Class 6 History Model Activity Task Part-9

Class 6 History Model Activity Task Part-9 January, 2022
Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 6 History Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া ষষ্ঠ শ্রেণীর ‘ইতিহাস’ বিষয়ের ‘Model Activity Task Part-9 January, 2022’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 6 History Model Activity Task Part-9 (January, 2022)

ষষ্ঠ শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: ইতিহাস পূর্ণমান: ২০

১. ঠিক-ভুল নির্ণয় করো :

(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য।
উত্তর: ঠিক।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন।
উত্তর: ভুল।

(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু।
উত্তর: ঠিক।

২. স্তম্ভ মেলাও :

ক – স্তম্ভখ – স্তম্ভ
শকাব্দ
গুপ্তাব্দ
হর্ষাব্দ
হর্ষবর্ধন
কণিষ্ক
প্রথম চন্দ্রগুপ্ত

উত্তর:
শকাব্দ —- কণিষ্ক
গুপ্তাব্দ —- প্রথম চন্দ্রগুপ্ত
হর্ষাব্দ —- হর্ষবর্ধন

৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি – দুটি বাক্যে):

(ক) কোন্‌ অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়?
উত্তর: ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ঐ অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো।

(খ) প্রায়-ঐতিহাসিক যুগ কাকে বলে?
উত্তর: একসময়ে মানুষ লিখতে শিখেছিল। কিন্তু সেই সময়ের পাওয়া সব লেখা আজও পড়া যায়নি। অর্থাৎ, পুরানো সময়ের লেখা পাওয়া যায়, কিন্তু পড়া যায় না। সেই পুরানো সময়টাকে বলা হয় প্রায়-ঐতিহাসিক যুগ।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৪. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য) :

(ক) প্রশস্তি কী? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে?
উত্তর: প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে অনেক শাসকের গুনগানও লেখ হিসেবে খোদাই করা হতো। সেগুলোকে বলে প্রশস্তি। প্রশস্তি মানে গুনগান করা। এই প্রশস্তি লেখগুলি থেকেও ঐ শাসকের বিষয়ে অনেক কিছু জানা যায়।

প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে। অব্দও পাওয়া যায় মুদ্রায়। এর ফলে মুদ্রা থেকে নানারকম তথ্য জানতে পারা যায়। শক-কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকেই জানা যায়।

(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী?
উতর: প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য তিন ধরণের বিদেশি বিবরণ খুব জরুরি। গ্রিক, রোমান ও চিনা দূত ও পর্যটকদের বিবরণ। তবে, বিদেশি সাহিত্যগুলির কয়েকটি সমস্যা আছে।
(i) বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না। ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল।
(ii) অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল। দেশীয় সাহিত্যেও পক্ষপাতিত্বের উদাহরণ আছে।
(iii) কাব্য-নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না।
(iv) অধিকাংশ সাহিত্যের বর্ণনা মনগড়া।
তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 6 Model Activity Task History, January 2022 (Part- 9)

Class 6 History Model Activity Task Answer Part- 9

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Official Website: Click Here Class 6 History Model Activity Task Answer Part- 9 January, 2022

Class 6 History Model Activity Task Part- 9 January, 2022

ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply