Class 6 Model Activity Task Poribesh O Bigyan 2021 ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পরিবেশ ও বিজ্ঞান
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়-
উত্তর: (খ) কুইনাইন।
১.২ কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো-
উত্তর: (ঘ) ইউরিয়া
১.৩ কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো-
উত্তর: (গ) CCl4
২. শুন্যস্থান পূরণ করো:
২.১ সাগরকুসুম আর ______________ মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায়।
উত্তর: ক্লাউন
২.২ কোনো কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোটো টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় __________________ যায়।
উত্তর: বেড়ে যায়।
২.৩ রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা _____________ ।
উত্তর: কম।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ ‘বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায়’- উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর: বিভিন্ন প্রাণীদের থেকে আমরা জামা-কাপড় তৈরির উপাদান পাই। যেমন রেশম পাওয়া যায় রেশম মথ থেকে, উল পাওয়া যায় ভেড়ার থেকে, পশম পাওয়া যায় পশমিনা ছাগলের লোম থেকে।
৩.২ জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায়?
উত্তর: জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করার জন্য আস্রাবণ ও পরিস্রাবণ এই দুই পদ্ধতির সাহায্য নেওয়া যেতে পারে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
৪.১ ‘স্ট্রেপ্টোমাইসেস হলো উপকারী ব্যাকটেরিয়া’ – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর: কিছু ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আর কিছু ব্যাকটেরিয়া আছে যা থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এমনই একটি ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোমাইসেস। এই ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে ৫০ টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক, পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসেস থেকে পাওয়া এইরকমই ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফলে। সুতরাং বলা যায়, স্ট্রেপ্টোমাইসেস হলো উপকারী ব্যাকটেরিয়া।
৪.২ জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে। এই কাজে কোন পদ্ধতিটি- পরিস্রাবণ না পাতন – অনুপযুক্ত এবং কেন?
উত্তর: জলে দ্রবীভূত নুনকে আলাদা করার জন্য পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত।
তরল ও কঠিন পদার্থের যে মিশ্রণে কঠিন পদার্থের কণাগুলো আলাদা করে দেখা যায় সেই মিশ্রণ থেকে পরিস্রাবণ পদ্ধতিতে কঠিন পদার্থের কণাগুলো আলাদা করা যায়। এই পদ্ধতিতে ফিল্টার কাগজে ওই মিশ্রণ ঢাললে তরল পদার্থ কাগজ ভেদ করে চলে আসে আর কঠিন পদার্থের কণাগুলো কাগজের উপর জমা হয়।
কিন্তু জল ও নুনের মিশ্রণে আলাদা করে নুনের কণাগুলো দেখা যায় না। তাই পাতন পদ্ধতিতে বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে নুন আলাদা করা হয়।
1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
3. You may also like: Class 6 Model Activity Task 2021 History
Official Website: Click Here
Class 6 Model Activity Task Poribesh O Bigyan 2021:
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
সমস্ত বিষয়ের নোটস পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত চোখ রাখো।
Class 6 Model Activity Task Poribesh
Class 6 Model Activity Task Poribesh O Bigyan 2021 ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পরিবেশ ও বিজ্ঞান