Class 4 Paribesh 2nd Series Model Activity Task 2021

Class 4 Paribesh 2nd Series Model Activity Task 2021

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের ‘Model Activity Task 2021 2nd Series’ এর প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 4 Paribesh 2nd Series Model Activity Task 2021

চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের 'Model Activity Task 2021 2nd Series'

১. ঠিক উত্তর নির্বাচন করো:


১.১ চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে-
উত্তর: (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে।


১.২ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো-
উত্তর: (খ) তামা আর টিন।


১.৩ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো-
উত্তর: (ঘ) পৌষ।


২. একটি বাক্যে উত্তর দাও:


২.১ ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায়?
উত্তর: ধ্রুবতারা আকাশের উত্তর দিকে দেখা যায়।


২.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না।
উত্তর: পলিথিন ব্যাগ


২.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তর: পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:


৩.১ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে?
উত্তর: আবহাওয়ার খবর জানতে, মোবাইলে কথা বলতে কৃত্রিম উপগ্রহগুলি আমাদের সাহায্য করে।


৩.২ ডোকরার পুতুল কীভাবে বানানো হয়?
উত্তর: প্রথমে মৌ-মোম বা ধুনো বা অন্যকিছু দিয়ে পুতুলের ছাঁচ বানানো হয়। তারপর ওই ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের পুতুল তৈরি করা হয়।


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:


৪.১ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তর: বিষাক্ত সাপে কামড়ালে-
(i) ক্ষতস্থানে বিষদাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
(ii) হাতের বাহুতে বা পায়ের ঊরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে এবং প্রতি এক দেড় ঘন্টা পরে বাঁধন খুলে আবার হালকাভাবে বেঁধে দিতে হবে।
(iii) সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দিতে হবে।

Class 4 Model Activity Task 2021 2nd Series Answers:-

ইংরেজী 2nd Series: Click Here

বাংলা 2nd Series: Click Here

গণিত 2nd Series: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects 2nd Series

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Official Website: Click Here

Key Word

Class 4 Paribesh Model Activity Task Answers 2021

2. Class 4 পরিবেশ Model Activity Task Answers 2021

Leave a Comment