Class 9 Geography Model Activity Task Part-9

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 9 Geography Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া নবম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task Part- 9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 9 Geography Model Activity Task Part-9

নবম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: ভূগোল পূর্ণমান: ২০

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো –
(ক) ৬0
(খ) 0
(গ) ৯0
(ঘ) ৪৫
উত্তর: (গ) ৯0

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.২. যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো
(ক) নিরক্ষরেখা
(খ) সুমেরুবৃত্ত রেখা
(গ) কর্কটক্রান্তি রেখা
(ঘ) মকরক্রান্তি রেখা
উত্তর: (ক) নিরক্ষরেখা

১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো
(ক) পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা — নিরক্ষরেখা
(খ) সাবমেরিন চালনা – GPS
(গ) পৃথিবীর উপর চাঁদের ছায়া — চন্দ্রগ্রহণ
(ঘ) সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ – বুধ
উত্তর: (খ) সাবমেরিন চালনা – GPS

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

২.১.১ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে _______ গ্রহের ঘনত্ব সর্বাধিক।
উত্তর: পৃথিবী

২.১.২ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত _______
উত্তর: এরাটোস্থেনিস

২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও :

২.২.১ GPS-এর পুরো কথাটি কী?
উত্তর: Global Positioning System

২.২.২ পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ?
উত্তর: 12714 কিমি

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

২.২.৩ কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক?
উত্তর: বৃহস্পতি

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর:

বিষয়অন্তঃস্থ গ্রহবহিঃস্থ গ্রহ
আকার ও ক্ষেত্রমান  অন্তঃস্থ গ্রহের আকার ও ক্ষেত্রমান বহিঃস্থ গ্রহ অপেক্ষা ছোটবহিঃস্থ গ্রহের আকার ও ক্ষেত্রমান অপেক্ষাকৃত বড়ো
পারস্পরিক দূরত্ব  অন্তঃস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কমবহিঃস্থ গ্রহগুলির পারস্পরিক দূরত্ব বেশি

৩.২ ‘বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।’—এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।

উত্তর: পৃথিবী যদি টেবিলের মতো সমতল হত তাহলে ভূ-পৃষ্ঠের সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হত। কিন্তু তা হয় না। ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এর কারণ—পৃথিবী সমতল নয়, গোলাকার । তাই, আবর্তনের সময় পৃথিবীর বিভিন্ন স্থান নির্দিষ্ট সময়ের ব্যবধানে সূর্যের সম্মুখে আসে, ফলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।স্ত হয়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

‘জিয়ড’–এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উত্তর: পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর মত হলেও পৃথিবীকে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না । তার কারণ হলো সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু-নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে । হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম অংশ আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র তলে অবস্থিত মারিয়ানা খাত হলো পৃথিবীর নিম্নতম অংশ । অর্থাৎ পৃথিবীর বন্ধুরা তার প্রসার হল প্রায় ২০ কিমি । পৃথিবীপৃষ্ঠের উঁচু নিচু জায়গা গুলির অবস্থান সত্বেও পৃথিবীর আকৃতি গোলকের মতো নয় । পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়-পর্বত, নদী সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবীপৃষ্ঠ বেশ মসৃণ ।
কমলালেবু বা নাসপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোন আকৃতির সঙ্গে মেলানো যায় না । তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় জিয়ড ।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

‘সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।’—বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর: পৃথিবী হল সৌরপরিবারের একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে এবং প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সব রকমের উপকরণ ও উপাদান পর্যাপ্ত পরিমাণে মজুত আছে।
(i) বায়ুমন্ডল: পৃথিবীতেই একমাত্র বায়ুমন্ডল আছে। বায়মন্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস জলীয় বাষ্প, ধূলিকণা আছে বলেই আবহাওয়া, জলবায়ুর ঘটনাসমূহ বায়ুমন্ডলেই ঘটে, বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষতিকারক অতি বেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে।
(ii) জল: পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে এত পরিমানে জল আছে যা প্রাণ সৃষ্টি হওয়ার ও বজায় থাকার অন্যতম প্রধান শর্ত।
(iii) সূর্য থেকে দূরত্ব: সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে রয়েছে যে পৃথিবীর গড় উষ্ণতা ১৭° সেন্টিগ্রেড- যা জীবকুল বেঁচে থাকার সহায়ক কিন্তু সূর্যের সবচেয়ে কাছের গ্রহগুলি ৫০০° সে ও দূরের গ্রহগুলি ২০০° হিমাঙ্কের নীচে বিরাজমান যা জীবনের জন্য প্রতিকূল।
(iv) ভূত্বক বা শিলামন্ডল: পৃথিবীর উপরে রয়েছে কঠিন আবরণ ভুত্বক, যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য। মাটির উপরে জীবনের উৎপাদক উদ্ভিদ জন্মায়, নানারকম খনিজ পাওয়া যায়।
এইসব কারণেই সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 9 Model Activity Task Geography Part-9 January, 2022

Official Website: Click Here

Class 9 Model Activity Task Geography Part-9 January, 2022

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply