Class 5 Math Model Activity Task Part-9
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া পঞ্চম শ্রেণীর ‘গণিত’ বিষয়ের ‘Model Activity Task Part-9 (January, 2022)’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 5 Math Model Activity Task Part-9 January, 2022
পঞ্চম শ্রেণী
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
January, 2022
বিষয়: গণিত পূর্ণমান: ১৫
নীচের প্রশ্নগুলির উত্তর লেখো–
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(ক) ৩১৮ সংখ্যাটিতে
(a) এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের ৩ গুণ
(b) শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে ৩ বেশি
(c) শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের ৮ গুণ
(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি
উত্তর: (d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি
(খ) ৫২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান-
(a) o
(b) ১০
(c) ১০০
(d) ১০০০
উত্তর: (a) o
(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবো-
(a) ২টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড
(b) ৩টে ১-এর কার্ড, ১টি ১০ কার্ড ২টি ১০০-এর কার্ড
(c) ৩টি ১০০-এর কার্ড, ২টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড
(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড
উত্তর: (d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড
২. সত্য/মিথ্যা (T/F) লেখাে:
(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্কবিশিষ্ট।
উত্তর: মিথ্যা
(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে।
উত্তর: মিথ্যা
(গ) ২-এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য।
উত্তর: মিথ্যা
Good News! Good News!
TextbookPlus এর পক্ষ থেকে Class 5 থেকে Class 10 পর্যন্ত ‘Unit Test 2022‘ নেওয়া হবে। ১৫০০ টাকা জেতার সুযোগ!
বিস্তারিত জানতে Click Here
৩. স্তম্ভ মেলাও : (যে কোনো তিনটি) :
উত্তর:
(ক) —- (d) ৬টি সমতল।
(খ) —- (c) ১টি সমতল ও ১টি বক্রতল।
(গ) —- (b) ১টি বক্রতল।
(ঘ) —- (a) ২টি সমতল ও ১টি বক্রতল।
৪. (ক)
চিত্রে ২টি বৃত্তের মধ্যে ৬ ও ৪-এর গুণনীয়কগুলি বসাও এবং ২টি বৃত্তের সাধারণ জায়গাটিতে ৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও।
উত্তর:
(খ) একজন কৃষক তার মোট জমির ২/৫ অংশে ধান, ৭/১৫ অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন।
উত্তর:
☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here
Good News! Good News!
TextbookPlus এর পক্ষ থেকে Class 5 থেকে Class 10 পর্যন্ত ‘Unit Test 2022‘ নেওয়া হবে। ১৫০০ টাকা জেতার সুযোগ!
বিস্তারিত জানতে Click Here
1. You may also like: Class 5 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
Class 5 Model Activity Task Math Part-9 January, 2022
Class 5 Model Activity Task Math Part-9 January, 2022
Official Website: Click Here
Class 5 Model Activity Task Math January, 2022