Class-5 Amader-Poribesh Shorirer Bormo

Class-5 Amader-Poribesh Shorirer Bormo

পঞ্চম শ্রেণী
আমাদের পরিবেশ
শরীরের বর্ম
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

১. সঠিক উত্তরটির নীচে দাগ দাও:

১.১ গন্ডারের চামড়া- (পুরু / পাতলা)
১.২ চামড়ার কারখানা থেকে বাতাসে- (সুগন্ধ / দুর্গন্ধ) ছড়ায়।
১.৩ মানুষ বুঝেছে চামড়া বেশি ব্যবহারের- (সুবিধা / বিপদ) আছে।
১.৪ আমাদের শরীরের বর্ম হলো- (চুল / নখ / চামড়া)

২. ঠিক না ভুল লেখো:

২.১ ধীরে ধীরে মানুষ চামড়ার ব্যবহার বাড়িয়েছে।
২.২ শরীরের অনেক জায়গায় ধমনিগুলো দেখা যায়।
২.৩ বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক আমাদের বাঁচায়।
২.৪ চামড়ার বেশি ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না।

৩. সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ একসময়ে মানুষ কী কী কাজে পশুর চামড়া ব্যবহার করত?
৩.২ মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন?
৩.৩ চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলে কেন?
৩.৪ আমাদের শরীরে চামড়ার নিচে কি থাকে?
৩.৫ গন্ডারের চামড়া দিয়ে কি বানানো হতো?

উত্তরমালা:

১.
১.১ পুরু ১.২ দুর্গন্ধ ১.৩ বিপদ ১.৪ চামড়া

২.
২.১ ভুল (ধীরে ধীরে মানুষ চামড়ার ব্যবহার কমিয়েছে)

২.২ ভুল (শরীরের অনেক জায়গায় শিরাগুলো দেখা যায়। ধমনি শরীরে একটু ভিতরের দিকে থাকে।)

২.৩ ঠিক

২.৪ ভুল (চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়।)

৩.
৩.১ একসময়ে মানুষ পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত।

৩.২ মানুষ বুঝতে পেরেছে বেশি চামড়া ব্যবহার করলে অনেক বিপদ আছে। একদিকে যেমন অনেক পশু মারা যায় অন্যদিকে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমিয়েছে।

৩.৩ বর্ম যেমন বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে ঠিক তেমনি আমাদের শরীরের চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা শিরা ধমনী মাংসপেশি ইত্যাদি কে রক্ষা করে।বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে ত্বক আমাদের বাঁচায়।ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত বের হতো। তাই ত্বককে শরীরে বর্ম বলা হয়।

৩.৪ চামড়ার নীচে মাংসপেশি, শিরা-ধমনি রয়েছে।

৩.৫ গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো।
👉 পরিবেশের সমস্ত প্রশ্ন-উত্তর পেতে: Click Here
👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ শরীরের বর্ম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 5 Amader Poribesh Question Answer Class-5 Amader-Poribesh Shorirer Bormo

ক্লাস 5 আমাদের পরিবেশ শরীরের বর্ম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class-5 Amader-Poribesh Shorirer Bormo

Leave a Comment