Class 4 Model Activity Task Math
এখানে শিক্ষাদপ্তর থেকে দেওয়া চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ‘মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১’ প্রশ্নগুলির উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা বিষয় ভিত্তিক খাতায় উত্তরগুলো তৈরি করো।
Class 4 Model Activity Task Math



1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects
2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।
3. You may also like: Class 6 Model Activity Task 2021 History
Official Website: Click Here
অতিরিক্ত প্রশ্ন উত্তর
১. চার অঙ্কের সংখ্যাটি হলো
(ক) ০৩০০
(খ) ৬৬৬৬
(গ) ৫৫০৪
(ঘ) ৭৪৫৩
উত্তর: (খ) ৬৬৬৬
২. ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান কত?
(ক) ৬০০
(খ) ৩০
(গ) ৬০০০
(ঘ) ৫০৪৫
উত্তর: (ক) ৬০০
৩. পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলো
(ক) 802
(খ) ৫৫০৪
(গ) ৩০০০
(ঘ) ৬০০০
উত্তর: (ঘ) ৬০০০
৪. ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়ো চার অঙ্কের সংখ্যাটি হলো
(ক) ৭৪৫৩
(খ) ৭৫৩৪
(গ) ৭৬৪৫
(ঘ) ৭৫৪৩
উত্তর: (ঘ) ৭৫৪৩
৫. ৩৫৬, ৪২১, ৫১৩ এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি কোনটি?
(ক) ৩৫৬
(খ) ৪২১
(গ) ৫১৩
(ঘ) ৩২১
উত্তর: (গ) ৫১৩
৬. ৫০ হাজার, ৫০০০, ৫০০, ৫০ এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি?
(ক) ৫০
(খ) ৫০০
(গ) ৫০০০
(ঘ) ৫০ হাজার
উত্তর: (ক) ৫০
৭. একটি সংখ্যার মধ্যে ৪০০০ এর স্থান কত?
(ক) হাজার
(খ) শত
(গ) দশ
(ঘ) একক
উত্তর: (ক) হাজার
৮. ৭৬৮৯ এর এককের অঙ্কটি কত?
(ক) ৭
(খ) ৮
(গ) ৬
(ঘ) ৯
উত্তর: (ঘ) ৯
৯. ৫০০০ + ৩০০ + ৫০ + ৭ এর মান কত?
(ক) ৫৩৫৭
(খ) ৫৪৭৭
(গ) ৫৪০০
(ঘ) ৫২০০
উত্তর: (ক) ৫৩৫৭
১০. ৩৫, ৭৮, ১১০ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ১১০
(খ) ৭৮
(গ) ৩৫
(ঘ) ১২২
উত্তর: (ক) ১১০
১১. ৩০০০, ২৫০০, ২০০০ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ২৫০০
(খ) ৩০০০
(গ) ২০০০
(ঘ) ৫০০০
উত্তর: (খ) ৩০০০
১২. ৬৪৮, ৯৭৫, ৭৬৪ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
(ক) ৬৪৮
(খ) ৭৬৪
(গ) ৯৭৫
(ঘ) ৯৮৫
উত্তর: (গ) ৯৭৫
১৩. ১০০০ এর বর্গমূল কত?
(ক) ৩০
(খ) ৩২
(গ) ১০
(ঘ) ২০
উত্তর: (গ) ১০
১৪. ২৮৬৪, ৪৭৩৫, ১২৩৪ এই সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা কোনটি?
(ক) ২৮৬৪
(খ) ৪৭৩৫
(গ) ১২৩৪
(ঘ) ৫৬৭৮
উত্তর: (গ) ১২৩৪
১৫. ৫০০০, ৭০০, ১০০ এর মধ্যে ছোট সংখ্যা কোনটি?
(ক) ১০০
(খ) ৭০০
(গ) ৫০০০
(ঘ) ২৫০
উত্তর: (ক) ১০০
সত্য/মিথ্যা (T/F):
(ক) ৭৬৩৪ এর পাশের গুণটিতে গুণফলে দশকের ঘরের অঙ্কটি শূন্য।
উত্তর: মিথ্যা
(খ) ৯০ ১১ গুণফলটি ৭ ১১ গুণফল থেকে ২২ বেশি।
উত্তর: সত্য
(গ) ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা
(ঘ) ৯৯৯ এর পরের সংখ্যাটি তিন তাক বিশিষ্ট সংখ্যা।
উত্তর: সত্য
(ঙ) ৩০০০ + ২০০ = ৩২০০
উত্তর: সত্য
(চ) ৮০০০ এর বর্গমূল ১০০।
উত্তর: মিথ্যা
(ছ) ৩৭৭৮ এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা ৭৭৮।
উত্তর: মিথ্যা
(জ) ১২৩৪ এবং ১১৩৪ এই দুইটি সংখ্যা একই।
উত্তর: মিথ্যা
(ঝ) ৫০০০ এর পরবর্তী সংখ্যা ৫০০১।
উত্তর: সত্য
(ঞ) ২৫৫ এর পরের সংখ্যা ২৫৬।
উত্তর: সত্য