Class 5 Paribesh Model Activity Task Part-9

Class 5 Paribesh Model Activity Task Part-9

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর ‘আমাদের পরিবেশ‘ বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 5 Amader Paribesh Model Activity Task Part-9 (January, 2022)

পঞ্চম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: আমাদের পরিবেশ পূর্ণমান: ১৫

১. ঠিক বাক্যের পাশে ‘✓’ চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও:

১.১ ত্বকের লাগলে ভিটামিন-সি তৈরি হয়।
উত্তর: X

১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া।
উত্তর:

১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300 টি হাড় থাকে।
উত্তর: X

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো:

বাম স্তম্ভডান স্তম্ভ
২.১ মেলানিনক) হাতের হাড়
২.২ হিউমেরাসখ) লিগামেন্ট
২.৩ ফিমারগ) ত্বক
ঘ) পায়ের হাড়

উত্তর:
২.১ মেলানিন —- গ) ত্বক
২.২ হিউমেরাস —– ক) হাতের হাড়
২.৩ ফিমার —– ঘ) পায়ের হাড়

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:


৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখো।
উত্তর: মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলো আলনা ও রেডিয়াস।

৩.২ পেশী যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনো দুটি কাজের উল্লেখ করো।
উত্তর: পেশীর দুটি কাজ:
(i) দেহের আকৃতি প্রদান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে।
(ii) নড়াচড়া ও চলাচলে সাহায্য করে।

৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?
উত্তর: রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা:
(i) রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়।
(ii) শরীরে ফোঁড়া বা অন্য কারণে জীবাণু সংক্রমণ হলে আমরা যে ওষুধ খাই তা শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:


হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হতো?
উত্তর: হাড় হল একটি কঠিন অঙ্গ, যা মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। হাড়গুলি দেহের বিভিন্ন অঙ্গকে সুরক্ষা দেয়। আমাদের শরীরে হাড়গুলি বিভিন্ন স্থানে জোড়া লাগানো থাকে। হাড়ের জোড় না থাকলে আমাদের নীচের অসুবিধাগুলি হত-
(i) হাতের হাড়ের জোড় না থাকলে হাত ভাঁজ করা যেত না। ফলে খেলাধুলাসহ অনেক কাজে অসুবিধা হত।
(ii) আঙুলের হাড়ের জোড় না থাকলে কোনো কিছু ধরতে অসুবিধা হত।
(iii) পায়ের হাড়ের জোড় না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে, বসতে অসুবিধা হত।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 5 Model Activity Task Amader Paribesh 2022 (Part- 9)

Class 5 Paribesh Model Activity Task Answer

Official Website: Click Here

Class 5 Paribesh Model Activity Task Part- 9 January, 2022

Leave a Comment