Class 6 Model Activity Task Bengali

Class 6 Model Activity Task Bengali 2021

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 Model Activity Task Bengali 2021

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:


১.১ ‘ভবঘুরে’ কবিতার ‘শুকনো খড়ের আঁটি’ রয়েছে


উত্তর: (ঘ) নৌকোর খোলে।

১.২ ‘তাকে আসতে বলবে কাল।’ – আসতে বলা হয়েছে


উত্তর: (খ) অভিমন্যু সেনাপতিকে

১.৩ ‘আকাশে নয়ন তুলে’ দাঁড়িয়ে রয়েছে


উত্তর: (ঘ) পাইন গাছ।

১.৪ ‘যেতে পারি কিন্তু কেন যাব’ কাব্যগ্রন্থটির রচয়িতা


উত্তর: (গ) শক্তি চট্টোপাধ্যায়


১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায় ‘মাইল’ শব্দের অর্থ

উত্তর: (খ) সাবধান।

২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:


২.১ ‘ও তো পথিকজনের ছাতা’ – পথিকজনের ছাতা কোনটি?

উত্তর: অশথ গাছটি।


২.২ ‘এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।’ – কেন এমনটি হয়?

উত্তর: পাঁচ-সাত মাইলের ভিতর বঙ্গোপসাগর আছে বলে এমনটি হয়।


২.৩ ‘মন-ভালো-করা’ কবিতায় কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর: রোদ্দুরকে মাছরাঙাটির গায়ের সাথে তুলনা করেছেন।


২.৪ ‘আমি কথা দিয়ে এসেছি’ – কথক কোন কথা দিয়ে এসেছেন?

উত্তর:কথক কথা দিয়ে এসেছেন যে তাকে ভিজে ঘাসের ওপর আবার যেতে হবে।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:


৩.১ ‘দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।’ – কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে?

উত্তর: পাইন গাছ এমন স্বপ্ন দেখে।
পাইন গাছ শীতপ্রধান দেশের গাছ। শীতলতায় ভরা তার জীবন। তাই সে উত্তাপ চায়, উষ্ণতা চায়। মরুভূমির গাছ পাম গাছ মরুতটে দাঁড়িয়ে থাকে বলে তার জীবনে থাকে প্রচুর উত্তাপ আর উষ্ণতা। এই উত্তাপটুকু নিয়েই বেঁচে থাকা সম্ভব, তাই পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে।

৩.২ ‘…তাই তারা স্বভাবতই নীরব।’ – কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন?

উত্তর: জঙ্গলের হিংস্র জন্তুর কথা বলা হয়েছে।
বন্য জন্তুরা লোকালয়ের পশুদের তুলনায় অনেকটাই নীরব। তার কারণ হিসাবে মনে করা হয়, মানসিকভাবে এইসব হিংস্র জন্তুদের আক্রমন করা এবং আত্মরক্ষার জন্য সবসময়ই এদের তৈরি থাকতে হয়। সবসময় প্রাণ বাঁচিয়ে এবং প্রতিকূল পরিবেশে জীবনধারণ করবার জন্য এরা নীরব থাকে। যে-কোনও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলবার আশ্চর্য শিক্ষা তারা পেয়ে যায় চুপ করে থাকবার জন্যই।

৩.৩ ‘এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।’ – উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমোরে-পোকার বাসাবাড়ি’ রচনাংশ অনুসরণে লেখো।


উত্তর: ডিম পাড়বার সময় হলেই কুমোরে পোকা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। দুই-চার দিন ঘুরে ঘুরে দেখার পর পছন্দের কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে বারবার দেখে নেয়। দু-তিনবার এরূপভাবে এদিক-ওদিক উড়ে অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। কাদামাটির সন্ধান পেলেই বাসা নির্মাণের জন্য সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও:


৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র’ হচ্ছে – এমন দুটি উদাহরণ দাও।

উত্তর: দুঃ+নীতি = দুর্নীতি, প্রাতঃ+আশ = প্রাতরাশ

৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে – এমন দুটি উদাহরণ দাও।

উত্তর: নিঃ+রব = নীরব, নিঃ + রস = নীরস

৪.৩ উদাহরণ দাও – জোড়বাঁধা সাধিত শব্দ , শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।

উত্তর: জোড়বাঁধা সাধিত শব্দ— গ্রামাঞ্চল, বৃষ্টিধারা
শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ— ক্ষুদ্র + তম = ক্ষুদ্রতম। সমুদ্র + ইক = সামুদ্রিক।

৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়?

উত্তর: সংখ্যাবাচক শব্দ: যে শব্দগুলি মূলত বিশেষ্য পদের সংখ্যা বোঝায়, তাদের সংখ্যাবাচক শব্দ বলে।
যেমন, তিনটি কলম, পাঁচজন ছাত্র।
পূরণবাচক শব্দ: যে শব্দগুলি কোনো বিশেষ্যের সংখ্যাগত ক্রমিক অবস্থান প্রকাশ করে, তাদের বলে পূরণবাচক শব্দ।
যেমন, ষষ্ঠ শ্রেণী, দশম অধ্যায়।

Class 6 Model Activity Task Bengali 2021

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Class 6 Model Activity Task Bengali 2021:

7 thoughts on “Class 6 Model Activity Task Bengali”

Leave a Comment