Class-6 Bengali 3rd-Unit-Test Question

Class-6 Bengali 3rd-Unit-Test Question

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

3rd Unit Test
ষষ্ঠ শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ হিন্দ নও জোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন?
(ক) ভগৎ সিং
(খ) যতীন্দ্রনাথ দাস
(গ) সূর্যসেন

১.২ “বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার!” এখানে ‘ধাত্রী’ কথার অর্থ –
(ক) যিনি ধারণ করেন
(খ) যিনি গ্রহণ করেন
(গ) যিনি দান করেন

১.৩ সুধীর বাবুকে অবাক করেছিল-
(ক) হাবুর সাহস
(খ) হাবুর বানিয়ে বলার ক্ষমতা
(গ) হাবুর মিথ্যাচার

১.৪ যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন-
(ক) আলিপুর সেন্ট্রাল জেলে
(খ) প্রেসিডেন্সি জেলে
(গ) লাহোর সেন্টার জেলে

১.৫ মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে- এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন-
(ক) ভালো মন্দের
(খ) গ্রাম গুলির
(গ) তরুণীর

১.৬ এক যে ছিল কিশোর, তার মন লাগে না-
(ক) পড়ায়
(খ) খেলায়
(গ) আঁকায়

১.৭ যে শব্দগুলি দিয়ে আমরা কোন কাজ করা বা হওয়া বোঝায় সেগুলির নাম-
(ক) বিশেষ্য
(খ) সর্বনাম
(গ) ক্রিয়া

১.৮ গঠনগত দিক থেকে বাক্য-
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) পাঁচ প্রকার

১.৯ ঘুম থেকে উঠে পড়ো-
চিহ্নিত অংশটি কোন ক্রিয়ার উদাহরণ
(ক) যৌগিক ক্রিয়া
(খ) স্বকর্মক ক্রিয়া
(গ) সমাপিকা ক্রিয়া

১.১০ আমি বই পড়ছি
রেখাঙ্কিত বাক্যটিতে ক্রিয়ার কাল হলো-
(ক) অতীত
(খ) বর্তমান
(গ) ভবিষ্যৎ

২. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ:

(ক) যতীন দাশের প্রথম ছদ্মনামটি কি ছিল?
(খ) নিতাই শাস্তি পেল কেন?
(গ) রুপোলি সংঘের সঙ্গে কাদের খেলা হয়েছিল?
(ঘ) কিশোরটি সাগর বেলায় কি কুড়িয়ে তোলে?
(ঙ) বাঙালি কোথায় কোথায় উপনিবেশ তৈরি করেছিল?
(চ) যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে?
(ছ) ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে কোন শব্দ তৈরি হয়?
(জ) অকর্মক ক্রিয়া কাকে বলে?
(ঝ) একটি কর্তাযুক্ত ক্রিয়াযুক্ত সরল বাক্যর উদাহরণ দাও।
(ঞ) এবারে আমের ফলন খারাপ নয়- এই বাক্যটি অনর্থক বাক্যে রূপান্তরিত কর।

৩. নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখ:

(ক) হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চাই না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে?
(খ) অনশন করার আগে যতীন দাস সহযোদ্ধাদের কি অঙ্গীকার করিয়েছিলেন?
(গ) পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়?
(ঘ) “মোরা দুই সহোদর ভাই” – পংক্তিটি কোন কবির রচনা? ‘মোরা’ কারা?

৪. নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও:
(ক) যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এর ফল কি হয়েছিল?


(খ) “এটাই সুধীর বাবুর মেথড” -সুধীর বাবুর মেথডটি কী? তার এমন মেথড অবলম্বনের কারণ কী?


(গ) কবির কল্পনায় নৌকা যাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন?


(ঘ) “তুই কিনা মাগো তাদের জননী” – কবিতায় বঙ্গ জননীর যে সন্তানদের কথা বলা হয়েছে তাদের পরিচয় দাও।

৫. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

(ক) মানহানির মামলায় আসামি কে হয়েছিল? তার শাস্তি কি হয়েছিল?
(খ) ‘সাক্ষী দিবি? চার আনা পয়সা পাবি।’ -কে, কাকে এই কথা বলেছিল?
(গ) হিজি বিজ বিজ -এর সকালের ও বিকালের নাম কি?
(ঘ) মেজো মামা কান ধরে কি বলেছেন?
(ঙ) ‘হ য ব র ল’ গল্পের লেখকের নাম কি?

৬. পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
৭. অনুচ্ছেদ রচনা কর: গাছপালার প্রয়োজনীয়তা।

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-6 Bengali 3rd-Unit-Test Question 2022

You may also like: Class VII Notes

Class 6 Third Unit Test 2022 Bengali Question Paper Class 6 Third Unit Test Bengali Suggestion

Class 6 3rd Unit Test Bengali Question Paper 2022

WBBSE Class 6 Model Question Paper Unit Test Question Paper Bengali Class VI Bengali Third Unit Test Question Paper pdf Download

Class 6 Third Term Test Bengali Question Paper

Official Website: Click Here

ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-6 Bengali 3rd-Unit-Test Question Class-6 Bengali 3rd-Unit-Test Question Class-7 Bengali Third-Unit-Test Question

ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্নপত্র

Class 6 Final Term Exam Bengali Question Paper

Leave a Comment