Class-7 History 3rd-Unit-Test Suggestion

Class-7 History 3rd-Unit-Test Suggestion

প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর, ২০২২ থেকে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি মডেল প্রশ্নপত্র শেয়ার করলাম। তোমরা পাঠ্য বইটি ভালো মতো পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে রাখবে। কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও।

3rd Unit Test
সপ্তম শ্রেণী
বিষয়: ইতিহাস
পূর্ণমান: 70 সময়: 2 ঘন্টা 30 মিনিট
১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ চৌসার যুদ্ধ হয়-
(ক) ১৫৩৯ খ্রিস্টাব্দে
(খ) ১৫৪০ খ্রিস্টাব্দে
(গ) ১৫৪১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪২ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৫৩৯ খ্রিস্টাব্দে

১.২ শেরশাহ কৃষককে জমির অধিকার দান করতেন-
(ক) কবুলিয়ত
(খ) পাট্টা
(গ) দাগ
(ঘ) হুলিয়া এর মাধ্যমে।

উত্তর: (খ) পাট্টা

১.৩ শাহজাহানবাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হয়-
(ক) হাভেলি
(খ) মকান
(গ) কোঠরি
(ঘ) প্রাসাদ

উত্তর: (গ) কোঠরি

১.৪ দিল্লি শহরের পূর্বদিকে রয়েছে
(ক) আরাবল্লী পর্বত
(খ) যমুনা নদী
(গ) হিমালয় পর্বত
(ঘ) পদ্মা নদী

উত্তর: (খ) যমুনা নদী

১.৫ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়
(ক) ১৫০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৬০০ খ্রিস্টাব্দে
(গ) ১৬৬৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭০০ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৬০০ খ্রিস্টাব্দে

১.৬ ‘চাহার বাগ’ কে তৈরি করেন
(ক) বাবর
(খ) আকবর
(গ) শাহজাহান
(ঘ) শের শাহ

উত্তর: (ক) বাবর

১.৭ মনিপুরী নাচের ‘কুমিল’ পোশাক তৈরি করেন
(ক) ভীমসেন
(খ) চন্দ্র ভান
(গ) ঈশ্বর দাস
(ঘ) ভাগ্য চন্দ্র

উত্তর: (ঘ) ভাগ্য চন্দ্র

১.৮ ইমারাতে বাংলার স্থাপত্য শিল্পের একটি বৈশিষ্ট্য হলো
(ক) পোড়ামাটির ব্যবহার
(খ) টালির ব্যবহার
(গ) কাঠের ব্যবহার
(ঘ) ইটের ব্যবহার

উত্তর: (ঘ) ইটের ব্যবহার

১.৯ ‘কুয়্যাত-উল-ইসলাম’ মসজিদ তৈরি করেন
(ক) কুতুবউদ্দিন আইবক
(খ) ইলতুৎমিস
(গ) গিয়াসউদ্দিন বলবন
(ঘ) মোহাম্মদ ঘুরি

উত্তর: (ক) কুতুবউদ্দিন আইবক

১.১০ ‘মেঘমল্লার’ রাগটি সৃষ্টি করেন
(ক) ইব্রাহিম শাহ শরকি
(খ) বৈজু বাউরা
(গ) তানসেন
(ঘ) মান সিং তোমার

উত্তর: (গ) তানসেন

২. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও:
ক স্তম্ভখ স্তম্ভ
২.১ সিরি
২.২ দিনেমার
২.৩ সরাফ
২.৪ হৌজ
২.৫ চিরাগ- ই দিল্লি
(ক) ডেনমার্কের অধিবাসী
(খ) শেখ নাসিরউদ্দিন
(গ) আলাউদ্দিন খলজি
(ঘ) মুদ্রা বিনিময়কারী
(ঙ) জল সংরক্ষণ

উত্তর:
২.১ সিরি — (গ) আলাউদ্দিন খলজি
২.২ দিনেমার —- (ক) ডেনমার্কের অধিবাসী
২.৩ সরাফ —- (ঘ) মুদ্রা বিনিময়কারী
২.৪ হজ —- (ঙ) জল সংরক্ষণ
২.৫ চিরাগ- ই দিল্লি —- (খ)শেখ নাসিরউদ্দিন

৩. পূর্ণ বাক্যে উত্তর দাও:

৩.১ জামের যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তর: জামের যুদ্ধ হয় ১৫২৮ খ্রিস্টাব্দে সফবি ও উজবেকদের মধ্যে।

৩.২ কিলোঘড়ি প্রাসাদ কে তৈরি করেন?
উত্তর: কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন বলবনের পৌত্র কায়কোবাদ।

৩.৩ জিতল কি?
উত্তর: সুলতানি আমলের কর আদায় ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য প্রচলিত তামার মুদ্রা জিতল নামে পরিচিত।

৩.৪ হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
উত্তর: হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন মুঘল বাদশাহ শাহজাহান।

৩.৫ সুফিবাদের আবির্ভাব কোথায় হয়েছিল?
উত্তর: সুখীবাদের আবির্ভাব হয়েছিল মধ্য এশিয়াই।

৩.৬ ঔরঙ্গজেবের কন্যার নাম কি?
উত্তর: ঔরঙ্গজেবের কন্যার নাম জৈবউননিসা।

৩.৭ শিবকে নিয়ে লেখা সাহিত্য কি নামে পরিচিত?
উত্তর: শিবকে নিয়ে লেখা সাহিত্য শিবায়ন নামে পরিচিত।

৩.৮ সম্রাট জাহাঙ্গীর কাকে ‘নাদির আল-অসর’ উপাধি দেন?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর ফারুক হোসেনকে নাদির আল অসর উপাধি দেন।

৩.৯ শিখদের দশম গুরু কে ছিলেন?
উত্তর: শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ।

৩.১০ ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ভারতে সংবিধান গৃহীত হয় ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ শে নভেম্বর।

৪. দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
৪.১ সংবিধান বলতে কী বোঝায়?

উত্তর: প্রত্যেক দেশ কীভাবে চলবে তার নিয়মকানুন আছে। এই নিয়মকানুনকেই ‘সংবিধান’ বলা হয়। ‘বিধান’ শব্দটার অর্থ নিয়ম। ভারতের একটি লিখিত সংবিধান আছে যা পৃথিবীর সবচেয়ে বড়ো সংবিধান।

৪.২ দিল্লির নাম হজরত ই দিল্লি হয়েছিল কেন?

উত্তর: মধ্যযুগে বাগদাদ ছিল ইসলাম সভ্যতার প্রধান কেন্দ্র। কিন্তু বাগদাদের দুরবস্থার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এর ফলে দিলির নামই হয়ে গিয়েছিল হজরত ই দিল্লি।

৪.৩ হুন্ডি কী?

উত্তর : তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা এক ধরণের কাগজ চালু করেছিল যা টাকার মত বিনিময়ের কাজ করত। একেই বলা হত হুন্ডি।

৪.৪ মঙ্গলকাব্য কাকে বলে?

উত্তর: বাংলা সাহিত্যের মধ্যযুগে চন্ডী, মনসা, ধর্ম এইসব দেব-দেবীর পুজোর সময়ে তাদের মহিমা শোনানো হতো গান গেয়ে। সেই গানগুলোর ভিতরে একটি গল্প থাকত। সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়। সেগুলোকেই মঙ্গলকাব্য বলে।

৪.৫ পীর ও মুরিদ কাদের বলা হত?

৪.৬ কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল?

উত্তর: ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।

৪.৭ বিষ্ণুপুরে অবস্থিত দুটি মন্দিরের নাম লেখ?

৪.৮ তুতিনামা কি?

উত্তর: মধ্যযুগে বহু রচনা সংস্কৃত থেকে ফারসিতে অনুবাদ করা হয়। জিয়া নকশাবি সংস্কৃত ভাষায় লেখা গল্পমালা ফারসিতে অনুবাদ করেন। তিনি এর নাম দেন তুতিনামা।

৪.৯ শিখ ধর্মের পঞ্চ ‘ক’ কি?

উত্তর: গুরু গোবিন্দ সিংহ শিখদের পাঁচটি জিনিস সবসময় কাছে রাখতে বলতেন। এই পাঁচটি জিনিসের নামই ‘ক’ অক্ষর দিয়ে শুরু। এগুলি হলো-
কেশ, কঙঘা (চিরুনি), কচ্ছা, কৃপাণ এবং কড়া।

৪.১০ খালসা কী? কে, কবে খালসা তৈরী করেন?

উত্তর: ১৬৯৯ খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামে একটি সংগঠন তৈরী করেন। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা।

৫. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও:

৫.১ ঔরঙ্গজেবের পতনে দাক্ষিণাত্য ক্ষত কতটা দায়ী ছিল?

৫.২ টীকা লেখ: গুরু নানক

৫.৩ টীকা লেখ: মনসবদারী প্রথা

৫.৪ টীকা লেখ: মুঘল রণকৌশল

৬. আট দশটি বাক্যে উত্তর দাও:

৬.১ শিবাজী নেতৃত্বে মারাঠাদের উত্থানের কাহিনী লেখো।

৬.২ শেরশাহের সংস্কারগুলি আলোচনা কর।

৬.৩ ভারতে বিদেশি বণিকদের আগমন কিভাবে হয়েছিল?

৬.৪ সুলতানি যুগে বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে লেখ।

৬.৫ সরকারের বিভাগ কটি? এই বিভাগ গুলি কোনটি কি কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়?

👉 সমস্ত বিষয়ের ইউনিট টেস্টের প্রশ্নপত্র : Click Here
👉 আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করো: Click Here

Class-7 History 3rd-Unit-Test Suggestion 2022

You may also like: Class VII Notes

Class 7 Third Unit Test 2022 History Question Paper Class 7 Third Unit Test History Suggestion

Class 7 3rd Unit Test History Question Paper 2022

WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper History Class VII History Third Unit Test Question Paper pdf Download

Class 7 Third Term Test History Question Paper

Official Website: Click Here

সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র

Class-7 History 3rd-Unit-Test Suggestion Class-7 History 3rd-Unit-Test Suggestion Class-7 History 3rd-Unit-Test Suggestion

সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস প্রশ্নপত্র

সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষার প্রশ্ন তৃতীয় ইউনিট টেস্ট
ক্লাস সেভেন এর ইতিহাস পরীক্ষার প্রশ্ন তৃতীয় ইউনিট টেস্ট
ক্লাস ৭ ইতিহাস পরীক্ষার প্রশ্ন তৃতীয় ইউনিট টেস্ট

3 thoughts on “Class-7 History 3rd-Unit-Test Suggestion”

  1. শিবাজীর নেতৃত্বে শিবাজীর নেতৃত্বে মারা ঠা দের উত্থান

Leave a Comment