Class 10 Physical Science MCQ Adaption Package

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 10 Physical Science MCQ Adaption Package

Class 10 বহুবিকল্পভিত্তিক প্রশ্ন: পরিচিতি ও অনুশীলন: ভৌতবিজ্ঞান

Class 10 Physical Science MCQ Adaption Package

১. কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ?

(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) হাইড্রোজেন
উত্তর:- (গ) নাইট্রাস অক্সাইড

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

২. যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –

(ক) 3g/mol
(খ) 6g/mol
(গ) 32g/mol
(ঘ) 48g/mol
উত্তর:- (ক) 3g/mol

৩. কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে-

(ক) সদ ও অবশীর্ষ
(খ) অসদ ও অবশীর্ষ
(গ) সদ ও সমশীর্ষ
(ঘ) অসদ ও সমশীর্ষ
উত্তর:- (ঘ) অসদ ও সমশীর্ষ

৪. কোনো গোলীয় দর্পনের ফোকাস দৈর্ঘ্য f cm হলে তার বক্রতা ব্যাসার্ধ –

(ক) f cm
(খ) 2f cm
(গ) f/2 cm
(ঘ) f/4 cm
উত্তর:- (খ) 2f cm

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৫. বায়ু থেকে আলো কাচে প্রবেশ করছে। লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো-

(ক) লাল
(খ) নীল
(গ) হলুদ
(ঘ) বেগুনি
উত্তর:- (ঘ) বেগুনি

৬. A, B, C তিনটি জলীয় দ্র্রবনের pH 3,9,6। এই তিনটি দ্রবনকে ক্রমবর্ধমান আম্লিকতা অনুসারে সাজালে যা হবে তা হলো –

(ক) A<B<C
(খ) B<C<A
(গ) C<B<A
(ঘ) A<C<B
উত্তর:- (খ) B<C<A

৭. তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –
(ক) Wm-1K
(খ) WmK-1
(গ) Wm-1K-1
(ঘ) WmK
উত্তর:- (গ) Wm-1K-1

৮. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা তিনগুন করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
(ক) তিনগুন হবে
(খ) নয়গুন হবে
(গ) ছয় গুন হবে
(ঘ) বারো গুন হবে
উত্তর:- (খ) নয়গুন হবে

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৯. 4 ওহম ও 12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-

(ক) 16 ওহম
(খ) 8 ওহম
(গ) 3 ওহম
(ঘ) 2 ওহম
উত্তর:- (গ) 3 ওহম

১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে –

(ক) ইলেকট্রন
(খ) শুধু ক্যাটায়ন
(গ) শুধু অ্যানায়ন
(ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
উত্তর:- (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই

১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটিরই বাইরের কক্ষে আটটি ইলেকট্রন নেই ?

(ক) NaCl
(খ) NaH
(গ) LiH
(ঘ) LiCl
উত্তর:- (গ) LiH

১২. গ্যাস ধ্রুবকের SI একক হলো-

(ক) J mol K
(খ) J mol-1 K
(গ) J mol K-1
(ঘ) J mol-1 K-1
উত্তর:- (ঘ) J mol-1 K-1

১৩. উষ্ণতা বাড়লে কোনো অর্ধ পরিবাহীর রোধাঙ্ক –

(ক) বেড়ে যায়
(খ) কমে যায়
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) প্রথমে বাড়ে তারপর কমে যায়
উত্তর:- (খ) কমে যায়

১৪. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে –

(ক) তর্জনী প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(গ) মধ্যমা প্রবাহের দিক, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(ঘ) বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রবাহের দিক, মধ্যমা চৌম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
উত্তর:- (খ) মধ্যমা প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়।

১৫. নীচের যে বিবৃতিটি ঠিক নয় তা হলো-

(ক) কোনো পর্যায়ে হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক
(খ) কোনো পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক
(গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক
(ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায় –
উত্তর:- (গ) কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক।

১৬. 24g কার্বনের পূর্ণ দহনে যে পরমান কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় STP তে তার আয়তন হবে –

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

(ক) 2.24 L
(খ) 22.4 L
(গ) 33.6 L
(ঘ) 44.8 L
উত্তর:- (ঘ) 44.8 L

১৭. CH3CH(OH)CH3 যৌগটির IUPAC নাম হলো –

(ক) Propan – 1 – ol
(খ) Propan – 2 – ol
(গ) Propanone
(ঘ) Propanoic acid
উত্তর:- (খ) Propan – 2 – ol

১৮. যে যৌগটি ব্রোমিন- কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না তা হলো-

(ক) C2H6
(খ) C2H4
(গ) C2H2
(ঘ) C3H6
উত্তর:- (খ) C2H6

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply