Class-6 Bengali First-Unit-Test Question

Class-6 Bengali First-Unit-Test Question

এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর “1st Unit Test” এর জন্য বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হলো। আশাকরি এই প্রশ্নপত্রটি থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।

1st Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:


(ক) ময়ূরের ডাককে বলা হয়- (কুহু / কেকা / মকমকি / বৃন্হন)
(খ) নৌকার খোলের মধ্যে বোঝাই করা আছে- (খড়ের আঁটি / ঘাসের আঁটি / সবুজ ডালের আঁটি)
(গ) ব্যাঙের ডাক- (হ্রেষা / জিবন / বৃন্হন / মকমকি)
(ঘ) মন-ভালো করা রোদ্দুর (ময়ূরের / মাছরাঙার / কোকিলের) গায়ের মতন।
(ঙ) ‘প্রকৃতিবিজ্ঞানের ক্লাস। বইতে পাখির ছবি।’ শিক্ষক- (শ্যামল গঙ্গোপাধ্যায় / বিভীষণ দাশ / সুদর্শন দাশ / শংকর ভট্টাচার্য)
(চ) ‘দাঁড়ায়ে পাইন (পাহাড়ে / আকাশে / সবুজে / শূন্যে) নয়ন তুলে’
(ছ) কবি ভিজে ঘাসে পা দিয়েছিলেন (মুষলধারে / বজ্রবিদ্যুৎসহ / ঝিরঝিরে) বৃষ্টির পর।
(জ) ‘আমাকে যেতেই হবে আবার’- (ভিজে ঘাসের ওপর / আকাশের নীলে / সমুদ্রের নীলে / পাহাড়ের চূড়ায়)

২. সংক্ষেপে উত্তর দাও: (প্রশ্নমান: ১)


(ক) অশথ গাছটি কাদের ছাতা?
(খ) ‘ভরদুপুরে’ কবিতায় নদীর ধারে কোন দৃশ্য ফুটে উঠেছে?
(গ) পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?
(ঘ) পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
(ঙ) কোন কোন পশুরা মানুষের ভাষা বুঝতে পারে?
(চ) শংকরের স্বপ্নে বাতাসের রং কী?
(ছ) মরুতটে কে দাঁড়িয়ে আছে?
(জ) ঘাসফড়িং এর সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল?
(ঝ) পাইন গাছ কী ধরনের পোষাক পরে আছে বলে কবির মনে হয়েছে?
(ঞ) “একেও ভাষা বলতে হবে।” কাকে ভাষার মর্যাদা দিতে হবে?
(ট) বর্ষার শেষাশেষি মেয়েরা কী করে?
(ঠ) কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়?
(ড) মন-ভালো-করা রোদ্দুরকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

৩. এককথায় উত্তর দাও: (হ য ব র ল থেকে)


(ক) ‘হ য ব র ল’ বইটি কার লেখা?
(খ) রুমালটি কিসে পরিণত হয়েছিল?
(গ) হ য ব র ল’ গল্পটিতে কোন ঋতুর উল্লেখ করা হয়েছে?
(ঘ) ‘সাত দু-গুণে কত হয়?’ –কথাটি কে বলল?
(ঙ) তিব্বতের ঠিকানা কে ঠিক ঠিক বলে দিতে পারে?
(চ) বেড়াল গল্প কথককে গরম লাগলে কোথায় যেতে বলেছে?
(ছ) গেছোদাদা কী কাজে সাহায্য করে?
(জ) গাছের ফোকর থেকে হঠাৎ কে বেরিয়ে এসেছিল?
(ঝ) কাক্কেশ্বর কুচকুচের নিবাস কোথায়?

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

You may also like: Class VII Notes

Class 6 First Unit Test Bengali Question Paper Class 6 First Unit Test Bengali Suggestion Class 6 First Unit Test Poribesh Question Paper

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VI Bengali first Unit Test Question Paper pdf Download

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-6 First-Unit-Test Model-Question-Papers Bengali

1 thought on “Class-6 Bengali First-Unit-Test Question”

Leave a Comment