Class 4 Paribesh Full Marks 40

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 4 Paribesh Full Marks 40

Class 4 Paribesh Full Marks 40 Final Model Activity Task

চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ

১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলাে –

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

উত্তর: (গ) ফণীমনসা ।

১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলাে –

উত্তর: (খ) অক্সিজেন

১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে –

উত্তর: (খ) ডােডাে ।

১.৪ চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে –

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

উত্তর: (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে ।

১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলাে –

উত্তর: (খ) তামা আর টিন ।

১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলাে –

উত্তর: (ঘ) পৌষ ।

২. শূন্যস্থান পূরণ করাে :

২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে ___________ ।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উত্তর: জোড়া ।

২.২ বাটখারা দিয়ে কোনাে জিনিসের ___________ মাপা হয়। 

উত্তর:   ভর

২.৩ ___________ থেকে বেরােয় লালারস।

উত্তর: লালাগ্রন্থি

২.৪ পৃথিবীর ___________ হলাে চাঁদ।

উত্তর: উপগ্রহ

৩. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও :

৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে। 

উত্তর: X

৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।

উত্তর: 

৩.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত। 

উত্তর: 

৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :

উত্তর:

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now
বাম স্তম্ভডান স্তম্ভ
৪.১ মৃৎশিল্প(গ) কৃষ্ণনগর
৪.২ ছৌ নাচ(ক) পুরুলিয়া
৪.৩ সিল্কের শাড়ি(ঘ) বিষ্ণুপুর

৫. একটি বাক্যে উত্তর দাও :

৫.১ ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়? 

উত্তর: ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায় । 

৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখাে যা সহজে মাটিতে মিশে যায় না।

উত্তর:  পলিথিন ব্যাগ হলো এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায় না । 

৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? 

উত্তর: পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন -এ রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ।

৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৬.১ কী করে চাল থেকে ধানের খােসাকে আলাদা করবে? 

উত্তর:  ঢেঁকি বা হলারমেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব ।

৬.২ ফুসফুস ভালাে রাখার উপায় কী কী? 

উত্তর: নিয়মিত শ্বাসের ব্যায়াম এবং মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরণের ধোঁয়া, ধুলো থেকে দূরে থাকতে হবে।

৬.৩ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে? 

উত্তর: আবহাওয়ার খবর জানতে, মোবাইলে কথা বলতে কৃত্রিম উপগ্রহগুলি আমাদের সাহায্য করে।

৬.৪ ডােকরার পুতুল কীভাবে বানানাে হয়? 

উত্তর:  প্রথমে মৌ-মোম বা ধুনো বা অন্যকিছু দিয়ে পুতুলের ছাঁচ বানানো হয়। তারপর ওই ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের পুতুল তৈরি করা হয়।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পােষ মানিয়েছিল কেন?

উত্তর: পশুকে চাষের কাজে ব্যবহার করা যেত এবং তাদের থেকে নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যেত। তাই আদিম মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল।

৬.৬ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? 

উত্তর:  অমাবস্যায় চাঁদের যে পিঠটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই সেই পিঠে সূর্যের আলো পড়ে না। তাই চাঁদকে দেখতে পাওয়া যায় না।

৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৭.১ “বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন” – কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয়? 

উত্তর: বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন হওয়ার অন্যতম কারণ হলো জঙ্গলের পরিমাণ কমে যাওয়া। কলকারখানা, রাস্তাঘাট নির্মাণের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। মানুষ ঘর-বাড়ি তৈরির জন্য জঙ্গল কেটে সাফ করছে। এছাড়াও মাঝে মাঝে বনে আগুন লেগে যাওয়ায় জঙ্গলের অনেকাংশ পুড়ে যাচ্ছে।

৭.২ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তােমার মনে হয়? 

উত্তর: বিষাক্ত সাপে কামড়ালে-
(i) ক্ষতস্থানে বিষদাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
(ii) হাতের বাহুতে বা পায়ের ঊরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে এবং প্রতি এক দেড় ঘন্টা পরে বাঁধন খুলে আবার হালকাভাবে বেঁধে দিতে হবে।
(iii) সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দিতে হবে।

৭.৩ “বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।
উত্তর: বাসস্থানের কাছে জল থাকলে অনেক সুবিধা হয়। যেমন খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা এসব কাজে সহজেই জল পাওয়া যায়। তাছাড়া জলপথে আসা-যাওয়ার সুবিধা হয়, মাছ ধরা যায়, ফসলের ক্ষেতে জল দিতে সুবিধা হয়।

☛ সমস্ত বিষয়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 6 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Activity Task Paribesh

Official Website: Click Here

Class 4 Paribesh Model Activity Task 2021

Class 4 Paribesh Full Marks 40

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply