Class 8 Bengali Model Activity Task October

Class 8 Bengali Model Activity Task October

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 8 Bengali Model Activity Task Part- 7, October, 2021

Class 8 Bengali Model Activity Task Part- 7, October, 2021

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:


১.১ ‘…তুমি তাহার পাশে এসে দাঁড়াও।’
— কার প্রতি কবির এই আহ্বান? কার পাশে, কীভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন?

উত্তর: সকল মনুষ্যত্ববোধসম্পন্ন, বিবেকবান মানুষের প্রতি কবির এই আহ্বান।
‘দাঁড়াও’ কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকেই মনুষত্ববোধ, শুভ চেতনা ইত্যাদি সদ্গুণগুলির জাগরণের মধ্য দিয়ে অসহায়, নিপীড়িত, লাঞ্চিত মানুষের পাশে, অসহায়ের সহায় হয়ে, বন্ধুর মতাে পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন।

১.২ ‘রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ।’
— কাকে রমেশ একথা বলেছে? তার একথা বলার কারণ কী?

উত্তর: রমাকে রমেশ একথা বলেছে।
গ্রামের একশাে বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমত অবস্থায় গ্রামের জমিদার বেনি ঘােষাল এবং রমা তাদের পুকুরের মাছের ক্ষতির জন্য জমির জল বার করতে চায়নি। এমনকি রমেশের অতি আগ্রহ দেখে রমা ক্ষতিপূরণের টাকা রমেশকেই দিয়ে দিতে বলে। রমেশ, রমার এই লোভী, নির্দয় আচরণ প্রত্যাশা করেনি। তাই রমার এই অভাবনীয় ব্যবহার দেখেই রেগে গিয়ে রমেশ তাকে ‘হীন’ ও ‘নীচ’ বলেছে।

১.৩ ‘একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তূপ।’
— কাদের সম্পর্কে, কেন একথা বলা হয়েছে?

উত্তর: ’ছন্নছাড়া’ কবিতাটিতে স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তুপ’ বলতে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া যুবকের কথা বলা হয়েছে যারা চোঙা প্যান্ট,চোখা জুতো, ও কড়া মেজাজে বিদ্যমান। ওরা আসলে সমাজের শিক্ষিত যুবকের দল যারা বেকারত্ব ও দারিদ্রতার স্বীকার তাই তাদের ভিতরে শিক্ষা থাকলেও নৈরাজ্যের স্বীকার হয়ে তা অকেজো হয়ে পড়েছে।

১.৪ ‘আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই’ — কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন? ‘বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই’ — একথার তাৎপর্য কী?

উত্তর:

কখনো কখনো পাখি বা বাতাসের দ্বারা বীজ ভাঙা ইট বা মাটির ডেলার নীচে থেকে যায়। ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়ে যায়। তখন বীজটি মানুষের চোখের আড়াল হয়ে যায়। এই প্রসঙ্গেই উক্ত বিবৃতিটি করা হয়েছে।
‘বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই’ বলতে বোঝানো হয়েছে মাটিতে ঢাকা বীজটিকে পৃথিবী তার মায়ের মতো তাকে কোলে তুলে নেয় এবং পরম আদোরে বাইরের ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, লালন-পালন করে।

১.৫ ‘রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে’ — কোন কবিতার অংশ? কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন?

উত্তর:

জীবনানন্দ দাশের লেখা ‘পাড়াগাঁর দু পহর ভালোবাসি’ কবিতার অংশ।
কবি জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক কবি হলেও তাঁর এই কবিতায় এক প্রচ্ছন্ন দুঃখের ইঙ্গিত দিয়েছেন। দুপুরবেলায় সমস্ত প্রকৃতি নিস্তব্ধ থাকে, দেখে মনে হয় প্রকৃতি যেন শোক যাপন করছে। শঙ্খচিলের চিৎকার, জলসিড়ি পাশে নৌকার পড়ে থাকা, বুনো চালতার ছায়া সবকিছুই এই ইঙ্গিত বহন করে।

২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কীভাবে গঠিত হয়?

উত্তর: ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বাক্যের ক্রিয়াপদ তৈরি হয়।

২.২ আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও।

উত্তর: যদি আকাশে মেঘ করে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।

২.৩ নিত্যবৃত্ত অতীত বলতে কী বোঝ?

উত্তর: অতীতে প্রায়ই ঘটতো- এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্যবৃত্ত অতীত বলা হয়।

২.৪ নিত্য অতীত এবং ঘটমান অতীতের পার্থক্য কোথায়?

উত্তর:

পূর্বে নিয়মিত কোন ঘটনা ঘটতো বোঝালে সেখানে নিত্য অতীত হয়।
পূর্বে কোন ঘটনা ঘটছিল বা চলছিল বোঝালে ঘটমান অতীত হয়ে থাকে।

২.৫ রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কটি ভাগে ভাগ করা যায়?

উত্তর: রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে দু ভাগে ভাগ করা যায়। যথা- ১.মৌলিক কাল বা সরল কাল এবং ২. যৌগিক কাল

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 8 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 8 Model Activity Task Bengali 4th Series 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 8 Bengali Model Activity Task Part- 7 2021

6 thoughts on “Class 8 Bengali Model Activity Task October”

Leave a Comment