Class-5 Bengali Second-Unit-Test Question-Paper

Class-5 Bengali Second-Unit-Test Question-Paper

পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ‘বাংলা’ বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

2nd Unit Test
পঞ্চম শ্রেণী
বিষয়: বাংলা
পূর্ণমান: ২০ সময়: ৪০ মিনিট
Class-5 Bengali Second-Unit-Test Question-Paper
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(ক) ‘রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে।’ জুড়ি গাড়ি হল-
(ঘোড়ায় টানা / হাতিতে টানা / গরুতে টানা / যন্ত্রচালিত) গাড়ি।
(খ) যখন ঝড় ওঠে, তখন আকাশ থাকে-
(কালো / সাদা / নীল / লাল)
(গ) ‘মায়াতরু’ কবিতাটি কবির-
(ভানুমতীর মাঠ / রুদ্রবসন্ত / ডিহং নদীর বাঁকে / রক্তসন্ধ্যা) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
(ঘ) “বাদলা হাওয়ায় মনে পড়ে-
(শৈশবের / পুরোনো দিনের / বার্ধক্যের / ছেলেবেলার) গান।

২. দু-এক বাক্যে উত্তর দাও:
(ক) আখ চাষের সময় কুমির কেন কী ফন্দি এঁটেছিল?
(খ) ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি কার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
(গ) ছোট্ট ফণীমনসা গাছের মনে কেন শান্তি ছিল না?
(ঘ) আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কীভাবে ধরা পড়ে?
(ঙ) ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত?

৩. নীচের প্রশ্নগুলির উত্তর আট বা দশটি বাক্যে লেখো:
(ক) “বাচ্চা গাছটি তো মহাখুশি। আনন্দে ডগমগ।” -কথাটি কোন রচনার অন্তর্গত? কখন কেন বাচ্চা গাছটির এতো আনন্দ হয়েছিল?
অথবা,
‘ছেলেবেলা’ পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কী জানতে পারো? পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল? ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো?
(খ) কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যেকোনো তিনটি ভাবনা ‘মাঠ মানে ছুট’ কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। ছুট অর্থে কবি যা যা বলেছেন তা লেখো।
অথবা,
‘পালিয়ে গেল অনেক দূরে’ -কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? ঝড়ের সঙ্গে শিশুর মনে কীসের তুলনা ‘ঝড়’ কবিতায় ধরা পড়েছে?

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও:
(ক) বিপরীতার্থক শব্দ লেখো।
আড়াল, দরিদ্র, কোমল, দুঃখ, পন্ডিত।
(খ) লিঙ্গ পরিবর্তন করে লেখো।
বুদ্ধিমতী, শ্রীমান, প্রকাশক, গায়ক, বিদ্বান।

৫. যেকোনো একটি বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো:
শীতের দিনের অভিজ্ঞতা, সরস্বতী পূজা, রবীন্দ্রনাথ ঠাকুর।
অথবা,
কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা তোমার বন্ধুকে চিঠি লিখে জানাও।

সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here

👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

You may also like: Class VII Notes

Class 5 Second Unit Test Bengali Question Paper Class 5 Second Unit Test Bengali Suggestion Class 5 Second Unit Test Bengali Question Paper

WBBSE Class 5 Model Question Paper Unit Test Question Paper Bengali Class V Bengali Second Unit Test Question Paper pdf Download Class-5 Bengali Second-Unit-Test Question-Paper

Official Website: Click Here

পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র

Class-5 Bengali Second-Unit-Test Question-Paper

Leave a Comment