Class-6 Geography Second-Unit-Test Suggestion

Class-6 Geography Second-Unit-Test Suggestion

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২২ থেকে ৮ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

2nd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ভূগোল
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
প্রশ্নমান: ৪/৫

১. অধঃক্ষেপণ কাকে বলে? নিম্নচাপ ও উচ্চ চাপের মধ্যে দুটি পার্থক্য লেখো।
২. ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি লেখো।
৩. অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো।
৪. অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো।
৫. পৃথিবীর বায়ুমন্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৬. বায়ুদূষণের প্রধান কারণগুলি লেখো।
৭. চিত্রসহ পৃথিবীর তাপমন্ডলের বর্ণনা দাও।
৮. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।

প্রশ্নমান: ২/৩

১. প্যানজিয়া ও প্যানথালাসা কী?
২. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝো?
৩. খাদার ও ভাঙর বলতে কী বোঝো?
৪. জাতীয় উদ্যান কাকে বলে? একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও।
৫. আন্টার্কটিকায় বৃষ্টিপাত হয় না কেন?
৬. ‘অ্যালবেডো কী?
৭. ল্যাটেরাইট মাটি ভারতের কোথায় কোথায় দেখা যায়? এই মাটিতে কী কী ফসল চাষ হয়?
৮. পৃথিবীকে নীলগ্রহ বলে কেন?
৯. কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে?

বামদিক ও ডানদিক মেলাও:
বামদিকডানদিক
বায়ুর চাপবাতপতাকা
বায়ুর উষ্ণতাহাইগ্রোমিটার
বায়ুর আর্দ্রতারেনগজ
বায়ুর গতিবেগব্যারোমিটার
বায়ু প্রবাহের দিকঅ্যানিমোমিটার
বৃষ্টিপাতথার্মোমিটার
প্রশ্নমান: ১

১. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
২. কোন যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক মাপা হয়?
৩. আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
৪. কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত?
৫. পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী?
৬. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়?
৭. মৌসুমী শব্দের অর্থ কী?
৮. ভারতের কোন রাজ্যে গরমকালে ‘লু’ প্রবাহিত হয়?
৯. বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রের নাম কী?
১০. বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়?
১১. দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কী?
১২. পৃথিবীর শীতলতম স্থানের নাম কী?
১৩. শব্দের তীব্রতা মাপার একক কী?
১৪. আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।
১৫. ভারত থেকে প্রথম আন্টার্কটিকা অভিযান কত সালে হয়েছিল?

2nd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: ভূগোল (Set: 1)
পূর্ণমান: 25 সময়: 50 মিনিট
১। ঠিক উত্তর নির্বাচন করাে : ১ x ৬ = ৬

ক) ট্রপােস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে ১৬ থেকে ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম মেসােস্ফিয়ার/থার্মোস্ফিয়ার/স্ট্র্যাটোস্ফিয়ার/এক্সোস্ফিয়ার।
খ) প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 5° সে/ 6.5°সে/ 10° সে/ 5.6° সে হারে তাপমাত্রা কমতে থাকে।
গ) বৃষ্টিচ্ছায় অঞলের উদাহরণ হলাে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল/পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল/পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল/পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল।
ঘ) লাল মাটি/পলি মাটি/পার্বত্য অঞ্চলের মাটি/ল্যাটেরাইট মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে।
ঙ) তুমি সুন্দরবন অঞলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে—কটা ঝােপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ / পার্বত্য নাতিশীতােষ্ণু অরণ্য/উপকূলীয় লবণাম্বু অরণ্য/ক্রান্তীয় পাতাঝরা অরণ্য?
চ) কাজিরাঙা জাতীয় উদ্যান বাঘ/সিংহ/একশৃঙ্গ গন্ডার/রেড পান্ডার জন্য বিখ্যাত।

২) ক) শূন্যস্থান পূরণ করাে: ১ X ৪ = ৪

i) আটলান্টিক মহাদেশের ——————- হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ।
ii) ——————- বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়।

খ) শুদ্ধ ও অশুদ্ধ লেখাে :
i) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাটাঝােপ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়।

গ) এক কথায় উত্তর দাও :
i) ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত?

৩) অনধিক ৩০ শব্দে উত্তর দাও : ২ x ২ = ৪

ক) সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করাে?
খ) ছােটনাগপুর মালভূমির মাটি চাষের অনুপযুক্ত কেন?

৪) অনধিক ৫০ শব্দে উত্তর দাও : ৩ X ২ = ৬

ক) আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন?
খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে জলবায়ুগত তিনটি পার্থক্য উল্লেখ করাে।

৫) অনধিক ৮০ শব্দে উত্তর দাও : ৫ X ১ = ৫

ক) প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কীভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে নিজের ভাষায় গুছিয়ে লেখাে।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-6 Geography Second-Unit-Test Suggestion

You may also like: Class VII Notes

Class 6 Second Unit Test Geography Question Paper Class 6 Second Unit Test Geography Suggestion Class 6 Second Unit Test Geography Question Paper Class-6 Geography Second-Unit-Test Suggestion

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Geography Class VI Geography Second Unit Test Question Paper pdf Download Class-6 Geography Second-Unit-Test Suggestion

Official Website: Click Here

সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

Class-6 Geography Second-Unit-Test Suggestion

Leave a Comment