Class-6 Science Second-Unit-Test Question

Class-6 Science Second-Unit-Test Question

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর “2nd Unit Test” এর জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

Model Question Paper1
2nd Unit Test – 2022
শ্রেণী: ষষ্ঠ বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
F.M: 25 Time: 50 Min
১. সঠিক উত্তরটি নির্বাচন করো: 6 × 1 = 6
১.১ হেমাটাইট কোন ধাতুর আকরিক-
(লোহা / তামা / সিসা / অ্যালুমিনিয়াম)

১.২ নিস্ কোন প্রকার শিলা-
(আগ্নেয় / পাললিক / পরিবর্তিত)

১.৩ উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়?
(অক্সানোমিটার / মিটার স্কেল / থার্মোমিটার / ব্যারোমিটার)

১.৪ কোনটি বলের SI একক-
(ডাইন / বার / নিউটন / পাস্কাল)

১.৫ SI তে চাপের একক কী?
(ক্যালোরি / জুল / পাস্কাল / নিউটন)

১.৬ শ্রোণিচক্রের অস্থিসন্ধি কোন প্রকার?
(বল এবং সকেট সন্ধি / হিঞ্জ সন্ধি / পিভট সন্ধি / স্যাডল সন্ধি)

২. একটি বাক্যে উত্তর দাও: 5 × 1 = 5
২.১ একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
২.২ SI তে ভরের একক কী?
২.৩ একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।
২.৪ ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে?
২.৫ বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম কী?

৩. “সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়।” -ব্যাখ্যা করো। 2

৪. সংক্ষেপে উত্তর দাও: 4 × 3 = 12
৪.১ রাশির একক বলতে কী বোঝো? একটি প্রাথমিক ও একটি লব্ধ এককের উদাহরণ দাও।
৪.২ বস্তুর ভার বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শুন্য হয়?
৪.৩ চাপের সংজ্ঞা দাও। বার্নোলীর নীতিটি বিবৃত করো।
৪.৪ মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ উল্লেখ করো।
Model Question Paper2
2nd Unit Test – 2022
শ্রেণী: ষষ্ঠ বিষয়: পরিবেশ ও বিজ্ঞান
F.M: 25 Time: 50 Min
১. নীচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও:

(i) পিউমিসকে কী বলে?
(ii) ফসিল বা জীবাশ্ম কোন্ শিলায় দেখা যায়?
(ii) পিতল কোন্ কোন্ মৌল দিয়ে তৈরি?
(iv) LPG-এর সম্পূর্ণ নাম কী?
(v) বেগ কোন্ ধরনের রাশি?
(vi) আলোর তীব্রতা মাপার এককের নাম লেখো।
(vii) সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কী মাপা হয় ?
(viii) পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?

২. শূন্যস্থান পূরণ করো :

(i) সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে __________ বা ___________ রূপে জমা থাকে।
(ii) SI-তে বল বা ওজনের একক ______________ ।
(iii) দইয়ের মধ্যে _________________ অ্যাসিড থাকে।
(iv) যকৃতের তেলে থাকে ________________।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

(i) আকরিক বা ওর কাকে বলে? লোহার একটি আকরিকের নাম লেখো ।
(ii) ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
(iii) লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি বিবৃত করো।
(iv) উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও।
(v) পরাগমিলন কাকে বলে?

৪. নবীকরণযোগ্য শক্তি কাকে বলে? দুটি উদাহরণ।
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি
প্রশ্নমান: ২/৩

১. চাপ কাকে বলে? এর S.I একক কী?
উত্তর: একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে।
চাপের S.I একক নিউটন/বর্গমিটার বা পাস্কাল (Pa)

২. একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেক ভোঁতা মুখের পেরেকের চেয়ে সহজেই কাঠে প্রবেশ করে কেন?
উত্তর: একই বল কম ক্ষেত্রফলে প্রয়োগ করা হলে চাপের পরিমাণ হয় বেশি। যেহেতু সরু মুখের পেরেকের ক্ষেত্রফল ভোঁতা মুখের পেরেকের ক্ষেত্রফল অপেক্ষা কম তাই একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেকের উপর চাপ বেশি হয়। তাই সরু মুখের পেরেক কাঠে সহজেই প্রবেশ করে।

৩. কোনো কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন?
উত্তর: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই কারণে জলের গভীরে চাপ কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপ্টা হয়।

৪. নদী বাঁধের তলদেশ চওড়া হয় কেন?
উত্তর: জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। নদীর তলদেশে জলের গভীরতা বেশি হওয়ায় জলের চাপ বেশি হয়। বেশি চাপে যাতে বাঁধ ভেঙে না যায় তাই নদী বাঁধের তলদেশ চওড়া করা হয়।

৫. বিজ্ঞানী বারনৌলির নীতিটি লেখো।
উত্তর:
বারনৌলির নীতি:
কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।

৬. ঝড়ের সময় কখনো কখনো খড়ের বা টিনের চাল উড়ে যেতে দেখা যায়—কেন?
উত্তর: তীব্র ঝড়ে ঘরের খড়ের বা টিনের ছাউনির উপরের বায়ুর বেগ বেশি হয়, ফলে ওই স্থানে বায়ুর চাপ কমে যায়। অন্যদিকে ঘরের মধ্যে বায়ুর বেগ তুলনায় খুব কম হয়। ফলে ভিতরে বায়ুর চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্য খুব বেশি হলে ছাউনি বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে উড়ে যায়।

MCQ

১. গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে
(A) চাপ কম হয় (B) চাপ বেশি হয় (C) আলাদা করে চাপের কোনো পরিবর্তন হয় না
উত্তর: (A) চাপ কম হয়

২. বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল—
(A) ব্যারোমিটার (B) থার্মোমিটার (C) হাইড্রোমিটার
উত্তর: (A) ব্যারোমিটার

৩. নীচের কোন ক্ষেত্রে বারনৌলির নীতি প্রযোজ্য?
(A) গভীর সমুদ্রের মাছ চ্যাপটা আকৃতির হয় (B) বাঁধের তলদেশ চওড়া হয়
(C) টিকটিকি দেয়ালের গায়ে আটকে থাকে (D) বায়ুপ্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে
উত্তর: (D) বায়ুপ্রবাহের সময় পতাকা পতপত করে ওড়ে

৪. দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ
(A) বেশি হবে (B) কম হবে (C) সমান হবে (D) শূন্য হবে
উত্তর: (B) কম হবে

৫. SI-তে চাপের একক হল—
(A) ক্যান্ডেলা (B) কেলভিন (C) পাস্কাল
উত্তর: (C) পাস্কাল

৬. তরলের চাপ নির্ভর করে
(A) তরলের পরিমাণের ওপর (B) তরলের গভীরতার ওপর
(C) তরল পাত্রের আকৃতির ওপর (D) তরলের আয়তনের ওপর
উত্তর: (B) তরলের গভীরতার ওপর

৭. বাঁধের নীচের অংশ চওড়া আর ওপরের অংশ সরু করা হয়, কারণ—
(A) ওপরে জলের চাপ কম, নীচে বেশি (B) নীচের অংশে জলের চাপ কম
(C) তৈরির সময় নীচে বেশি মাটি জমে বলে (D) ওপর ও নীচ উভয় স্থানেই জলের চাপ সমান
উত্তর: (A) ওপরে জলের চাপ কম, নীচে বেশি

৮. 1 কিলোপাস্কাল = __ পাস্কাল
(A) 100 (B) 1000 (C) 10000 (D) 10
উত্তর: (B) 1000

৯. দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ
(A) বেশি হবে (B) কম হবে (C) সমান হবে (D) শূন্য হবে
উত্তর: (B) কম হবে

১০. 1 পাস্কাল = __
(A) 1 বর্গমিটার/1 নিউটন (B) 1 নিউটন × 1 বর্গমিটার (C) 1 নিউটন/1 বর্গমিটার
উত্তর: (C) 1 নিউটন/1 বর্গমিটার

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class 6 Second Unit Test Paribesh O Biggan Question Paper Class 6 Second Unit Test Science Suggestion Class 6 Second Unit Test Poribesh Question Paper Class-6 Science Second-Unit-Test Question

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Geography Class VI Paribesh Second Unit Test Question Paper pdf Download Class-6 Science Second-Unit-Test Question

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র

Class-6 Science Second-Unit-Test Question

1 thought on “Class-6 Science Second-Unit-Test Question”

Leave a Comment