Class-6 Bengali Second-Unit-Test Question
এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর “2nd Unit Test” এর জন্য বাংলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। তোমরা পাঠ্য বই এর সমস্ত অধ্যায় ভালোমতো পড়ে নীচে দেওয়া প্রশ্নপত্রগুলি সমাধান করবে।
Model Question Paper– 1
2nd Unit Test – 2022
Class: VI Sub: Bengali
F.M: 25 Time: 50 Min
১. সঠিক উত্তরটি নির্বাচন করো (যেকোনো চারটি): (4 × 1 = 4) ১.১ এদেশের যত পালা পার্বন সব কিছুর মূলে রয়েছে- (চাষবাস / কলকারখানা / শিল্প) ১.২ গোপালের বাবা ________________ আমের চারাগাছ লাগিয়েছিল। (হিমসাগর / ফজলি / ল্যাংড়া) ১.৩ ‘মরশুমের দিনে’ -গদ্যাংশটির রচয়িতা হলেন- (রাজকিশোর পট্টনায়ক / ধনগোপাল মুখোপাধ্যায় / সুভাষ মুখোপাধ্যায়) ১.৪ _______________ পাখায় আলোক লুকায় ছাড়িয়ে পূবের মাঠ – (কাকের / বকের / শালিকের) ১.৫ ‘পিঁপড়ে’ কবিতায় কবির নাম হলো- (অমিয় চক্রবর্তী / শিবরাম চক্রবর্তী / নীরেন্দ্র নাথ চক্রবর্তী) ১.৬ শেষ পর্যন্ত ছোট্ট বাঘ-বাবা-মা থাকত- (সুন্দর খোলায় / সজনে খোলায় / পাখিরালয়) ২. একটি বাক্যে উত্তর দাও (যেকোনো চারটি): (4 × 1 = 4) ২.১ ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্যে প্রথমে কী ধরতে গিয়েছিল? ২.২ ‘এক গেরবাজ পায়রা’ বলা হয়েছে কাকে? ২.৩ কিসের প্রার্থনায় ‘বসুন্ধরা’ ব্রত পালন করা হয়? ২.৪ ‘ঝুমুর’ কবিতার কবির নাম কী? ২.৫ ‘এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ পথ’ -এটি কোন গল্পের অংশ? ২.৬ কবি কী বলে পিঁপড়েদের সম্বোধন করেছেন? Puzzle Cube Game: Exercise your brain ! ![]() ৩. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (2 × 3 = 6) ৩.১ “মাটি সবারই” -এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কী? এই গল্পে কে, কাকে এই কথাটি বলেছেন? ৩.২ “সেইদিন থেকে গাছ হেলে পড়েছে পূর্বদিকে” -এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কী? ৪. দু-এক কথায় উত্তর দাও (যেকোনো দুটি) (2 × 1 = 2) ৪.১ হ য ব র ল গল্পে ‘বিস্কুট’ কার নাম? ৪.২ কে, গলা ফুলিয়ে বলেছিল- বাদুড়গোপাল হাজির? ৪.৩ “এই গেল গেল — নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল” -উক্তিটি কার? ৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (3 × 1 = 3) ৫.১ “আমার নাম শ্রীব্যাকরণ শিং, বি. এ খাদ্য বিশারদ” -এখানে ‘আমি’ কে? তার এরূপ নামের কারণ কী? ৫.২ “এখনও হিসেবটা হয়ে উঠল না?” -কে, কাকে হিসাব করতে দিয়েছিল? কত দিন পার হয়ে গেলেও হিসাবটা শেষ হয়নি? ৬. নীচের শব্দগুলি থেকে উপসর্গগুলি আলাদা করে লেখো (যেকোনো দুটি): (2 × 1 = 2) অবেলা, বিকৃতি, ভরদুপুর, উপগ্রহ। ৭. নীচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ তা লেখো (যেকোনো দুটি): (2 × 1 = 2) রাগ, শরীর, রচিত, সব্বোনেশে। ৮. পদ পরিবর্তন করো (যেকোনো দুটি): (2 × 1 = 2) ঝড়, অঞ্চল, গাছ, আংশিক। |
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
You may also like: Class VII Notes
Class 6 Second Unit Test Bengali Question Paper Class 6 Second Unit Test Bengali Suggestion Class 6 Second Unit Test Poribesh Question Paper
WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VI Bengali Second Unit Test Question Paper pdf Download
Official Website: Click Here
ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র
hi
Yellow
Very very thankful
Very very thanks