Class 6 Poribesh Model Activity Task October

Class 6 Poribesh Model Activity Task October, 2021 Part- 7 পরিবেশ ও বিজ্ঞান

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘Model Activity Task 2021 4th Series (Part- 7) October’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Poribesh Model Activity Task October, 2021 Part- 7 পরিবেশ ও বিজ্ঞান

 Class 6 Poribesh Model Activity Task October, 2021 Part- 7  পরিবেশ ও বিজ্ঞান

১. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলো-
উত্তর: (গ) পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়

১.২ যেটা SI একক নয় সেটা হলো –
উত্তর: (ঘ) ইঞ্চি

১.৩ সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছোয় সেটি হলো –
উত্তর: (গ) ডান অলিন্দ

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :


উত্তর:

২.১ ইলেকট্রিক ইস্ত্রি —- খ) তড়িৎশক্তি থেকে তাপশক্তি

২.২ তাপ বিদ্যুৎ কেন্দ্র —- গ) তাপশক্তি থেকে তড়িৎশক্তি

২.৩ অণুচক্রিকা —- ক) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ কোনো ধাতুর আকরিক বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উত্তর: যেসব খনিজ থেকে সহজে ও সুলভে প্রয়োজনীয় ধাতু নিষ্কাশন করা যায়, তাদের ওই ধাতুর আকরিক বলে।
যেমন: রেড হেমাটাইট (Fe2O3) থেকে সহজে ও কম ব্যয়ে লোহা নিষ্কাশন করা যায় । তাই রেড হেমাটাইট লোহার আকরিক বলে।

৩.২ খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না। তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়?

উত্তর:
(i) এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময়, শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছোতে পারে না।

(ii) পুষ্টিস্তরের অন্তর্গত জীবরা মরে যায়।মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে।

৩.৩ জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কী কী ব্যবস্থা আছে?

উত্তর: জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের লালায় জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ লাইসোজোম এবং পাকস্থলী তে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত থাকে।

৩.৪ “মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে” – কারণগুলি কী কী?

উত্তর: নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে। কখনও যথেষ্ট খাবার না পেলে, কখনও বা বেশি খাবার খেলে, কখনও বা কোনো রোগের বা বংশগত কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফুঁ দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে। বারনৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও।

বারনৌলীর নীতি অনুসারে, কোনো গতিশীল গ্যাস বা তরল, যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
তাই , দুই কাগজের মধ্য দিয়ে ফুঁ-এর বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গায় বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর ওপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুঁ-এর জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি। তাই কাগজ দুটো জোড়া লেগে যায়।

৪.২ অস্থির কাজ কী কী?

অস্থির কাজগুলি হলো-

(i) প্রাণিদেহের অবকাঠামাে গঠন করে এবং চলনে সহায়তা করে।
(ii) দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের সকল অঙ্গের ভার বহন করে।
(iii) অস্থি বৃহৎ পেশি সংযােগ স্থাপন করে।
(iv) অস্থিমজ্জা থেকে লাল রক্তকণিকা উৎপন্ন হয়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects 4th Series (October)

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task Poribesh O Biggan October, 2021 (Part- 7)

Official Website: Click Here

Class 6 Science Model Activity Task Part- 7 2021

18 thoughts on “Class 6 Poribesh Model Activity Task October”

  1. Goooooooooooooooooooooooooooooood😀😊😘🙃😋🤭😜😗😗😗😜😂😋🙃😊😂😗🤩😋🙃😉🤣😛🤣😛😛🤩🤣😚😛😛😛🤣🤩😚😗😛😜😜😂😂😛🤩😂😋🙃😊😊😊🤭😂😗🤣😚🌹🤣😃☺️😙🙄🙄👌💞👌👌😉🤣😉😃🌹😛🌹😛❤😛❤😚🌹🤣🌹🤣🌹🌹😉😙😉😙😚😚🤪😃🤔😃😙😉😙🤔🤣🤔🤣😙🤣😙😚😙😚🤪😉🤪😃😋😛😋🤩😗😂😗🤭😛🤭😚😚😋😛😋😛😗😗😗😗😗😗😗😗😗

    • Very goooooooooooooooooooooooooood😀😂😁😃😄😅😆😗😘😍😋😎😊😚☺🙂🤗😇🤔😥😣😏🙄😶😑😐😙😉🤑😔🤓🤓🤐😛😕😲😯😜😖😞😟🙃😝😴😪🙁😷😤😢🤒😒😫😌😓🤕😭😦😧😳😵😡😠😩😨😬😰😱☻☹👿😈👹👺💀👻👽👾🤖💩😼😻😹😸😺😽🙀😿😾🙈🙉🙊👦👧👮👱👨👩👳👲👴👵👸👷👶💂🕵🎅👼👯💆💇👰🙍🙌🙏🙎🙅🙆💁🙋🙇🗣👤👥💃🕴👫👬☝💏💑👪✌✌👇🖕👆☝👉👈🖖👌👐💅👍👎🤘🖑🖐✊✋👊✍🖒🖓👂👃👋👏👣👀👁👅👄💋💘❤💓💔💕💖💗💙💚💛💝💜💞💟❣💌💤💢💣💥💨💫💦🕳👓🕶💭🗯🗨💬📿💄💎💍🎓👠🎩👡👒💎👑👟👛👞👜🎒👝🛍👗👚👔👙👕👘👖

    • Very very thanks 👍😊😀😀😃😄😁😆😅😗😙😉😘☺️😝😛😉🙃😊🤩😜😝😉☺️😍🤩😣😔🤐😬🙄😜🤪🤪😌😜😣🤐🧐😉😜😣😏🤯😳😯😮😯🤯😢😰😰👽👽👽👽👽😻👽👻👽😹😼😼🤖🙈🙈🙉🖕🖕🖕🖕🖕🖖🖖👆👌👌👌✌️👋✋✋

  2. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😗😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 good ans

Leave a Comment