Class-8 Geography 3rd-Unit-Test Question
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
3rd Unit Test
অষ্টম শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন কর:
১. ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যে রয়েছে-
(a) কনরাড
(b) মোহোরোভিসিক
(c) গুটেনবার্গ বিযুক্তিরেখা
২. অস্ট্রেলিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তা-
(a) সাভানা
(b) গ্রানাচাকো
(c) ডাউনস নামে পরিচিত
৩. সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা ততো-
(a) বেড়ে যায়
(b) কমে যায়
(c) একই থাকে
৪. যে মেঘে বজ্রবৃষ্টি হয় সেটি হল –
(a) কিউমুলাস
(b) কিউমুলোনিম্বাস
(c) মিবোকিউমুলাস
৫. সেলভা অরণ্যের একটি অন্যতম উদ্ভিদ হল-
(a) আয়র উড
(b) ক্যাকটাস
(c) আম
২. শূন্যস্থান পূরণ কর:
২.১. ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম……..…।
২.২. পশ্চিমবঙ্গের………… নামক স্থানে উষ্ণ প্রস্রবণ রয়েছে।
২.৩. একটি আগ্নেয়গিরির উদাহরণ হল………..।
২.৪. একটি বৃহত্তম প্রবাল প্রাচীর হল…………।
২.৫. পারদ দূষণের ফলে……… রোগ হয়।
৩. সত্য/মিথ্যা নির্বাচন করো:
৩.১. আর্জেন্টিনাতে পম্পাস তৃণভূমি দেখা যায়।
৩.২. পিগমি অধিবাসীরা তুদ্রা জলবায়ুতে বাস করে।
৩.৩. ভূপাল গ্যাস দুর্ঘটনায় মিক গ্যাস নির্গত হয়েছিল।
৩.৪. মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়।
৩.৫. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট।
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখ:
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
১. সক্রিয় আগ্নেয়গিরি ২. সুপ্ত আগ্নেয়গিরি ৩. ব্রোকেনহিল ৪. জ্যাকোস ৫. মেরিনো | (a) শ্রমিক (b) উৎকৃষ্ট পশমপ্রদায়ী মেষ (c) মৌনালোয়া (d) রুপোর শহর (e) ক্রাকাতোয়া |
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:
৫.১. নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
৫.২. মারে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
৫.৩. ক্যান্টারবেরি সমভূমি কোন দেশে অবস্থিত?
৫.৪. পম্পাস অঞ্চলের কোথায় দুগ্ধ শিল্প গড়ে উঠেছে?
৫.৫. পম্পাস অঞ্চলের প্রধান ফসল কি?
৫.৬. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর নাম কি?
৫.৭. চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল?
৫.৮. কোন জলবায়ু অঞ্চলে প্রচুর ফল উৎপন্ন হয়?
৫.৯. বৃষ্টিপাতমাপক যন্ত্রের নাম কি?
৫.১০. ভূত্বকের উপরের স্তরটিকে কি বলে?
৬. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৬.১. গুরুমন্ডল কাকে বলে?
৬.২. প্যানজিয়া কাকে বলে?
৬.৩. পরিবেশের অবনমন কাকে বলে?
৬.৪. ইগলু কাকে বলে?
৬.৫. ঘনীভবন কাকে বলে?
৬.৬. এস্টেনসিয়া কাকে বলে?
৭. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
৭.১. অ্যাসথেনোস্ফিয়ার বলতে কী বোঝো?
৭.২. অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানা বলতে কী বোঝো?
৭.৩. ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের সংজ্ঞা দাও?
৭.৪. নিরক্ষীয় জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ?
৭.৫. চাঁদোয়া বলতে কী বোঝো?
৭.৬. বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে?
৮. যে-কোনো চারটি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও:
১. পরিচলন বৃষ্টিপাত কিভাবে হয় চিত্র-সহ আলোচনা করো।
২. পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা কর।
৩. আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো ও আলোচনা করো।
৪. পম্পাস অঞ্চলের কৃষিকার্য সম্পর্কে লেখ।
৫. মারে- ডার্লিং অববাহিকার জলবায়ু ও কৃষিকার্যের বিবরণ দাও।
৬. প্রতিবাত ঢাল ও অনুবাত ঢাল বলতে কী বোঝো চিত্রসহ লেখো।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
আরও প্রশ্নপত্র পেতে: Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-8 3rd-Unit-Test Question ভূগোল
You may also like: Class VII Notes
Class 8 Third Unit Test 2022 Geography Question Paper Class 8 Third Unit Test Geography Suggestion
Class 8 3rd Unit Test ভূগোল Question Paper 2022
WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper ভূগোল Class VIII ভূগোল Third Unit Test Question Paper pdf Download
Class 8 Third Term Test Vugol Question Paper
Official Website: Click Here Class-8 Third-Unit-Test Geography Question
অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র
Class-8 Geography 3rd-Unit-Test Question Class-8 Geography 3rd-Unit-Test Question
অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল প্রশ্নপত্র
Class 8 Final Term Exam Science Question Paper