অ্যাডভেঞ্চার বর্ষায় প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী / Class 4 Bengali Adventure Borshay

Categories: Uncategorized

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

অ্যাডভেঞ্চার বর্ষায় প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী/ Class 4 Bengali Adventure Borshay

এখানে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের “অ্যাডভেঞ্চার বর্ষায়” থেকে পাঠ্য পুস্তকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হলো। আশাকরি তোমরা উপকৃত হবে।

চতুর্থ শ্রেণী
বাংলা প্রশ্ন ও উত্তর
অ্যাডভেঞ্চার বর্ষায় প্রশ্ন উত্তর (মণীন্দ্র গুপ্ত)

১. মনীন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন?
উত্তর: পরমা।
২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
উত্তর: চাঁদের ওপিঠে।

৩. অনধিক দুটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ এই গল্পের কথক কী সূত্রে বাড়ি এসেছিল?
উত্তর: এই গল্পের কথক গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিল।
৩.২ খবর পেয়ে কারা কারা এল?
উত্তর: খবর পেয়ে সেজোপিসিমার চার ছেলেমেয়ে ও ছোটোপিসিমা এল।
৩.৩ ‘টমবয়’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘টমবয়’ শব্দের অর্থ গেছো মেয়ে।
৩.৪ কার নাকে নোলক ছিল?
উত্তর: সেজোপিসিমার মেয়ের নাকে নোলক ছিল।
৩.৫ ভাই-বোনেরা মিলে কী ঠিক করল?
উত্তর: ভাই বোনেরা মিলে ঠিক করল ছোটোপিসিমার বাড়ি ঘুরে সেজোপিসিমার বাড়ি যাবে।
৩.৬ ‘ফেনসা ভাত’ কী?
উত্তর: ভাত রান্নার পর ভাতের জল না ফেলে ফেন মেশানো ভাতকে বলে ফেনসা ভাত।
৩.৭ অশ্বিনীকুমার দত্ত কে ছিলেন?
উত্তর: অশ্বিনীকুমার দত্ত ছিলেন একজন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা। তিনি স্বদেশী আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন।
৩.৮ কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল?
উত্তর: কথক এবং তার ভাইবোনেরা সন্ধ্যার আগেই ছোটোপিসিমার বাড়ি গিয়ে পৌঁছেছিল।
৩.৯ পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল?
উত্তর: পাঁচ ভাই বোনের কাছে তাপ্পিমারা একটিমাত্র ছাতা ছিল।
৩.১০ বাড়ি ফিরে কথক কী করেছিল?
উত্তর: ঝড়জলের মধ্যে বাড়ি ফিরে কথক তাড়াতাড়ি গা-মাথা মুছে, শুকনো কাপড় পরে কাঁথার মধ্যে ঢুকে গিয়েছিল শরীর গরম করতে।

Amazon থেকে কিনুন সুন্দর প্লাস্টিক ফুল, আপনার ঘরকে সাজান এক নতুন রূপে!

Plastic Flowers
Buy Now
৪. সন্ধি বিচ্ছেদ করো:

উত্তর:
দেশান্তর = দেশ + অন্তর
আষাঢ়ান্ত = আষাঢ় + অন্ত
সূর্যাস্ত = সূর্য + অস্ত
অপরাহ্ন = অপর + অহ্ন
ব্যাকুল = বি + আকুল

৫. নীচের শব্দগুলি বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার করো:

হই হই = হই হই করে স্কুল শেষে ছেলের দল বাড়ি ফিরে গেল।
পুটপাট = গরম কড়াইতে পুটপাট করে খই ফুটতে লাগলো।
টুবুটুবু = বর্ষার জলে পুকুর টুবুটুবু হয়ে আছে।
ছিপছিপে = সুজনের শরীরের গঠন রোগা ছিপছিপে রকমের।
ছটফট = অসুস্থ মানুষটি যন্ত্রনায় ছটফট করতে লাগলো।
কড়কড় = কড়কড় শব্দে বাজে পড়লো।

অ্যাডভেঞ্চার বর্ষায় প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী

৬. লিঙ্গান্তর করো:

সেজোপিসিমা = সেজোপিসেমশাই
ন্যাড়া = নেড়ি
ভাই = বোন
প্রতিবেশী = প্রতিবেশীনী।

৭. নীচের বাক্যগুলির নিম্নরেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে চিহ্নিত করো:

উত্তর:
৭.১ আমরা চার ভাই এক বোন = বহুবচন।
৭.২ ছোটো ছোটো = বহুবচন
৭.৩ সেজপিসিমার মেয়ে = একবচন
৭.৪ আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা = বহুবচন
৭.৫ দেড়-দুই কুড়ি কই = বহুবচন

৮. নীচের বাকিগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো:

উত্তর:
৮.১ আমরা = উত্তম পুরুষ
৮.২ সে = প্রথম পুরুষ
৮.৩ আমি (উহ্য) = উত্তম পুরুষ
৮.৪ বড়োমা ছোটোমা = প্রথম পুরুষ
৮.৫ চোর, ডাকাত, প্রতিবেশী, সন্তানেরা = প্রথম পুরুষ

৯. নীচের রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও:

৯.১ মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে।
উত্তর: মারামারি বাঁধলে দলে লড়ে।

Amazon থেকে কিনুন খুব কম দামে Smart Watch!

Smart Watch
Buy Now

৯.২ শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম।
উত্তর: শেষে বিরক্ত হয়ে প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম।

৯.৩ পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়।
উত্তর: পা বিনা আনায়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়।

৯.৪ এক পিসতুতো ভাই একটা তুক বলল।
উত্তর: এক পিসতুতো ভাই একটা মতলব বলল।

৯.৫ বৃষ্টিও একটু ধরে এল।
উত্তর: বৃষ্টিও একটু কমে এল।

১০. শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে শুন্যস্থান পূরণ করো:

১০.১ পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি _____ চলে যায়।
উত্তর: ছুঁয়ে ছুঁয়ে।
১০.২ আমি ঠকঠক করে __________ হাঁটতে লাগলাম।
উত্তর: কাঁপতে কাঁপতে।
১০.৩ ____________ জল দাঁড়িয়ে গেছে।
উত্তর: মাঠে মাঠে।
১০.৪ মাইল দুয়েক ____________ বৃষ্টি এল।
উত্তর: যেতে না যেতে।
১০.৫ সে গাছ কোমর বেঁধে আমাদের ____ গাছে উঠে যায়।
উত্তর: আগে আগে।

১২. নীচের বাক্যগুলির কর্তা খুঁজে বের করো:

উত্তর:
১২.১ আমাদের দলটা
১২.২ আমরা
১২.৩ কর্তা উহ্য
১২.৪ আমি
১২.৫ কর্তা উহ্য

অ্যাডভেঞ্চার বর্ষায় প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী

১৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১৩.১ ছোটোপিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা করো।

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

উত্তর: সকালবেলায় ফেনসা ভাত খেয়ে কথক ও তার পাঁচ ভাইবোন মিলে আনন্দ সহকারে ছোটোপিসিমার বাড়ি রওনা দিয়েছিল। ছোটোপিসিমার বাড়ির পথটি মাটির, দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। পাট ক্ষেতের হাওয়া গ্রীষ্মের কড়া রোদের হাত থেকে কথকদের মুক্তি দিচ্ছিল। বেলাশেষে অশ্বিনীকুমার দত্তের গ্রাম কাটাজোড় হাড়িয়ে কথকরা সন্ধ্যার আগেই ছোটোপিসিমার বাড়ি পৌঁছে গেল।

১৩.২ বাড়ি যাওয়ার পথে ঝড়-বৃষ্টি এবং কই মাছ ধরার বিবরণ দাও।

উত্তর: সেজোপিসিমার বাড়ি যাওয়ার পথে হঠাৎ ঘাস দিয়ে বোনা পাখির বাসার মতো মেঘ উঠল আকাশে। তারপর বাতাস আর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। কথকদের পাঁচজনের কাছে ছিল একটিমাত্র তাপ্পিমারা ছাতা। সেটাও হাওয়ায় দমকে উল্টে যায়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তারা গাছতলায় এসে দাঁড়ায়। কমে গেলে আবার হাটতে থাকে। এভাবে থেমে থেমে চলতে থাকে।
সন্ধ্যার মুখে পিসিমার বাড়ির কাছাকাছি এসে তাঁরা দেখে একটি পুকুরের জল মাঠের জলের সাথে এক হয়ে গেছে সেখানে পুকুরে আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে। লেখক ও তাঁর ভাই বোনেরা সেখান থেকে দেড় দুই কুড়ি মাছ উল্টানো ছাতায় ভরে নেয়।

১৩.৩ বড়োপিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড়-বৃষ্টিতে ফাঁকা মাঠে কথকের যে অভিজ্ঞতা হয়েছিল, তা লেখো।

উত্তর: বাড়ির জন্য মন কেমন করায় কথক দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বৃষ্টি থামলে, তার সবচেয়ে ছোটো ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পরে বাড়ির উদ্দেশ্যে।
পথ একেবারে জনহীন। একটা গরু-বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দু-দিকে শুধু পাটক্ষেত। মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি নামলো। মাঠের বৃষ্টি বড়ো বিশাল। কথকের পিঠের ওপর বৃষ্টি যেন পেরেক গাঁথা থ্যাবড়া হাতে চড় কষাতে লাগলো। ঝড়ের ধাক্কা তাকে তিনগুন বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে কথকের শরীরে ঠান্ডা কাঁপুনি ধরল। এমনি অভিজ্ঞতা অর্জন করে কথক অবশেষে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছলো। তখন সন্ধ্যা নেমেছে।

১৩.৪ পাঠ্যাংশটির নামকরণে অ্যাডভেঞ্চার শব্দটির ব্যবহার কতটা যথাযথ হয়েছে, মতামত দাও।

উত্তর: সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। লেখক তাঁর সাহিত্যের নামকরণ সম্পর্কে অতিমাত্রায় সচেতন থাকেন কারণ, নামকরণের মাধ্যমেই রচনাটির বিষয় সম্পর্কে আভাস পাওয়া যায়।
আলোচ্য গল্পে লেখক ও তার ভাইবোনেরা মিলে পিসিমাদের বাড়িতে বেড়াতে যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে উঠে এসেছে যাত্রাপথে বৃষ্টির অভিজ্ঞতা, জলে টইটুম্বুর পুকুরে কই মাছ ধরার কাহিনী। একটা ছাতাকে অবলম্বন করে তারা কীভাবে গন্তব্যস্থলে পৌঁছালেন তাও বর্ণিত হয়েছে। আবার গল্পের শেষ অংশে গল্প কথককে একা বাড়ি ফেরার মুহূর্তেও ফাঁকা মাঠে বৃষ্টির অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।
অ্যাডভেঞ্চার শব্দের অর্থ উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা বা অভিযান। আলোচ্য কাহিনীতে বর্ষাকে কেন্দ্র করেই সমস্ত উত্তেজনাপূর্ন অভিজ্ঞতা ঘটেছে গল্প কথকের। তাই গল্পটির বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ যথার্থই সার্থক।

☛ সমস্ত অধ্যায়ের উত্তর পেতে: Click Here

1. You may also like: Class 4 Model Activity Task 2021 All Subjects

অ্যাডভেঞ্চার বর্ষায় প্রশ্ন উত্তর চতুর্থ শ্রেণী

Official Website: Click Here

চতুর্থ শ্রেণী বাংলা অ্যাডভেঞ্চার বর্ষায় মণীন্দ্র গুপ্ত

Class 4 Bangla Prosno Uttor

WBBSE Class 4 Bengali Book Pdf

Amazon থেকে কিনুন স্টাইলিশ স্কুল ব্যাগ, আপনার শিশুর প্রতিদিনের সঙ্গী!

Plastic Flowers
Buy Now

Leave a Reply