Madhyamik Life Science Chapter 1 Set 4

প্রথম অধ্যায়: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়- স্নায়ুতন্ত্র

১. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-

উত্তর: লঘুমস্তিস্ক


২. পরপর দুটি নিউরোনের সংযোগস্থলকে কী বলে?

উত্তর: সাইন্যাপস


৩. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কী?

উত্তর: নিউরোন


৪. সোয়ান কোষ যুক্ত থাকে ডেনড্রাইটের সঙ্গে। (সত্য/মিথ্যা)

উত্তর: মিথ্যা।
ব্যাখ্যা:সোয়ান কোষ যুক্ত থাকে অ্যাক্সন-এর সঙ্গে।


৫. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?

উত্তর: মস্তিস্ক।


৬. মস্তিষ্কের আবরণীর নাম কী?

উত্তর: মেনিনজেস।


৭. পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত?

উত্তর: ১.৩৬ কেজি।


৮. সুষম্নাকান্ডের গহ্বরকে কী বলা হয়?

উত্তর: নিউরোসিল।


৯. সাইন্যাপসে যে তরল থাকে তার নাম কী?

উত্তর: নিউরোহিউমর।


১০. মস্তিষ্কের গহ্বরের নাম কী?

উত্তর: ভেন্ট্রিকল বা নিলয়।


১১. CSF -এর পুরো নাম কী?

উত্তর: সেরিব্রোস্পাইনাল ফ্লুইড


Leave a Comment