Class-8 Chotoder-Pother-Pachali First Unit-Test

Class-8 Chotoder-Pother-Pachali First Unit-Test

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণী
ছোটোদের পথের পাঁচালী
প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ

১. ‘ছোটোদের পথের পাঁচালী’ রচনাটির লেখক কে?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২. অপু বাবার সাথে সরস্বতী পূজার বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল?
উত্তর: নীলকণ্ঠ পাখি।

৩. মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগত এবং কেন?
উত্তর: কর্ণ চরিত্রটি।
বীর হয়েও চিরদিনের কৃপার পাত্র বলেই কর্ণকে অপুর সবচেয়ে বেশি ভালো লাগত।

৪. গুরুমশাইয়ের পাঠশালাটি কোথায় ছিল?
উত্তর: গুরুমশাইয়ের পাঠশালাটি তাঁর মুদিখানা দোকানের পাশেই ছিল।

৫. অপুর বাবা ও মায়ের নাম কী ছিল?
উত্তর: অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া।

৬. অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল?
উত্তর: নীলমণি রায়ের।

৭. বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল?
উত্তর: বর্ণপরিচয়ে।

৮. অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম কী ছিল?
উত্তর: প্রসন্ন গুরুমশাই।

৯. “চোখের জল বাগ মানিত না।” -কার চোখের জল কখন বাগ মানত না?
উত্তর: অপু যখন মায়ের মুখে মহাভারত শুনত তখন তার চোখের জল বাগ মানত না।

১০. “হাসচো কেন খোকা এটা কী নাট্যশানা!” -কার উক্তি?
উত্তর: প্রসন্ন গুরুমশাইয়ের।

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর: Click Here

১১. কুড়িয়ে পাওয়া নারকেল সর্বজয়া দুর্গাকে দিয়ে কাদের বাড়ি পাঠিয়েছিল?
উত্তর: সতুদের বাড়ি।

১২. ছোটোদের পথের পাঁচালী’ বইয়ের প্রথমে কোন ঋতুর কথা রয়েছে?
উত্তর: ‘মাঘ’ মাস অর্থাৎ শীত ঋতুর।

১৩. নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত?
উত্তর: ছাতিমতলায়।

১৪. দুর্গার কোথায় কামরাঙা পাড়তে যাওয়ার কথা ছিল?
উত্তর: পালিতদের বাগানে।

১৫. অপুর দিদির নাম কী?
উত্তর: দুর্গা।

১৬. নীলুর সঙ্গে অপু কোথায় যেতে রাজি হয়েছিল?
উত্তর: দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে।

১৭. অপু প্রথম দিন কার সাথে পাঠশালায় গিয়েছিল?
উত্তর: বাবা হরিহরের সঙ্গে।

১৮. নিশ্চিন্দিপুরের লোক কখন নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল?
উত্তর: সরস্বতী পূজার বিকেলে।

১৯. দুর্গার বয়স কত?
উত্তর: দশ-এগারো বছর।

২০. সোনাডাঙার রাস্তা কোথায় গিয়ে মিশেছে?
উত্তর: মাধবপুর দশঘরা হয়ে ধনচিত্তের খেয়াঘাটে মিশেছে।

👉 বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট প্রশ্ন-উত্তর: Click Here
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-8 Chotoder-Pother-Pachali First Unit-Test

You may also like: Class VII Notes

Class 8 First Unit Test Bengali Question Paper Class 8 First Unit Test Bengali Suggestion Class 8 First Unit Test History Question Paper Class-8 Bengali First-Unit-Test Question-2023

WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VIII Bengali first Unit Test Question Paper pdf Download Class-8 Bengali First-Unit-Test Question-2023

1st Unit Test Test Class 8 Bengali Question Answer 2023

Official Website: Click Here

অষ্টম শ্রেণীর ছোটোদের পথের পাঁচালী প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ছোটোদের পথের পাঁচালী
অষ্টম শ্রেণী বিষয় বাংলা ছোটোদের পথের পাঁচালী

Leave a Comment