অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৭ “অণুজীবের জগৎ” থেকে প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৭ অণুজীবের জগৎ
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই পোস্টে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৭ “অণুজীবের জগৎ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আজকে অণুজীবের জগৎ পর্ব ১।

অণুজীবের জগৎ Part- 1

১. অণুজীব কাকে বলে?

উত্তর: বায়ু, জল, মাটি অথবা অন্য নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরণের জীব যাদের খালি চোখে দেখা যায় না, তাদের অণুজীব বলে।

২. অণুজীব কত বছর ধরে এই পৃথিবীতে টিকে আছে?

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: অণুজীবেরা প্রায় ৩৫০ কোটি (৩.৫ বিলিয়ন) বছর ধরে এই পৃথিবীতে টিকে আছে।

৩. অণুজীবেদের ভর পৃথিবীর সমস্ত জীবের ভরের প্রায় _ .

উত্তর: ৬০%

৪. অণুজীবের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: অণুজীবের বৈশিষ্ট্য:
(১) অণুজীবেদের খালি চোখে দেখা যায় না।
(২) অধিকাংশ অণুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন।
(৩) এদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুব গুরুত্বপূর্ণ।
(৪) অন্ধকার জায়গায় অণুজীব তাড়াতাড়ি বাড়ে এবং সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে মারা যায়।
(৫) অণুজীব অন্য জীবদেহে বাসা বাঁধে এবং নানা অঙ্গ থেকে খাদ্য সংগ্রহ করে। কিছু অণুজীব পচা-গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে আর কিছু অণুজীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরী করে।

৫. অণুজীব কত প্রকার ও কী কী?

উত্তর: অণুজীব প্রধানত চার ধরণের। যথা—
(১) ব্যাকটেরিয়া
(২) আদ্যপ্রাণী
(৩) ছত্রাক
(৪) শৈবাল

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৬. ব্যাকটেরিয়ার কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: ব্যাকটেরিয়ার কয়েকটি বৈশিষ্ট্য–
(১) কমা, রড, প্যাঁচানো স্ক্রু, বা গোলাকার – বিভিন্ন আকারের হয়ে থাকে ব্যাকটেরিয়া।
(২) ব্যাকটেরিয়া জীবজগতের কোশীয় জীবেদের মধ্যে আকারে সবথেকে ছোটো এবং কোশীয় গঠনের দিক থেকে সরলতম।
(৩) ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর বর্তমান।
(৪) এদের নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে প্যাঁচানো DNA থাকে।
(৫) একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না। কিন্তু পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে।

৭. কে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন?

উত্তর: ১৬৭৪ সালে হল্যান্ডের এক লেন্স ও অণুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক আন্তন ফন লিভেনহিক সর্বপ্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।

৮. ব্যাকটেরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: এরেনবার্গ প্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৯. জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?

উত্তর: ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন।

১০. নানা রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আছে তা কে আবিষ্কার করেন?

উত্তর: জার্মান বিজ্ঞানী রবার্ট কখ নানা রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আবিষ্কার করেন।

১১. ব্যাকটেরিয়া কোন গোষ্ঠীভুক্ত?

উত্তর: ব্যাকটেরিয়া ‘মোনেরা’ গোষ্ঠীভুক্ত।

১২. আদ্যপ্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: আদ্যপ্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য-
(১) আদ্যপ্রাণীর দেহ একটি মাত্র কোশ নিয়ে গঠিত। এদের কোশে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে।
(২) এরা গোলাকার, ডিম্বাকার, লম্বা, বা থালার মতো বিভিন্ন আকারের হয়।
(৩) চলাফেরার জন্য এদের ক্ষণপদ বা ফ্ল্যাজেলা বা সিলিয়া থাকে।

১৩. ছত্রাকের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: ছত্রাকের কয়েকটি বৈশিষ্ট্য-
(১) ছত্রাকের দেহ মূল, কান্ড বা পাতায় আলাদা করা যায় না।
(২) এদের দেহ এককোশী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরী যা হাইফি নামে পরিচিত।
(৩) এদের কোশে কোশপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরী করতে পারে না।
(৪) ছত্রাকের কোশপ্রাচীর সবুজ উদ্ভিদ কোশের মতো নয়।
(৫) এরা জলে, স্থলে, আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতে থাকতে পারে।

১৪. হাইফি কী?

উত্তর: ছত্রাকের দেহ যে এককোশী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরী তাকে হাইফি বলে।

১৫. ছত্রাকের হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখাপ্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে _ নামে একরকম গঠন তৈরী করে।

উত্তর: মাইসেলিয়াম।

১৬. মাইসেলিয়াম গঠন কোন ছত্রাকে দেখা যায়?

উত্তর: মিউকর, পেনিসিলিয়াম ছত্রাকে মাইসেলিয়াম গঠন দেখা যায়।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

অষ্টম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে একটি মডেল প্রশ্নপত্র

FAQs: Frequently Asked Questions

১. অণুজীবের জগৎ অধ্যায়টি কোন ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে?

উত্তর: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সিলেবাস অনুযায়ী এই অধ্যায়টি Third Unit Test এর সিলেবাসের অন্তর্গত। কিন্তু কিছু কিছু বিদ্যালয়ে Second Unit Test এ এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আগেই এই অধ্যায়টি পড়ে রাখা উচিত হবে।

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: TextbookPlus

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now