইতিহাস (Model Paper- 1)
পূর্ণমান: 40 সময়: 90 মিনিট

অনলাইনে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কলম (Pen)
এখনই কেনার জন্য কলমের ছবির উপর ক্লিক করুন।।

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(ক) ইংল্যান্ডে
(খ) রাশিয়াতে
(গ) অস্ট্রিয়াতে
(ঘ) ফ্রান্সে

১.২ ইউরোপে বিপ্লবের বছর বলা হয়-
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দকে
(খ) ১৮৪৮ খ্রিস্টাব্দকে
(গ) ১৮৫২ খ্রিস্টাব্দকে
(ঘ) ১৮১৫ খ্রিস্টাব্দকে

১.৩ ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন-
(ক) ম্যাৎসিনি
(খ) গ্যারিবল্ডি
(গ) ভিক্টর ইমানুয়েল
(ঘ) কাভুর

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৪ মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর আবিষ্কার পদ্ধতি আবিষ্কার করেছিলেন-
(ক) জেমস ওয়াট
(খ) জন স্মিটন
(গ) ম্যাথুবোল্টন
(ঘ) আব্রাহাম ডার্বি

১.৫ দাস ক্যাপিটাল লিখেছিলেন-
(ক) সাঁ সিমোঁ
(খ) রবার্ট ওয়েন
(গ) কার্ল মার্কস
(ঘ) শার্ল ফুরিয়ের

১.৬ ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হত-
(ক) খনি গর্ভে
(খ) কারখানায়
(গ) রান্নাঘরে
(ঘ) অফিসে

১.৭ রাশিয়ার পার্লামেন্টের নাম-
(ক) ডুমা
(খ) সেনেট
(গ) এস্টেট জেনারেল
(ঘ) রাইখস্ট্যাগ

১.৮ চোদ্দো দফা নীতি ঘোষণা করেন-
(ক) লেনিন
(খ) কাইজার দ্বিতীয় উইলিয়াম
(গ) উড্রো উইলসন
(ঘ) রুজভেল্ট

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ কার্লসবাড ডিক্রি কে জারি করেন?
২.১.২ ‘কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন?
২.১.৩ বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখো।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করো:
২.২.১ ফ্রান্সের দু’জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমোঁ ও লুই ব্যাঙ্ক।
২.২.২ ১৮৫৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।
২.২.৩ লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন।

২.৩ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো।
২.৩.১ বিবৃতি: ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল।
ব্যাখ্যা-১: শিল্পবিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য।
ব্যাখ্যা-২: ভারতে শিল্পবিপ্লব ঘটানোর জন্য।
ব্যাখ্যা-৩: ভারতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটানোর জন্য।

২.৩.২ বিবৃতি: ১৯১৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল।
ব্যাখ্যা-১: মহামন্দা রোধ করার জন্য।
ব্যাখ্যা-২: বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য।
ব্যাখ্যা-৩: ফ্যাসিবাদ রোধ করার জন্য।

৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৪টি):

৩.১ রিসর্জিমেন্টো কী?
৩.২ জোলভারেইন কাকে বলে?
৩.৩ শিল্পবিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো?
৩.৪ সেরাজোভা হত্যাকান্ড কী?
৩.৫ হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো?

৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৪.১ টীকা লেখো: ভিয়েনা সম্মেলন (১৮১৫ খ্রিস্টাব্দ)
৪.২ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৩ রাশিয়ার অর্থনীতি কীভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরী করেছিল?

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ বিসমার্কের রক্ত ও লৌহনীতি জর্মন ঐক্য ঘটিয়েছিল – মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো।
৫.২ প্যারি কমিউন বিষয়ে একটি টীকা লেখো। শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল?

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৫.৩ প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল?

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

অনলাইনে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কলম (Pen)
এখনই কেনার জন্য কলমের ছবির উপর ক্লিক করুন।।

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-9 History Second-Unit-Test Suggestion

Class 9 Second Unit Test History Question Paper Class 9 Second Unit Test History Suggestion Class 10 Second Unit Test Bengali Question Paper Class-9 Bengali Second-Unit-Test Suggestion

WBBSE Class 9 Model Question Paper Unit Test Question Paper History Class IX History Second Unit Test Question Paper pdf Download Madhyamik Bengali Suggestion Class-9 History Second-Unit-Test Suggestion

Official Website: Click Here

নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

Class-9 History Second-Unit-Test Questions

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply