Class 4 Model Activity Task Math

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

Class 4 Model Activity Task Math

এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।

Class 4 Model Activity Task Math

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

3. You may also like: Class 6 Model Activity Task 2021 History

Official Website: Click Here

অতিরিক্ত প্রশ্ন উত্তর

১. চার অঙ্কের সংখ্যাটি হলো
(ক) ০৩০০
(খ) ৬৬৬৬
(গ) ৫৫০৪
(ঘ) ৭৪৫৩
উত্তর: (খ) ৬৬৬৬

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now

২. ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কত?
(ক) ৬০০
(খ) ৩০
(গ) ৬০০০
(ঘ) ৫০৪৫
উত্তর: (ক) ৬০০

৩. পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলো
(ক) 802
(খ) ৫৫০৪
(গ) ৩০০০
(ঘ) ৬০০০
উত্তর: (ঘ) ৬০০০

৪. ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়ো চার অঙ্কের সংখ্যাটি হলো
(ক) ৭৪৫৩
(খ) ৭৫৩৪
(গ) ৭৬৪৫
(ঘ) ৭৫৪৩
উত্তর: (ঘ) ৭৫৪৩

৫. ৩৫৬, ৪২১, ৫১৩ এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি কোনটি?
(ক) ৩৫৬
(খ) ৪২১
(গ) ৫১৩
(ঘ) ৩২১
উত্তর: (গ) ৫১৩

৬. ৫০ হাজার, ৫০০০, ৫০০, ৫০ এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি?
(ক) ৫০
(খ) ৫০০
(গ) ৫০০০
(ঘ) ৫০ হাজার
উত্তর: (ক) ৫০

৭. একটি সংখ্যার মধ্যে ৪০০০ এর স্থান কত?
(ক) হাজার
(খ) শত
(গ) দশ
(ঘ) একক
উত্তর: (ক) হাজার

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৮. ৭৬৮৯ এর এককের অঙ্কটি কত?
(ক) ৭
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৯
উত্তর: (ঘ) ৯

৯. ৫০০০ + ৩০০ + ৫০ + ৭ এর মান কত?
(ক) ৫৩৫৭
(খ) ৫৪৭৭
(গ) ৫৪০০
(ঘ) ৫২০০
উত্তর: (ক) ৫৩৫৭

১০. ৩৫, ৭৮, ১১০ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ১১০
(খ) ৭৮
(গ) ৩৫
(ঘ) ১২২
উত্তর: (ক) ১১০

১১. ৩০০০, ২৫০০, ২০০০ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ২৫০০
(খ) ৩০০০
(গ) ২০০০
(ঘ) ৫০০০
উত্তর: (খ) ৩০০০

১২. ৬৪৮, ৯৭৫, ৭৬৪ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ৬৪৮
(খ) ৭৬৪
(গ) ৯৭৫
(ঘ) ৯৮৫
উত্তর: (গ) ৯৭৫

১৩. ১০০০ এর বর্গমূল কত?
(ক) ৩০
(খ) ৩২
(গ) ১০
(ঘ) ২০
উত্তর: (গ) ১০

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

১৪. ২৮৬৪, ৪৭৩৫, ১২৩৪ এই সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা কোনটি?
(ক) ২৮৬৪
(খ) ৪৭৩৫
(গ) ১২৩৪
(ঘ) ৫৬৭৮
উত্তর: (গ) ১২৩৪

১৫. ৫০০০, ৭০০, ১০০ এর মধ্যে ছোট সংখ্যা কোনটি?
(ক) ১০০
(খ) ৭০০
(গ) ৫০০০
(ঘ) ২৫০
উত্তর: (ক) ১০০


সত্য/মিথ্যা (T/F):

(ক) ৭৬৩৪ এর পাশের গুণটিতে গুণফলে দশকের ঘরের অঙ্কটি শূন্য।
উত্তর: মিথ্যা

(খ) ৯০ ১১ গুণফলটি ৭ ১১ গুণফল থেকে ২২ বেশি।
উত্তর: সত্য

(গ) ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা

(ঘ) ৯৯৯ এর পরের সংখ্যাটি তিন তাক বিশিষ্ট সংখ্যা।
উত্তর: সত্য

(ঙ) ৩০০০ + ২০০ = ৩২০০
উত্তর: সত্য

(চ) ৮০০০ এর বর্গমূল ১০০।
উত্তর: মিথ্যা

(ছ) ৩৭৭৮ এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা ৭৭৮।
উত্তর: মিথ্যা

(জ) ১২৩৪ এবং ১১৩৪ এই দুইটি সংখ্যা একই।
উত্তর: মিথ্যা

(ঝ) ৫০০০ এর পরবর্তী সংখ্যা ৫০০১।
উত্তর: সত্য

(ঞ) ২৫৫ এর পরের সংখ্যা ২৫৬।
উত্তর: সত্য

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply