class 5 beng 2nd

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

engali Question) থেকে কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। Class 5 Second Summative Evaluation 2024 এর জন্য এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে প্র্যাকটিস করবে।

Class 5 Second Unit Test Syllabus, Marks, Exam pattern (পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ বাংলা বিষয়ের সিলেবাস, পূর্ণমান, পরীক্ষার ধরণ)
পূর্ণমান: ২০

সময়: ৪০ মিনিট

সিলেবাস

পাতাবাহার: ১. মাঠ মানে ছুট; ২. পাহাড়িয়া বর্ষার সুরে; ৩. লিমেরিক; ৪. ঝড়, ৫. মধু আনতে বাঘের মুখে, ৬. মায়াতরু, ৭. ফণীমনসা ও বনের পরি; ৮. বৃষ্টি পড়ে টাপুর টুপুর; ৯. বোকা কুমিরের কথা; ১০. চল চল চল

ভাষাপাঠ: ১. লিঙ্গ, ২. বচন; ৩. চিঠিপত্র।
Class 5 Second Unit Test 2024 Bengali Question Paper- 1
১। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

১.১ ছোট ফনিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন?

১.২ বাংলার বাঘ নামে কে পরিচিত?

১.৩ ধনাই কিসের মন্ত্র জানে?

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

১.৪ নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান?

১.৫ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল?

২। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লেখো:

২.১ ল ত কা ডা দ
২.২ ন নী ফ সা ম
২.৩ রি বি চ্ছি তি কি
২.৪ কং পা শা ল

৩। বাক্য রচনা করো:

৩.১ মৌচাক, ৩.২ কলস, ৩.৩ ফুর্তি , ৩.৪ নাস্তা

৪। অর্থ লেখো:

৪.১ গোঁয়ার্তুমি , ৪.২ গোড়া , ৪.৩ বায়নাক্কা, ৪.৪ সাঁকো

৫। বিপরীত শব্দ লেখো:

৫.১ আলো, ৫.২ বুড়ো, ৫.৩ বার্ধক্য, ৫.৪ লাভ

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
Class 5 Second Summative Evaluation 2024 Bengali Question Paper- 2
১। ঠিক উত্তর বেছে নিয়ে লেখো:

১.১ পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়- ক) গ্রীষ্ম খ) বর্ষা গ) শরৎ ঘ) শীত

১.২ দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে- ক) সকাল খ) দুপুর গ) বিকেল ঘ) রাত

১.৩ যখন ঝড় ওঠে, তখন আকাশ থেকে- ক) কালো খ) সাদা গ) নীল

১.৪ পশ্চিমবঙ্গের ……….. হিমালয়। ক) উত্তরে খ) দক্ষিণে গ) পূর্বে

১.৫ মধুর চাক খুঁজতে গভীর বনে গিয়েছিল- ক) দুইজন খ) তিনজন গ) চারজন

১.৬ এক যে ছিল …………. ক) গাছ খ) ভুত গ) দেবতা

২। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো:
ক স্তম্ভখ স্তম্ভ
গাছ

বন ,

ভূত,

ঝালোর

কম্প
অশরীরী

বৃক্ষ,

কাঁপুনি

অরণ্য

পর্দা
৩। সমার্থক শব্দ লেখো:

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

৩.১ দিন
৩.২ সমুদ্র
৩.৩ শক্ত

৪। বচন নির্ণয় করো:

৪.১ আমি
৪.২ তোমরা
৪.৩ রাম
৪.৪ ওরা
৪.৫ প্রত্যেকে

৫। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:

৫.১ মধু আনতে বাঘের মুখে কে লিখেছেন?
৫.২ চল চল চল গানটির লেখক কে?
৫.৩ তোমার জানা দুটি উভচর প্রাণীর নাম লেখ।
৫.৪ বোকা কুমিরের কথা গল্পের চালাক প্রাণী কে ছিল?
৫.৫ শূন্যস্থান পূরণ কর: বাইরে কেবল জলের শব্দ …………..।
৫.৬ ‘ফনিমনসা ও বনের পরী’ নাটকে কতগুলো চরিত্র আছে?

Class 5 2nd Unit Test 2024 Bengali Question Paper- 3
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ডাকাতদলের কানে গোজা ছিল- ক) জবা খ) কলকে গ) আকন্দ ফুল

১.২ ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল- ক) মোরগ খ) বাঘ গ) মৌমাছি

১.৩ আখের আগার অংশ হল- ক) মিষ্টি খ) নোনতা গ) তেতো

১.৪ ঝড় যখন ওঠে, তখন আকাশ থাকে- ক) নীল খ) সাদা গ) কালো

২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

২.১ ঝড় কবিতাটির কবির নাম কী?

২.২ বোকা কুমিরের কথা গল্পে কি কি চাষের অনেক আছে?

২.৩ মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

২.৪ ধনাই কিসের মন্ত্র জানে?

৩। সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ চাক খুঁজে পাওয়ার পন্থা কী? শিষে কী?

৩.২ ছোট ফনিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ফনিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করেছিল?

৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৪.১ লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কী কী?

৪.২ লিঙ্গ পরিবর্তন করো: গায়ক, অধ্যাপক

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৫। পত্র লেখো:
বাবাকে মায়ের অসুস্থতা জানিয়ে একটি পত্র লেখো।

Class 5 Second Unit Test 2024 Bengali Question Paper- 4
১। সঠিক উত্তরটি বেছে লেখো:

১.১ মধুর চাক কাটতে গেলে- ক) নাচ জানা চাই খ) মন্ত্র জানা চাই গ) গান জানা চাই

১.২ যখন ঝড় উঠে তখন আকাশ থাকে- ক) লাল খ) সাদা গ) কালো

১.৩ পাঠক এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ- ক) পাঠক খ) পাঠিকা গ) পাঠ

১.৪ বচন- ক) একপ্রকার খ) দু – প্রকার গ) তিনপ্রকার

২। নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে দাও:

২.১ তৃতীয়বার ফনিমনসা কেমন পাতা পেয়েছিল?

২.২ কুমির ও শেয়াল একসাথে কিসের চাষ করেছিল?

২.৩ মুকুট হয়ে কারা ঝাক বাধত?

২.৪ পিপির পিপির পিপ – শব্দটি কিসের?

২.৫ স্ত্রীলিঙ্গ কাকে বলে?

২.৬ এমন একটি শব্দের উদাহরণ দাও যেটি দুবার ব্যবহার করে বহুবচন করা হয়।

২.৭ বার্ধক্য- শব্দটির বিপরীত শব্দ লেখ।

৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ ধনাই এর মাথার ওপর থেকে কিভাবে মধুর কলস পড়ে যায়?

৩.২ বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটির কবি কে? কবির রচনায় কোন দুই স্বাধীন রাষ্ট্রের জাতীয় সংগীতের মর্যাদা পেয়েছে?

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
৪। গরমের ছুটি কেমন কাটালে তুমি তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

WBBSE Second Unit Test 2024 information (পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্নপত্র ২০২৪). পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

আরও পড়ুন: My Hobby সম্পর্কে Paragraph খুব সুন্দর করে লিখে দেওয়া হয়েছে।

FAQs: Frequently Asked Question and Answers

১. Class 5 Second Unit Test 2024 কবে নাগাদ অনুষ্ঠিত হবে?

উত্তর: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা দপ্তর থেকে দেওয়া নোটিস অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহে ( ১লা আগস্ট, ২০২৪ থেকে ৮ই আগস্ট, ২০২৪ এর মধ্যে) পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ সম্পূর্ণ করতে হবে।

২. দ্বিতীয় ইউনিট টেস্টে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে কোন কোন অধ্যায় পরীক্ষায় আসবে?

উত্তর: দ্বিতীয় ইউনিট টেস্টে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে নিম্নলিখিত অধ্যায়গুলো আসবে-
১. মাঠ মানে ছুট ২. পাহাড়িয়া বর্ষার সুরে ৩. লিমেরিক ৪. ঝড় ৫. মধু আনতে বাঘের মুখে ৬. মায়াতরু ৭. ফণীমনসা ও বনের পরি ৮. বৃষ্টি পড়ে টাপুর টুপুর ৯. বোকা কুমিরের কথা ১০. চল চল চল
ভাষাপাঠ: ১. লিঙ্গ ২. বচন ৩. চিঠিপত্র।

৩. পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কত নম্বরের পরীক্ষা হবে ও কত সময় থাকবে?

উত্তর: পরীক্ষা হবে ২০ নম্বরের এবং সময় থাকবে ৪০ মিনিট।

৪. Class 5 Second Summative Evaluation 2024 এর জন্য বাংলা বিষয়ে কীভাবে প্রস্তুতি নেবো?

উত্তর: প্রথমে বাংলা টেক্সটবুকটি ভালোমতো খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া প্রশ্নগুলির উত্তর তৈরী করবে। তারপর আমাদের ওয়েবসাইটে দেওয়া মডেল প্রশ্নপত্র গুলির উত্তর করার চেষ্টা করবে।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now