Class 8 Model Activity Task Geography September

Class 8 Model Activity Task Geography September

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ‘Model Activity Task 2021 3rd Series (September)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Model Activity Task Geography September, 2021

Class 8 Model Activity Task Geography September, 2021

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো-
উত্তর: গ) মেরু অঞ্চল — বায়ুর উচ্চচাপ।

১.২ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো-
উত্তর: ঘ) তুন্দ্রা জলবায়ু।

১.৩ দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো-
উত্তর: খ) পম্পাস।

২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:

২.১ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
উত্তর: মিথ্যা।

২.২ আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যাস্তানুপাতিক।
উত্তর: সত্য।

২.৩ জুলাই-আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে।
উত্তর: মিথ্যা।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন?
উত্তর: সব মেঘ থেকে বৃষ্টি হয় না কারণ-
(i) মেঘের মধ্যস্থিত জলকণার ব্যাস ২ মিলিমিটার বা তার বেশি না-হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঘটে না।
(ii) আপেক্ষিক আর্দ্রতা ১০০% বা তার বেশি না-হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঘটে না, মেঘের মধ্যস্থিত জলকণাগুলি সংযুক্ত না-হওয়া পর্যন্ত বৃষ্টিপাত ঘটে না।

(iii) ঘনীভবন ঠিকমতো না-ঘটলে বৃষ্টিপাত ঘটে না।

৩.২ ‘আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য দুর্গম প্রকৃতির’ — ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
উত্তর: আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য। এই বৃষ্টিঅরণ্য দুর্গম প্রকৃতির হওয়ার কারণগুলি হলো-
(i) এখানকার গাছগুলোর পাতা বড়ো ও শক্ত। গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে।

(ii) এই অরণ্যে বৃক্ষ শ্রেণির গাছের সাথে সাথে লতানে পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়।

(iii) সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতসেঁতে প্রকৃতির। এই পরিবেশে ফার্ন, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরণের আগাছার সাথে সাথে বিষাক্ত অ্যানাকোনডা সাপ, ট্যারেনটুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়।

৪. চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো।


উত্তর: শৈলোৎক্ষেপ কথাটির মধ্যে শৈল কথার অর্থ হল পর্বত এবং ‘উৎক্ষেপ’ কথার অর্থ উপরে ওঠা।
জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রবাহপথে আড়াআড়ি ভাবে অবস্থিত কোনো পর্বত বা উচ্চভূমির ঢালে বাধাপ্রাপ্ত হয়ে উর্দ্ধগামী হয়।
ওই বায়ু ক্রমশ প্রসারিত ও শীতল হয়। আরও উপরে উঠলে ক্রমশ ওই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তা ঘনীভূত হয় ও মেঘে পরিণত হয়ে পর্বতের প্রতিবাত ঢাল বরাবর প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 3rd Series (September)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Geography September, 2021

Official Website: Click Here

Leave a Comment