Class-5 Bengali First-Unit-Test Question

Class-5 Bengali First-Unit-Test Question

পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য ‘বাংলা’ বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

1st Unit Test
পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:


(ক) থুত্থুড়ে শব্দটির অর্থ- (চনমনে / জড়োসড়ো / জ্ঞানী / নড়বড়ে)
(খ) হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো- (কিলিমানজারো / আরাবল্লী / আন্দিজ / রকি)
(গ) হবু থানায় গিয়েছিল- (বেড়াতে / অভিযোগ জানাতে / চিকিৎসা করাতে / হারানো পাখি খুঁজতে)
(ঘ) হাবু ও তার দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা- (১৭৫ / ১৫০ / ১৭০/ ২৫)
(ঙ) ‘এতোয়া’ শব্দটির অর্থ- (রবিবার / সোমবার / বুধবার / ছুটির দিন)
(চ) গ্রামটার আদি নাম ছিল- (শালগাড়া / হাতিঘর / হাতিবাড়ি / শালগেড়িয়া)
(ছ) ‘দরবার’ শব্দটির অর্থ- (দরজা / সভা / দরগা / দোকান)
(জ) ‘চিলেকোঠা’ হলো- (কাঠের ঘর / তেতালার ঘর / ছাদের উপরে সিঁড়ির ঘর / বসবার ঘর)

২. সংক্ষেপে উত্তর দাও: (প্রশ্নমান: ১)


(ক) গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে?
(খ) গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না?
(গ) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
(ঘ) হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?
(ঙ) পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি বাইরে বেরিয়ে এসে শহরকে কেমন অবস্থায় দেখলেন?
(চ) বিমলার ছোটো ভাইয়ের নাম কী?
(ছ) বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল?

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (প্রশ্নমান: ২/৩)


(ক) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
(খ) বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
(গ) দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন?
(ঘ) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
(ঙ) গাঁয়ের নাম হাতিঘর হলো কেন?
(চ) এতোয়া নামটি কেন হয়েছিল?
(ছ) বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়?

৪. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরী করো:


(ক) থা রূ ক প
(খ) জ ক্ষী রা প
(গ) জ গু বি আ
(ঘ) ব খা রে র্ণ সু

৫. ক্রিয়ার নীচে দাগ দাও:


(ক) দেখবি যদি জলদি আয়।
(খ) বইছে হাওয়া উত্তুরে।
(গ) পাখিরা আবার আসতে আরম্ভ করলো।
(ঘ) বাড়ির জন্য ওদের মন কেমন করত।
(ঙ) সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।
(চ) খাব না তো আমি।
(ছ) সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম।

৬. বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো:


(ক) বুনো
(খ) বরফ
(গ) শীতকাল
(ঘ) কাবু
(ঙ) নালিশ
(চ) চুড়ি
(ছ) দামি
(জ) গরম

৭. বাক্য রচনা করো:


(ক) নালিশ
(খ) জোয়ান
(গ) চিঠিপত্র
(ঘ) পাঁচিল
(ঙ) নটেগাছ
(চ) মরুভূমি

৮. বিপরীতার্থক শব্দ লেখো:


(ক) বিশ্বাস
(খ) পূর্বপুরুষ
(গ) লম্বা
(ঘ) পদ্য
(ঙ) মস্ত
(চ) ঝাল
(ছ) আড়াল
(জ) ফিকে

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 5 First Unit Test Bengali Question Paper Class 5 First Unit Test Bengali Suggestion Class 5 First Unit Test Bengali Question Paper

WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Bengali Class V Bengali first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-5 First-Unit-Test Model-Question-Papers Bengali

3 thoughts on “Class-5 Bengali First-Unit-Test Question”

Leave a Comment