আমি সাগর পাড়ি দেব প্রশ্ন উত্তর / Class 4 Bengali Ami Sagor Pari Debo Question Answer

আমি সাগর পাড়ি দেব প্রশ্ন উত্তর / Class 4 Bengali Ami Sagor Pari Debo Question Answer

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “আমি সাগর পাড়ি দেব” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
আমি সাগর পাড়ি দেব প্রশ্ন উত্তর (কাজী নজরুল ইসলাম)

১. কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কী অভিধায় অভিহিত?
উত্তর: ‘বিদ্রোহী কবি’ এই অভিধায় অভিহিত।

২. কাজী নজরুল ইসলাম এর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: নজরুলের লেখা কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, বিষের বাঁশি।

৩. কবিতায় উল্লিখিত ‘বিভেদ’ শব্দটি দেখো। ‘ভেদ’ শব্দটির আগে ‘বি’ বসে তৈরী হয়েছে নতুন শব্দ ‘বিভেদ’। নীচে বেশ কিছু শব্দ দেওয়া হলো। নীচের শব্দগুলির আগে ‘বি’ যোগ করে নতুন নতুন শব্দ তৈরী করো:

উত্তর:
ভাগ = বিভাগ
হার = বিহার
তৃষ্ণা = বিতৃষ্ণা
জ্ঞান = বিজ্ঞান
চার = বিচার
ক্রয় = বিক্রয়

৪. নির্দেশ অনুসারে লেখো:


৪.১ তালে তালে শব্দটিতে একই শব্দ পর পর দু-বার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দু-বার বসে কী কী শব্দ তৈরি হয়েছে।
উত্তর: দ্বীপে দ্বীপে, দেশে দেশে, দুলে দুলে।

৪.২ তালে তালে’ শব্দটিতে যেমন একই বর্ণ ‘ল’ দুবার বসেছে তেমনি ‘ল’ ধ্বনিকে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো:
উত্তর: দুলে দুলে।

৪.৩ উপরের প্রশ্নটিতে ব্যবহৃত শব্দটির মতো পাঁচটি শব্দ তুমি নিজে তৈরী করো:
উত্তর: জলে জলে, দলে দলে, ফুলে ফুলে, মাঝে মাঝে, হাতে হাতে।

৪.৪ ‘র’ ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখতো কোন কোন শব্দ পাও। একটি করে দেওয়া হলো। যেমন- থরথর।
উত্তর: ভরদুপুর, রাজারানি, রাতবিরেত।

৫. কোন কোন শব্দগুলির অন্ত্যমিল আছে তাদের মেলাও:

উত্তর:
সওদাগর = মধুকর
আজ = লাজ
বদরগাছি = মাল্লামাঝি
সিন্ধু = বন্ধু

৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৬.১ সওদাগর কোথায় পাড়ি দিতে চায়?
উত্তর: সাগরপাড়ি দিতে চায়।

৬.২ ময়ূরপঙ্খী বজরা কীসের মতো দুলে দুলে চলবে?
উত্তর: মরাল অর্থাৎ রাজহাঁস-এর মতো।

৬.৩ শুক্তি সওদাগরকে কী নজরানা দেবে?
উত্তর: মুক্তামালা নজরানা দেবে।

৬.৪ কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না?
উত্তর: হাঙর, কুমির, তিমিকে ভয় পান না।

৬.৫ কথক সওদাগর কীভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান?
উত্তর: বন্যা এনে বিভেদের সমস্ত প্রাচীর ভেঙে একাকার করতে চান।

৬.৬ কবি কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান?
উত্তর: জলপথে যারা ডাকাতি করে তাদের জলদস্যু বলেছেন।
জলদস্যুদের জন্য তিনি সিন্ধু-গাজি, মোল্লামাঝি, নৌসেনা এবং জেলেদের পাহারায় রেখে যেতে চান।

৬.৭ দেশে দেশে দেয়াল গাঁথা’ বলতে কবি কী বুঝিয়েছেন? কীভাবে তিনি এর প্রতিকার করবেন?
উত্তর: দেশে দেশে মানুষের মধ্যে যে উচ্চনীচ, ধনী-গরিব, অধম-উত্তম এই ভেদাভেদ বুঝিয়েছেন।
তিনি ভালোবাসার বন্যা বইয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান।

৬.৮ কবিতায় কথক কোন্ কোন্ জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন?
উত্তর: সাত সংখ্যা দিয়ে কথক সাত সাগর এবং সপ্ত মধুকর ডিঙাকে বুঝিয়েছেন।

৬.৯ দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান?
উত্তর: কবি নিজের দেশের সুধা নিয়ে অন্য দেশে দেবেন এবং অন্য দেশের সুধা এনে তাঁর দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে চান।

৬.১০ কবিতায় কোন্ কোন্ রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো।
উত্তর: কবিতায় রত্ন, মাণিক, মুক্তা, জহরত, পান্না ও চুনি ইত্যাদি রত্নের উল্লেখ আছে।

৬.১১ কবিতায় কোন্ কোন্ জলজ প্রাণীর উল্লেখ আছে?
উত্তর: কবিতায় মরাল, গাংচিল, হাঙর, কুমির, তিমি ইত্যাদি জলজ প্রাণীর উল্লেখ আছে।

৭. কবিতায় ‘বেচাকেনা’ শব্দদুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক। পাশের শব্দঝুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শুন্যস্থান পূরণ করো:

উত্তর:
মরণ বাচন
আকাশ পাতাল
দেনা পাওনা
সুখ দুঃখ
অগ্র পশ্চাৎ
ওঠা নামা
আলো আঁধার
আগা গোড়া

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

2. You may also like: কীভাবে ‘Student Credit Card’ এর জন্য আবেদন করতে হবে।

Class 4 Model Bengali 2022

Official Website: Click Here

আমি সাগর পাড়ি দেব প্রশ্ন উত্তর / Class 4 Bengali Ami Sagor Pari Debo Question Answer

Leave a Comment