Child-Pedagogy Question-Answer Shishur Bikash

Child-Pedagogy Question-Answer Shishur Bikash

এখানে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান এর শিশুর বিকাশ (Child Development) থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হলো। এগুলি পড়ার পর নীচে দেওয়া MCQ গুলি সমাধান করার চেষ্টা করুন।

Child Development and Pedagogy
Lesson 1: শিশুর বিকাশ (Child Development)
১. শিশুর বৃদ্ধি ও বিকাশ এই দুই প্রক্রিয়া পরস্পরের ওপর নির্ভরশীল।
২. বৃদ্ধির সাথে সাথে বিকাশ প্রক্রিয়া চলতে থাকে।
৩. বিকাশ বলতে বিশেষভাবে আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতিকে বোঝানো হয়।
৪. বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
৫. বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া।
৬. বিকাশকে পর্যবেক্ষণ করা যায়।
৭. বৃদ্ধিকে পরিমাপ করা যায়।
৮. বিকাশ গুণগত প্রক্রিয়া।
৯. বৃদ্ধি পরিমাণগত প্রক্রিয়া।

১০. বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য-
i) অবিচ্ছিন্নতা
ii) জটিল প্রক্রিয়া
iii) ক্রম সংযোজন
iv) স্বাতন্ত্র্যতা
v) পরিবেশ ও বংশগতি

১১. শিশুর বিকাশ পরিবেশ ও বংশগতির পারস্পরিক ক্রিয়ার ফল।
১২. শিশু জন্মের সময় পূর্বপুরুষদের যেসব বৈশিষ্ট্যগুলি পায় তাকে বংশগতি বলা হয়।
১৩. মনোবিদ গ্যাল্টন “law of Ancestral Inheritance” গ্রন্থে বলেছেন শিশু তার বৈশিষ্ট্যের ১/২ অংশ তার বাবা-মার কাছ থেকে পায়।

১৪. মনোবিদ পিকুনাস মানুষের জীবন বিকাশকে ১০ টি স্তরে ভাগ করেছেন।
i) প্রাক জন্মস্তর (Prenatal stage): গর্ভসঞ্চার-জন্মানোর পূর্ব মুহূর্ত
ii) সদ্যজাত স্তর (Neonatal stage): জন্মের সময় থেকে ৪ সপ্তাহ
iii) প্রারম্ভিক শৈশব (Early infancy): ১ মাস থেকে দেড় বছর
iv) প্রান্তীয় শৈশব (Late infancy): দেড় বছর থেকে আড়াই বছর।
v) প্রারম্ভিক বাল্য (Early childhood): আড়াই বছর থেকে ৫ বছর
vi) মধ্য বাল্য (Middle childhood): ৫ বছর থেকে ৯ বছর
vii) প্রান্তীয় বাল্যস্তর (Late childhood): ৯ বছর থেকে ১২ বছর
viii) বয়ঃসন্ধি কাল (Adolescence): ১২ বছর থেকে ২১ বছর
ix) প্রাপ্তবয়স্ক কাল (Adolescence): ২১ বছর থেকে ৭০ বছর
x) বার্ধক্য কাল (Senescence): ৭০ বছরের উপরে।

১৫. আর্নেস্ট জোনসের মতে জীবন বিকাশের স্তর চারটি-
i) শৈশবকাল (Infancy): জন্ম থেকে ৫ বছর।
ii) বাল্যকাল (Childhood) ৫ বছর থেকে ১২ বছর
iii) বয়ঃসন্ধিকাল (Adolescence): ১২ বছর থেকে ১৮ বছর
iv) প্রাপ্তবয়স্ক কাল (Maturity): ১৮ বছরের ঊর্ধ্বে

১৬. শিশুর বিকাশের দিকসমূহ:

দৈহিক বিকাশ:-
i) শিশুর বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের বিকাশ
ii) উচ্চতা
iii) ওজন
iv) শারীরিক কাঠামো
v) স্নায়ুতন্ত্রের বিকাশ

মানসিক বিকাশ:-
i) চিন্তা
ii) কল্পনা
iii) সৃজনশীল বিকাশ

প্রাক্ষোভিক বিকাশ:
i) রাগ
ii) ভয়
iii) ভালোবাসা
iv) ঘৃণা
v) হীনমন্যতা
vi) লজ্জা

নৈতিক বিকাশ:-
i) ন্যায়-অন্যায়
ii) উপকার-অপকার

সামাজিক বিকাশ:-
i) অভিযোজন
ii) সহানুভূতি
iii) সহযোগিতা

১৭. শিশুর ক্রমবিকাশ হল পরিমান ও গুনগত প্রক্রিয়া।
MCQ প্রশ্ন-উত্তর:-

১. মানুষের শৈশবকাল হলো-
A. ৮ থেকে ১০ বছর
B. জন্ম থেকে ৫ বছর
C. ১২ থেকে ১৫ বছর
D. ৭ থেকে ৮ বছর


২. শিশুর ক্রমবিকাশ হল একটি-
A. পরিমাণগত প্রক্রিয়া
B. গুনগত প্রক্রিয়া
C. পরিমান ও গুনগত প্রক্রিয়া
D. ধারাবাহিক প্রক্রিয়া


৩. মনোবিদ আর্নেস্ট জোনস মানুষের কতগুলি বিকাশের কথা উল্লেখ করেছেন?
A. ২ টি
B. ১০ টি
C. ১২ টি
D. ৪ টি


৪. ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে-
A. কৈশোর কালের সমাপ্তি পর্যন্ত
B. বয়প্রাপ্তি কাল পর্যন্ত
C. মধ্য বয়স পর্যন্ত
D. সারা জীবন ব্যাপী


৫. মানুষের বাল্যকাল হল-
A. ৭ থেকে ৯ বছর
B. ৫ থেকে ১২ বছর
C. ১০ থেকে ১৪ বছর
D. ১৫ থেকে ১৭ বছর


৬. নীচের কোন বক্তব্যটি সঠিক-
A. বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়
B. বৃদ্ধি হল দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের ওপর অভ্যন্তরস্থ যন্ত্রাংশ এবং মস্তিষ্কের বৃদ্ধি
C. বৃদ্ধি হল কারণ, বিকাশ হল তার ফল
D. বৃদ্ধি ও বিকাশ উভয়ই পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ।


WB Primary TET

৭. শিশুর হীনমন্যতা, লজ্জা, ভয় -নীচের কোন বিকাশের অন্তর্গত-
A. প্রাক্ষোভিক বিকাশ
B. দৈহিক বিকাশ
C. মানসিক বিকাশ
D. সামাজিক বিকাশ


৮. পিকুনাস এর মতে শৈশবের শেষ স্তরের বয়সের সময়সীমা হল-
A. এক মাস থেকে দেড় বছর
B. দেড় বছর থেকে আড়াই বছর
C. আড়াই বছর থেকে পাঁচ বছর
D. পাঁচ বছর থেকে নয় বছর


৯. শিশুর ক্রম বিকাশের নীচের কোন বিষয়টি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য-
A. সাধারণ দিক থেকে বিশেষ দিক অগ্রসর হওয়া
B. আচরণ অনুযায়ী বিকাশ হওয়া
C. নির্দিষ্ট বয়সে বিকাশ থেমে যাওয়া
D. কোনোটিই নয়


১০. শিশুর ক্রমবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কারণ-
A. মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে
B. জীবনের যেকোনো সময় শুরু ও শেষ হয়
C. জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে
D. কোনোটিই নয়


১১. শিশুর ক্রমবিকাশের প্রক্রিয়া হল একটি-
A. একমুখী
B. বহুমুখী
C. ক্রমসংযোজনশীল
D. বিচ্ছিন্ন প্রক্রিয়া


১২. শিশুর জীবন বিকাশের স্তর কে দশটি স্তরে ভাগ করেছেন-
A. মনোবিদ জে পিকুনাস
B. মেন্ডেল
C. মনোবিদ বেলে
D. কোনোটিই নয়


👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Keywords:  Child Development & Pedagogy Questions Answers in Bengali PDF | প্রাইমারি টেট শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন প্রশ্ন উত্তর পিডিএফ | Child Development & Pedagogy Questions And Answers PDF In Bengali | বাংলা পেডাগজি mcq | WB Primary TET Practice set | CTET Questions Answer in Bengali | WB Primary TET Child Development and Pedagogy Questions Answers in Bengali | West Bengali Primary TET Child-Pedagogy Question-Answer Shishur Bikash

Child-Pedagogy Question-Answer Shishur Bikash

Leave a Comment