Class-5 Third-Unit-Test Paribesh Question
প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।
3rd Unit Test
পঞ্চম শ্রেণী
বিষয়: আমাদের পরিবেশ
পূর্ণমান: 50 সময়: 1 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ কত বছর বয়স পর্যন্ত শিশুদের লেখাপড়া করা তার অধিকার-
(১৮ বছর / ১২ বছর / ১৪ বছর)
উত্তর: ১৪ বছর।
১.২ একটি চিরাচরিত শক্তির উদাহরণ হল-
(সৌরশক্তি / জৈব শক্তি / তাপবিদ্যুৎ শক্তি)
উত্তর: তাপবিদ্যুৎ শক্তি।
১.৩ স্টিম ইঞ্জিন চলে-
(কয়লার / পেট্রোলের / ডিজেলের) সাহায্যে।
উত্তর: কয়লার সাহায্যে।
১.৪ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল-
(খনিজ তেল / কয়লা / তামা)
উত্তর: কয়লা।
১.৫ কোনটি ঔষধি গাছ নয়-
(নিম / বেগুন / তুলসী)
উত্তর: বেগুন।
১.৬ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
(৮ মিনিট / ৯ মিনিট / ১০ মিনিট)
উত্তর: ৮ মিনিট।
১.৭ কোনটি গৃহপালিত পশু-
(বাঘ / জিরাফ / গরু)
উত্তর: গরু।
২. এক কথায় উত্তর দাও:
২.১ ‘পথের পাঁচালী’ বইটি কার লেখা?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২.২ টেলিস্কোপ কে আবিষ্কার করেন?
উত্তর: গ্যালিলিও গ্যালিলি।
২.৩ দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
উত্তর: কয়লা ও পেট্রোলিয়াম।
২.৪ গাছ বাতাসে কোন গ্যাস ত্যাগ করে?
উত্তর: অক্সিজেন।
২.৫ কয়েকটি জলযানের নাম লেখো।
উত্তর: নৌকা, জলজাহাজ, স্টিমার।
২.৬ প্রথম কোন দেশে কাগজ তৈরী হয়?
উত্তর: চীন দেশে।
২.৭ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর: প্রায় ১৫ কোটি কিলোমিটার।
২.৮ দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও।
উত্তর: বায়ু শক্তি, জৈব শক্তি।
২.৯ B.D.O এর পুরো কথাটি কী?
উত্তর: Block Development Officer
২.১০ দুটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো।
উত্তর: রানীগঞ্জ ও আসানসোল।
২.১১ বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১ অক্টোবর।
৩. সত্য না মিথ্যা লেখো:
৩.১ চাঁদ সূর্যের চারপাশে ঘুরে চলেছে।
উত্তর: মিথ্যা।
৩.২ গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে।
উত্তর: মিথ্যা।
৩.৩ পেট্রোলিয়াম তৈরী হয়েছে প্রাণীদেহ থেকে।
উত্তর: সত্য।
৩.৪ শিশু দিবস পালন করা হয় ৫ই সেপ্টেম্বর।
উত্তর: মিথ্যা।
৩.৫ মুখ্য জোয়ারের সওয়া ছয় ঘন্টা পর ভাটা হয়।
উত্তর: সত্য।
৩.৬ চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে।
উত্তর: সত্য।
৪. শুন্যস্থান পূরণ করো:
৪.১ পৃথিবী আলো ও তাপ পায় —————— থেকে।
উত্তর: সূর্য।
৪.২ আগ্নেয়গিরি থেকে ——————- নির্গত হয়।
উত্তর: লাভা।
৪.৩ সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তাকে বলে —————–
উত্তর: সৌর বিদ্যুৎ।
৪.৪ অযোধ্যা পাহাড় অবস্থিত ———————– জেলায়।
উত্তর: পুরুলিয়া।
৪.৫ মাস্টারদা এর আসল নাম ———————
উত্তর: সূর্য সেন।
৪.৬ ——————– পশুর খড়গ আছে।
উত্তর: গন্ডার।
৫. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৫.১ হড়পা বান কাকে বলে?
উত্তর: পাহাড়ি নদীগুলি নুড়ি পাথর জমে ভরাট হয়ে যায়। হঠাৎ যখন খুব বৃষ্টি হয় নদীতে অনেক জল আসে, তখন অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না। বন্যা হয়ে যায়, একে বলে হড়পা বান।
৫.২ আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনো স্থানের ঝড়, বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এইসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে।
৫.৩ কয়লা কিভাবে তৈরি হয়?
উত্তর: হাজার হাজার বছর ধরে মাটির নীচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়।
৫.৪ অ্যাসিড বৃষ্টি কাকে বলে?
উত্তর: মনুষ্যসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেন এর অক্সাইড ও কার্বনের অক্সাইড গুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে।
৫.৫ উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা হলে কি সুবিধা পাওয়া যায়?
উত্তর: কোনো জিনিস কেনার পর জিনিসটার দাম, ওজন, পরিমাপ বা মান নিয়ে ঠকে গেলে বা পরিষেবার ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইনে আবেদন করা যায়। আবেদন করলে টাকা ফেরত দিতে পারে, জিনিসটা বদলে দিতে পারে, ক্ষতিপূরণও দিতে পারে।
৫.৬ শিশুদের কয়েকটি অধিকার লেখো।
উত্তর: শিশুদের কয়েকটা অধিকার হলো-
(i) বেঁচে থাকা
(ii) খাদ্য ও পানীয় জল পাওয়া
(iii) অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ
(iv) নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা
৫.৭ মুখ্য ও গৌণ জোয়ারের মূল কারণ কি?
উত্তর: মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেদিকের জল যেমন বাড়ে, পিছনের দিকের জলও বাড়ে। ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জোরালো, সেটা মুখ্য জোয়ার। পিছনেরটা কম জোরালো, সেটা গৌণ জোয়ার।
৫.৮ চন্দ্রগ্রহণ কীভাবে হয়?
উত্তর: চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর যে দিকে সূর্য তার উল্টোদিকে চলে যায় তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় চাঁদকে আর দেখা যায় না। তখন হয় চন্দ্রগ্রহণ।
৬. বামদিক ও ডানদিক মেলাও:
বামদিক | ডানদিক |
৬.১ হেলমেট, প্রেসার কুকার ৬.২ জেলির শিশি ৬.৩ ঘি-এর শিশি ৬.৪ বেবি ফুড | (i) আগ মার্কা (ii) ISI ছাপ (iii) FSSAI ছাপ (iv) F.P.O ছাপ |
উত্তর:
৬.১ হেলমেট, প্রেসার কুকার —- (ii) ISI ছাপ
৬.২ জেলির শিশি —- (iv) F.P.O ছাপ
৬.৩ ঘি-এর শিশি —- (i) আগ মার্কা
৬.৪ বেবি ফুড —- (iii) FSSAI ছাপ
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here
Class-5 Third-Unit-Test Paribesh Question
Class 5 Third Unit Test 2022 Amader Paribesh Question Paper Class 5 Third Unit Test Amader Paribesh Suggestion
Class 5 3rd Unit Test Amader Paribesh Question Paper 2022
WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Amader Paribesh Class V Amader Paribesh Third Unit Test Question Paper pdf Download
Class 5 Third Term Test Amader Paribesh Question Paper
Official Website: Click Here Class-5 Amader Paribesh 3rd-Unit-Test Suggestion
পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র
Class-5 Third-Unit-Test Paribesh Question Class-5 Third-Unit-Test Paribesh Question Class-5 Third-Unit-Test Paribesh Question
পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ প্রশ্নপত্র
Class 5 Final Term Exam Bengali Question Paper Class-5 Bengali 3rd-Unit-Test Suggestion Class-5 Third-Unit-Test Paribesh Question