দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে সংলাপ রচনা DrobyoMulyo Bridhi-Bishoye Songlap Rochona

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

রাকেশ: হ্যালো সুজন, কেমন আছো?

সুজন: ভালো আছি। তোমার কি খবর?

রাকেশ: আমিও ভালো আছি। তবে মনে হচ্ছে তুমি গভীর চিন্তায় আছো। এত কি ভাবছ?

সুজন: আর বলো না, আজকাল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত লোকের কপালে ভাঁজ পরা তো স্বাভাবিক।

রাকেশ: হ্যাঁ সত্যিই, আজকাল সব জিনিসপত্রের দামই আগুন। উচ্চমূল্যের আগের সব রেকর্ড ভেঙে গেছে।

সুজন: সেটাই তো। এই দেখো ১০০ টাকার সবজি কিনলাম তাতেও থলেটা হালকায় মনে হচ্ছে।

রাকেশ: শুধু সবজি কেন? চাল, মাছ, চিকেন, কেরোসিন তেল, ভোজ্যতেল সব কিছুই বিক্রি হচ্ছে চড়া দামে।

সুজন: ঠিক বলেছো। আর পেঁয়াজের যা দাম, তার দিকে তাকালেই তো চোখে জল আসার উপক্রম।

রাকেশ: হা হা হা ! এইসবের সাথে বই, খাতা সহ সমস্ত শিক্ষাসহায়ক উপকরণগুলির মূল্যও ঊর্ধ্বমুখী।

সুজন: কিন্তু আমি বুঝতে পারছি না জিনিসের দাম বেশি হওয়ার জন্য দায়ী কে?

রাকেশ: আমার মনে হয় এই মূল্যবৃদ্ধির জন্য মজুতদাররা অনেকাংশে দায়ী। অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্র গোদামে মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরী করছে। তারপর সেগুলি চড়া দামে বিক্রি করছে।

সুজন: আমিও তাই মনে করি। এছাড়া কম উৎপাদনের কারণে খাদ্য সরবরাহে ঘাটতিও দাম বৃদ্ধির অন্যতম কারণ। কিন্তু এই মূল্যবৃদ্ধি কীভাবে ঠেকানো যায়?

রাকেশ: কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুদদারদের অসৎ উদ্দেশ্য ঠেকাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। টাস্ক ফোর্স গঠন করে বাজারে নিয়মিত নজরদারি চালানো যেতে পারে।

সুজন: ঠিক। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।

রাকেশ: একদম ঠিক! পরে আবার এই বিষয়ে কথা হবে। সবজিটা নিয়ে বাড়ি যাও, নাহলে গিন্নি আবার রেগে যাবে।

সুজন: হা হা হা। আচ্ছা, আবার দেখা হবে।

👉 সব সংলাপ রচনা দেখতে: Click Here
সমস্ত প্রতিবেদন রচনা দেখতে: Click Here
👉 সমস্ত রচনা দেখতে: Click Here
মাধ্যমিক বাংলা সাজেশন: Click Here
Subscribe Our YouTube Channel: Click Here

মাধ্যমিকের সংলাপ রচনা | সংলাপ রচনা লেখার নিয়ম Bangla Songlap Rochona Mobile er ValoMondo

বাংলা সংলাপ রচনা বই | সংলাপ লেখার নিয়ম | মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সংলাপ রচনা

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Madhyamik Dialogue Writing Price Hike of Essential Commodities in Bengali

দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে সংলাপ রচনা

Leave a Comment