Class 6 Model Activity Task Geography

Class 6 Model Activity Task Geography 2021 ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ ভূগোল

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:


১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো:
উত্তর: গ) উপগ্রহ — নক্ষত্রের আলোয় আলোকিত।

১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো-
উত্তর: কর্কটক্রান্তি রেখা।

১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো-
উত্তর: ঘ) পশ্চিমবঙ্গ

২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো:


২.১ গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।
উত্তর: ঠিক।
২.২ ও 180° দ্রাঘিমারেখা প্রকৃত পক্ষে একটিই রেখা।
উত্তর: ভুল।
২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।
উত্তর: ঠিক।


৩. সংক্ষিপ্ত উত্তর দাও:


৩.১ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো:

উত্তর: তারার রং দেখে বোঝা যায় কোন তারা কতটা উত্তপ্ত। ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম। আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি, এবং বেশ উজ্জ্বল। আর প্রকান্ড সাদা তারার উষ্ণতা এনজিও উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি।

৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।
উত্তর:

৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল ও একেবারে দক্ষিণে শিবালিক।
হিমাদ্রি: এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত।

হিমাচল: হিমাদ্রির দক্ষিণে অবস্থিত। জম্মু ও কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণি এই অংশে দেখা যায়। হিমাদ্রি হিমালয় ও পিরপাঞ্জলের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা।

শিবালিক: হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকাই-বুম আর নাগা পর্বত।

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

Official Website: Click Here

Class 6 Model Activity Task Geography 2021:

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

সমস্ত বিষয়ের নোটস পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত চোখ রাখো।

Class 6 Model Activity Task Geography

2 thoughts on “Class 6 Model Activity Task Geography”

    • সত্য ও মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে ২ এর দাগের প্রশ্নটা একটু বিস্তারিত বললে ভালো হয় । কীভাবে ০ ডিগ্রি ও ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা নয় কেন?

Leave a Comment