Class-5 Math First-Unit-Test Question-2023

Class-5 Math First-Unit-Test Question-2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন: ২০২৩
পঞ্চম শ্রেণী
বিষয়: গণিত
পূর্ণমান: ১৫ সময়: ৩০ মিনিট

১. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
(ক) ল.সা.গু কথাটির পূর্ণরূপ কী?
(খ) ৮ এর কটি গুণনীয়ক আছে?
(গ) ৫, ২, ০, ৩ অঙ্কগুলি দিয়ে একটি বৃহত্তম ও একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো।
(ঘ) দুটি মৌলিক সংখ্যার লসাগু কত?
(ঙ) মানের অধঃক্রমে সাজাও: ৭২৫১, ৫১২০, ৬৩২১, ৫১০২
(চ) দুটি সংখ্যার লসাগু ৬০ ও গসাগু ৫। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?

২. গ.সা.গু নির্ণয় করো: ৪৫, ৭৫

৩. ল.সা.গু নির্ণয় করো: ১৬, ২৮, ৩২

৪. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
(ক) দুটি সংখ্যার যোগফল ২৪২০ এবং তাদের বিয়োগফল ১২২৪ হলে, সংখ্যাদুটি কী কী?
(খ) তোমার ও তোমার বাবার বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে?
(গ) ৮ ও ৬ এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো।
(ঘ) ৯৫৬৬৯ সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির ‘নয় হাজার পাঁচ শত ঊনসত্তর’ লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে?

৫. ৪৮০ মিনিট = কত ঘন্টা কত মিনিট?

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 5 First Unit Test Math Question Paper Class 5 First Unit Test Math Suggestion Class 5 First Unit Test Math Question Paper Class 5 Math First Summative Evaluation Question 2023

WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Bengali Class V Bengali first Unit Test Question Paper pdf Download Class-5 Math First Unit Test Question-2023

Official Website: Click Here

পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র

Class-5 Math First-Unit-Test Question-2023

Class 5 First Unit Test Exam 2023 Math Question Answer

Leave a Comment