Class 8 Summer Project

Class 7 and Class 8 Summer Project | সামার প্রজেক্ট সপ্তম ও অষ্টম শ্রেণী

প্রিয় ছাত্র-ছাত্রীরা,
তোমাদের সকলের গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গিয়েছে। আর এই ছুটিতে তোমাদের বিদ্যালয় থেকে নিশ্চয় Summer Project লিখতে দিয়েছে। তোমাদের অনেকের কাছে সামার প্রজেক্ট বিষয়টি নতুন।
আমরা এখানে একটি Sample Project লিখে দেখলাম। তোমরা প্রজেক্টটি ভালোভাবে পড়লে তোমাদের যে বিষয়ে প্রজেক্ট দিয়েছে তা লিখতে পারবে।

গ্রীষ্মকালীন কর্মসূচী (Summer Project)

ভূমিকা:

বর্তমান একবিংশ শতাব্দীতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে অবগত করানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর চালু করেছে গ্রীষ্মকালীন কর্মসূচী (Summer Project) এই কর্মসূচী ছাত্রছাত্রীদের শুধু শিক্ষার মধ্যে আবদ্ধ না রেখে আনন্দমূলক ও বিনোদনমূলক কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি করবে।

উদ্দেশ্য:

এই গ্রীষ্মকালীন কর্মসূচীর উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার মধ্যে আবদ্ধ না রেখে বাইরের জগৎ দেখার সুযোগ করে দেওয়া এবং তাদের আত্মবিশ্বাস ও কর্ম বৃদ্ধি করা।

আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের দ্বারা নির্দেশিত হয়ে বিভিন্ন স্থানে কয়েকটি দলে ভাগ হয়ে পর্যবেক্ষণ করেছি।

অনলাইনে পাওয়া যাচ্ছে খুব সুন্দর কলম (Pen)
এখনই কেনার জন্য কলমের ছবির উপর ক্লিক করুন।।

প্রথম দিনের পর্যবেক্ষণ: স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন

প্রথম দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে।

স্বাস্থ্যকেন্দ্রের একজন কর্মচারী আমাদের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখালেন। আমরা দেখলাম কিছু রোগী চিকিৎসার জন্য এসেছেন এবং তাঁরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একজন ডাক্তারবাবু একে একে রোগীদের দেখছেন এবং একজন নার্স পাশে দাঁড়িয়ে ডাক্তারবাবুর নির্দেশমতো প্রয়োজনীয় ঔষধ দিচ্ছেন। তাঁরা রোগীদের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন।

এরপর একজন নার্স আমাদেরকে তুলো, বিভিন্ন ধরণের ব্যান্ডেজের ব্যবহার এবং আরও কিছু চিকিৎসার যন্ত্রপাতি দেখালেন। তিনি আমাদের দরকারি কয়েকটি ওষুধের নাম ও ব্যবহার সম্পর্কে ধারণা দিলেন এবং ওষুধের Expiry Date কিভাবে দেখতে হয় তাও জানালেন।

এরপর আমরা ডাক্তারবাবুর সাথে কথাবলার সুযোগও পেয়েছিলাম। তিনি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য মূল্যবান পরামর্শ দেন।

সামগ্রিকভাবে, স্বাস্থকেন্দ্রের পরিদর্শনটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা যা আমাদেরকে একটি হাসপাতালের কার্যকারিতা উপলব্ধি করার সুযোগ করে দিয়েছিল।

👉 সামার প্রজেক্ট এর জন্য ফ্রন্ট পেজ: Click Here

তোমাদের প্রজেক্ট লিখতে অসুবিধা হলে আমাদের জানাবে। কমেন্ট করে তোমাদের বিদ্যালয় থেকে যে টপিক এর উপর প্রজেক্ট লিখতে বলেছে জানাতো পারো। আমরা সাহায্য করার চেষ্টা করবো।
সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Summer Project

সামার প্রজেক্ট | অষ্টম শ্রেণী সামার প্রজেক্ট | সপ্তম শ্রেণী সামার প্রজেক্ট | ষষ্ঠ শ্রেণী সামার প্রজেক্ট | পঞ্চম শ্রেণী সামার প্রজেক্ট | নবম শ্রেণী সামার প্রজেক্ট | দশম শ্রেণী সামার প্রজেক্ট

Summer Project Class 8 | Class 7 Summer Project | Summer Project Class 6 | Class 5 Summer Project | Summer Project Class 9 | Class 10 Summer Project

What is Summer Project | How to write Summer Project

Class 8 Summer Project

Leave a Comment

CLOSE