Class 8 Paribesh Model Activity Task October

Class 8 Poribesh o biggan Model Activity Task Part- 7
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 8 Paribesh Model Activity Task October

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Paribesh Model Activity Task October, 2021 Part- 7

Class 8 Paribesh Model Activity Task October, 2021 Part- 7


১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ আপেক্ষিক তাপের একক হলো −

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: (খ) ক্যালোরি / g ℃

১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় −

উত্তর: (ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় ।

১.৩ ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো −

উত্তর: (গ) এডিস মশা

২. ঠিক বাক্যের পাশে “✔” চিহ্ন আর ভুল বাক্যের পাশে “✕” চিহ্ন দাও :

২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর : ✕

২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।

উত্তর: ✔

২.৩ অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়।

উত্তর : ✕

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো ।

উত্তর : তাপ সঞ্চালনের যে প্রক্রিয়ায় তাপ উষ্ণবস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমন্ডলে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণের মাধ্যমে।

৩.২ CuSO4 + Fe= Cu + FeSO4 বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো।

উত্তর :

Class 8 Paribesh Model Activity Task October, 2021 Part- 7

জারণ বিক্রিয়া : Fe − 2e− → Fe2+
বিজারণ বিক্রিয়া : Cu2+ + 2e− → Cu

৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে?

উত্তর : ডায়ারিয়া হলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে:
i) শরীর থেকে জল বেরিয়ে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে।
ii) শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে।
iii) মলের সঙ্গে রক্ত পড়ার উপক্রমও হতে পারে।
iv) শরীরের জলসাম্য, অম্ল-ক্ষার এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।

৩.৪ মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য লেখো ।

উত্তর :

মেজর কার্প মাইনর কার্প
(i) মেজর কার্প আকারে বড়ো হয় এবং খুব তাড়াতাড়ি বাড়ে। (i) মাইনর কার্প আকারে ছোটো হয় এবং তাড়াতাড়ি বাড়ে না।
(ii) সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না। (ii) সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে ।

তিনটি-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ।

উত্তর: কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা নিম্নলিখিত পর্যবেক্ষণ দ্বারা বোঝা যেতে পারে :

(i) গন্ধ উৎপন্ন হতে পারে।
(ii) পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে।
(iii) প্রচুর তাপ উৎপন্ন অথবা শোষিত হতে পারে।

৪.২ “রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়” − তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন ?

উত্তর: রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল-ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে-
(i) অনেকসময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
(ii) অনেকসময় কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ সৃষ্টি করে।
(iii) রাসায়নিক পদার্থগুলো খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে, খাদ্যশৃঙ্খলের শেষের দিকের জীবদের ক্ষতি হতে পারে।
(iv) রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।
(v) এই রাসায়নিকপ দার্থগুলো অনেকসময় উপকারী পতঙ্গ যেমন, মৌমাছি, প্রজাপতিদেরও মেরে ফেলে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

এইসব কারণেই অনেকসময় এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Poribesh 4th Series 2021 (Part- 7)

Class 8 Poribesh Model Activity Task Answer

Official Website: Click Here

Class 8 Poribesh Model Activity Task Part- 7 2021

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply